Delhi and West Bengal Weather | দিল্লিতে পারদ নামলো ৪ ডিগ্রিতে! সিমলার থেকেও ঠান্ডা রাজধানীতে! আগামী কয়েকদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

দিল্লিতে মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন শুক্রবার। তাপমাত্রার পারদ নামলো ৪.৯ ডিগ্রিতে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বড়দিনের আগেই ফের বাড়বে বঙ্গে ঠান্ডা।


কলকাতায় চলতি মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন ছিল গত বুধবার। সেদিন তাপমাত্রার পারদ সর্বনিম্ন নেমে ছিল ১৪ ডিগ্রিতে। তবে তারপরের দিন থেকেই কলকাতা-সহ বঙ্গে ফের বেড়েছে তাপমাত্রা। ফলে কাঁপানো ঠান্ডার দেখে এখনও পাননি পশ্চিমবঙ্গের মানুষ। এদিকে শুক্রবার একধাক্কায় কমলো রাজধানী দিল্লির তাপমাত্রা। এদিন শিমলার থেকেই বেশি ঠান্ডা দিল্লিতে। শুক্রবার, সেখানকার তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস!

দিল্লিতে শুক্রবার তাপমাত্রার পারদ নামলো ৪.৯ ডিগ্রিতে
দিল্লিতে শুক্রবার তাপমাত্রার পারদ নামলো ৪.৯ ডিগ্রিতে

কয়েক দিন ধরেই বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে দিল্লিতে। চলতি মরশুমে শুক্রবার রেকর্ড পারদ পতন হল রাজধানীতে। শুক্রবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সেখানে শুক্রবার সকালে সিমলার তাপমাত্রা ছিল প্রায় আড়াই ডিগ্রি বেশি । সিমলার তাপমাত্রা ছিল ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে চলতি মরশুমে দিল্লিতে এখনও পর্যন্ত এটিই শীতলতম দিন। সকাল সাড়ে আটটায় সফদরজং ও পালামে দৃশ্যমানতা ছিল ৮০০ মিটার, যা গত কয়েক দিনের থেকে অনেকটাই বেশি। আবহাওয়ার দফতরের পূর্বাভাস, ১৮ই ডিসেম্বর পরে আরও জাকিয়ে পড়বে ঠান্ডা। ২১ তারিখের পর ও বড়দিনের আগে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। স্কাইমেট ওয়েদারের মতে, মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে শীত পড়তে পারে। অন্যদিকে, ১৫ই ডিসেম্বর চলতি মরশুমের শীতলতম দিন। ঠান্ডায় হিমাচল প্রদেশের রাজধানী সিমলাকেও দিল্লি হার মানিয়েছে। স্কাইমেট ওয়েদার সূত্রে খবর, আগামী ১৬-১৭ ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা সামান্য পরিমাণে বাড়বে ৷ ১৮-২০ ডিসেম্বর খেলা দেখাবে ঠান্ডা ৷ ৫-৬ ডিগ্রি সেলসিয়াসর মধ্যে থাকবে তাপমাত্রা ৷

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কম থাকছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সোম ও মঙ্গসবার তাপমাত্রা ছিল ছয়ের ঘরে। গত কয়েক দিন ধরেই দিল্লিতে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। এদিকে, জাঁকিয়ে শীত পড়ার আগে দূষণ সবচেয়ে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল দিল্লিতে। তবে পারদ পতনের পরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। শুক্রবার সকালে দিল্লির বাতাসের গুণমান ছিল 'অত্যন্ত অস্বাস্থ্যকর'। বাতাসের গুণমান সূচক ২৫০-র উপরে ছিল। আনন্দ বিহারে আবার গুণমান সূচক ছিল ৪৭৫, যা 'ঝুঁকিপূর্ণ' বলে মত বিশেষজ্ঞদের। বুধবার সকালেও দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ৩৫৮, 'অত্যন্ত ক্ষতিকর'।

শুক্রবার সকালে দিল্লির থেকে সিমলার তাপমাত্রা ছিল প্রায় আড়াই ডিগ্রি বেশি
শুক্রবার সকালে দিল্লির থেকে সিমলার তাপমাত্রা ছিল প্রায় আড়াই ডিগ্রি বেশি

অন্যদিকে, উত্তর ভারতের রাজ্যগুলিতেও হুড়মুড়িয়ে নামতে শুরু করেছে তাপমাত্রা পারদ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, কেরল, মাহেতে ৷ পাশাপাশি, ১৬-১৭ ডিসেম্বর কেরল ও তামিলনাড়ুতে বৃষ্টিপাত হতে পারে ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৫দিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবেনা ৷

পশ্চিমবঙ্গের আবহাওয়া :

রাজধানী দিল্লিতে হাড় কাঁপানো ঠান্ডা হলেও বঙ্গে ফের বেড়েছে তাপমাত্রা। দিন কয়েক পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)বেশ ঠান্ডা ছিল। তবে বৃহস্পতিবার থেকে সামান্য গরম বেড়েছে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন শুষ্ক থাকবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার যেমন আবহাওয়া আছে, সেরকমই ছন্দেই শেষ হবে সপ্তাহ। নয়া সপ্তাহের শুরুতেও সেরকম থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)। তবে ২০ই ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা বাড়তে শুরু করবে। অর্থাৎ বড়দিনের আগে বেশ শীত থাকবে বঙ্গে।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আকাশ পরিষ্কার থাকবে। রাজ্যের পশ্চিম দিক থেকে বাধাহীনভাবে ঢুকছে উত্তর-পশ্চিম বায়ু। যে কারণে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তুলনায় ৪-৫ ডিগ্রি কম। এই তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার ২০ ডিসেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমবে।

২০ই ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা বাড়তে শুরু করবে।
২০ই ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা বাড়তে শুরু করবে।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) বলছে, আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৪৩ শতংশ। উল্লেখ্য,গতকাল- বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই

অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গেও মোটের উপর সেরকম আবহাওয়া থাকবে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না। শুধুমাত্র দার্জিলিঙে সামান্য বৃষ্টি হবে। আর খুব উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। ফের তুষারপাতের সম্ভাবনা সিকিমে এবং তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু এলাকায়। সোম মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা বেশি। শীতের কাঁপুনি বাড়বে দেশজুড়েই। আগামী কয়েকদিনে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা কমবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File