জেনেনিন কি বলছে আবহাওয়া দপ্তর আর কেমনই বা থাকবে আজকের আবহাওয়া ? Latest weather রিপোর্ট(আবহাওয়া খবর) in bengali at Bengal Byt
ঠান্ডায় জবুথবু কলকাতাসহ গোটা রাজ্য, তাপমাত্রা ঠেকল ১১.৪ ডিগ্রিতে, দার্জিলিংয়ে ২ ডিগ্রি
শ্রীনগরে তাপমাত্রা নামল গত ৩০ বছরের সর্বনিম্ন মাইনাস ৮.৮ ডিগ্রিতে, তীব্র ঠান্ডায় কাঁপছে কাশ্মীর
কলকাতায় আরও নামল পারদ, সপ্তাহের শুরুতে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি বাড়তে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের
ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা, বছরের প্রথম দিনেই প্রায় শূন্যের কাছে দিল্লির তাপমাত্রা।
বর্ষবরণের রাতে শহরে জমিয়ে শীত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজ্যে ডিসেম্বর জুড়ে চলবে শীতের দাপট, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
শৈত্যপ্রবাহের পরিস্থিতি দিল্লিতে,জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন।তাপমাত্রা নামল ৩ ডিগ্রির নীচে।
তামিলনাড়ুতে আবারো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা! বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি আশঙ্কা বাড়াচ্ছে।
নিভারের তাণ্ডযে বিপর্যস্ত পুদুচেরি, তামিলনাড়ুতে মৃত ৩। শক্তি হারাচ্ছে নিভার, জানাল আবহাওয়া দফতর।
কয়েক ঘণ্টার মধ্যে তামিলনাড়ু ও পুদুচেরিতে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী সাইক্লোন "নিভার" !