West Bengal Weather | ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা দেশের একাধিক অংশে! ১৫ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা!

Monday, January 8 2024, 12:36 pm
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব আরব সাগর অঞ্চলে ঘূর্ণাবর্তের জেরে নিম্নগামী সঞ্চালন বিরাজ করছে। এর ফলে দেশের অনেকাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার থেকে কিছুটা কমবে বঙ্গের তাপমাত্রা।


শীতের কাঁপুনির মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, অসময়ের বৃষ্টিতে ভিজবে দেশের একাধিক রাজ্য। পাশাপাশি জারি করা হয়েছে ঘূর্ণাবর্তের সতর্কতা। এছাড়াও ফের তাপমাত্রা কমতে চলেছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। ফিরে ১৫ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রার পারদ। দেখে নিন পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আপডেট এক নজরে।

নতুন পশ্চিমী ঝঞ্ঝা ৮ ই  জানুয়ারি থেকে উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে 
নতুন পশ্চিমী ঝঞ্ঝা ৮ ই জানুয়ারি থেকে উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে 

মৌসম ভবন আইএমডি সূত্রে খবর, লাক্ষাদ্বীপের উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন বিদর্ভ পর্যন্ত প্রসারিত হচ্ছে। অন্যদিকে পশ্চিম উত্তর প্রদেশের উপর দিয়ে আরও একটি ঘূর্ণাবর্ত এলাকা তৈরি হয়েছে। যা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্য দিয়ে দক্ষিণ শ্রীলঙ্কা থেকে দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলে চলে গিয়েছে। অন্যদিকে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ৮ ই  জানুয়ারি থেকে উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে বলেও জানাচ্ছে স্কাইমেট ওয়েদারের রিপোর্ট। যার ফলে গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে বিচ্ছিন্ন ভারী বর্ষণ ছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কেরল, লাক্ষাদ্বীপ এবং দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

Trending Updates

অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব আরব সাগর অঞ্চলে ঘূর্ণাবর্তের জেরে নিম্নগামী সঞ্চালন বিরাজ করছে। তাঁর জেরে ৭ ই ডিসেম্বর, রবিবার থেকেই তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। চেন্নাই এবং আশেপাশের জেলাগুলিতে দিনভর বৃষ্টি চলছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত চেন্নাই এবং আশেপাশের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার, ভিলুপুরম, তিরুভান্নামালাই, রানিপেট, ভেলোর, রামানাথপুরম, থুথুকুডি এবং তিরুনেলভেলি জেলা এবং পুদুচেরির বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্জাবের কিছু জায়গায়, উত্তর হরিয়ানা এবং জম্মু বিভাগের কিছু অংশ, পশ্চিম উত্তর প্রদেশ এবং বিহারে খুব ঘন কুয়াশা দেখা গিয়েছে। পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার দু-এক জায়গায় ঘন কুয়াশা দেখা গিয়েছে।

চেন্নাই এবং আশেপাশের জেলাগুলিতে দিনভর বৃষ্টি চলছে
চেন্নাই এবং আশেপাশের জেলাগুলিতে দিনভর বৃষ্টি চলছে

মকর সংক্রান্তির আগেই আবহাওয়ার বদলের ফলে মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, উত্তর-পশ্চিম রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশে ঠান্ডা বাড়বে। ইতিমধ্যেই দিল্লির দু-এক জায়গায় ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছে। পঞ্জাব, উত্তর হরিয়ানার কিছু অংশ এবং পশ্চিম উত্তর প্রদেশ এবং বিহারের এক বা দুটি জায়গায় খুব ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি  পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশে শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আগামী দু-তিন দিন একই রকম থাকবে। তবে বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। সপ্তাহের শেষে ক্রমশ নামবে তাপমাত্রার পারদ। স্বাভাবিকের থেকে  দু-তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শেষে পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের স্পেল ৪-৫ দিন পর্যন্ত চলবে।

ইতিমধ্যেই দিন কয়েক আগের তুলনায় আজ থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। কিন্তু শীত-শীত ভাব অনুভূত হলেও এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই শহরে। আলিপুর আবহাওয়ার দফতরের অধিকর্তা জানিয়েছেন, অদূর ভবিষ্যতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ মকর সংক্রান্তিতে যে হাড়কাঁপানো ঠান্ডা পড়ে, সেটারও  সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বাংলার পরিমণ্ডলে বাধাহীনভাবে উত্তর-পশ্চিম বাতাস ঢুকছে না উত্তরপ্রদেশ এবং বিহারের জন্য। ওই দুই রাজ্যের উপর কুয়াশার মোটা চাদর আছে। এই পরিস্থিতিতে বাংলায় বাধাহীনভাবে উত্তর-পশ্চিম বাতাস ঢুকতে পারছে না। ফলে সেরকমভাবে বাড়ছে না ঠান্ডাও।

১৬ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর
১৬ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর

এদিকে কলকাতায় যে এবার জাঁকিয়ে শীত পড়ছে না, সেটার পিছনে এল নিনো দায়ী বলে জানিয়েছে হাওয়া অফিস। এল নিনোর কারণে মাঝেমধ্যেই পশ্চিমী ঝঞ্জা তৈরি হচ্ছে। সাধারণত এক সপ্তাহ বা দু'সপ্তাহের ব্যবধানে পশ্চিমী ঝঞ্জা তৈরি হয়। কিন্তু এবার সেটার ব্যবধান এতটাই কমে গিয়েছে যে পারদ পতনের সুযোগটাই মিলছে না। ফলে জাঁকিয়ে শীত পড়ছে না। এই অবস্থায় আগামী ১৬ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। মোটের ওপর সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার সকালের দিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়বে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। এছাড়া আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই ডিগ্রি কমতে পারে। তবে সেভাবে আর জাকিয়ে শীত পড়বে না।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File