West Bengal Weather | চলতি মরশুমের 'শীতলতম দিন' কলকাতায়! রাজ্যজুড়ে কমছে সর্বনিম্ন তাপমাত্রা! কতদিন শীত উপভোগ করতে পারবে রাজ্যবাসী?
আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট অনুযায়ী, চলতি মরশুমের শীতলতম দিন আজ কলকাতায়। এদিন সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছলো ১০ এর ডিগ্রির কাছাকাছি। রাজ্যজুড়ে চলা শীতের দাপটের মাঝেই বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েক জেলায়।
মকর সংক্রান্তি থেকেই রাজ্যে কমেছে তাপমাত্রার পারদ। রোজই নিম্নমুখী তাপমাত্রা নিজের রেকর্ড ভাঙছে। লকাতা-সহ গোটা রাজ্যেই পারদপতন অব্যাহত। সোমবার কলকাতায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির সামান্য বেশি। মঙ্গলবার তা আরও কমে দাঁড়াল ১১.৮ ডিগ্রিতে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, চলতি মরসুমে মঙ্গলবারই শীতলতম দিন পেল কলকাতা। যদিও পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) ফের বদলাবে বুধবার থেকে। বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।
কলকাতার আবহাওয়া :
সোমবার কলকাতায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির সামান্য বেশি। তবে আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) এর খবর অনুযায়ী, এদিন, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছলো ১১ এর ঘরে। এদিন সকালে তাপমাত্রার পারদ আরও কমে দাঁড়াল ১১.৮ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী, যা আপাতত মরশুমের শীতলতম দিন। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে। এদিকে বেলা গড়ালেও আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরে মঙ্গলবার বৃষ্টির সম্ভবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশের আশেপাশেই। পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে, আগামী ২৪সে এবং ২৫সে জানুয়ারি কলকাতার সর্বনিম্ন পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রির ঘরে থাকতে পারে। এরপর ২৬ ও ২৭ তারিখে তিলোত্তমার সর্বনিম্ন পারদ ১৪ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। এদিকে ২৮সে এবং ২৯ সে জানুয়ারি ফের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমবে। তখন তা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :
গোটা রাজ্যেই ক্রমশ কমছে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে এই ক'দিন। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে আবহাওয়াবিদরা।
তবে বুধবার দিকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বুধ থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণের কয়েকটি জেলায়। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে ২৪সে জানুয়ারি, বুধবার। দক্ষিণের জেলায় জেলায় আকাশ মেঘলা থাকবে। এরপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দুই জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পগরনা, পূর্ব মেদিনীপুরে খুবই হালকা বৃষ্টি হতে পারে আগামী ২৫ জানুয়ারি। তবে এই দু'দিন উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। অবশ্য এই জেলাগুলির কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ভোরের দিকে কুয়াশা থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া :
আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) আপডেট অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। তাতে ঠান্ডা আরও বাড়তে পারে। তবে মেঘাচ্ছন্ন আকাশ থাকলে তেমন উপভোগ্য নাও হতে পারে। অপরদিকে বুধবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোনও বৃষ্টি হবে না।
গোটা ডিসেম্বরে সেভাবে শীত উপভোগ করতে পারেনি বঙ্গবাসী। তবে জানুয়ারির শুরু থেকেই বেশ ভালো ঠান্ডা পড়েছে পশ্চিমবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে আরও ৩দিন ভালো ঠান্ডা থাকবে। তবে নয়া সপ্তাহ থেকে কমতে পারে শীত। জানুয়ারির শেষ থেকে তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে পর্যন্ত জমিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।
আরও পড়ুন : শীতে ত্বকের যত্ন নিতে মুখের মতো ক্রিম লাগাতে হবে হাতেও! দেখুন কীভাবে রুক্ষ্ম হাতকে করে তুলবেন নরম?
অন্যদিকে, বঙ্গের মতো সারা দেশেই প্রবল ঠান্ডায় নাজেহাল সাধারণ মানুষ ৷ প্রবল ঠান্ডায় রীতিমতো দিল্লি-সহ দেশের উত্তরের মানুষের জীবন যাপন ব্যাহত হচ্ছে।হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীরে পরিবেশ হিম শীতল, একই সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৫সে জানুয়ারি পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থানের বেশ কিছু এলাকায় ব্যাপক ঠান্ডা পড়বে। আগামী তিন দিনের জন্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ এলাকায় প্রবল শীতের সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবনের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে, দক্ষিণ কর্ণাটক থেকে বিদর্ভে জাঁকিয়ে শীতের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত আঘাত হানতে পারে ৷ এরফলে আগামী ৪ থেকে ৫ দিন ওড়িশা, ছত্তীসগঢ়, বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ৷