West Bengal Weather | ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ! তবে সপ্তাহান্তেই কলকাতা-দক্ষিণবঙ্গের বৃষ্টি দেবে স্বস্তি!

Thursday, February 29 2024, 9:03 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে। তবে শনিবারের পর থেকে বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। বাড়বে বৃষ্টির ভ্রুকুটি।


সপ্তাহান্তে বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কিন্তু এদিকে বাড়ছে তাপমাত্রার পারদ। দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে এরপরই বাড়বে বৃষ্টির ভ্রুকুটি। দেখে নিন এই চলতি সপ্তাহে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)?

দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের
দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের

কলকাতার আবহাওয়া :

Trending Updates

কলকাতায় ক্রমশ বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দিন ও রাতের তাপমাত্রা রবিবার পর্যন্ত বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতায়। এদিকে শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। যদিও বা রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর (West Bengal Weather News Today) অনুযায়ী, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এদিকে ১ লা মার্চ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশেই থাকতে পারে। এরপর ধীরে ধীরে তা বাড়তে থাকবে। ৩ রা মার্চ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকবে। এরপর আগামী ৪ ঠা এবং ৫ই মার্চ শহরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৩ এবং ২২ ডিগ্রি থাকতে পারে। ৬ তারিখও শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রির ঘরে। এদিকে আগামী ৭দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে।

রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়
রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। জেলায় জেলায় আকাশ পরিষ্কার থাকবে। এই আবহে আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর (West Bengal Weather News Today) অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর ৬ মার্চ পর্যন্ত গাঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী ৬ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা মোটের ওপর অপরিবর্তিত থাকবে।  

তবে আগামী রবিবার এবং সোমবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, সপ্তাহান্তে এবং নয়া সপ্তাহের শুরুতেই পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। হাওয়া অফিস জানাচ্ছে, দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এই কারণেই ৩ মার্চ থেকে ৪ মার্চ নাগাদ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি মূলত ছোট এলাকায় সীমাবদ্ধ থাকে খুব বেশি জায়গায় হয় না। বেশিক্ষণ বৃষ্টিপাতও হয় না।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট  অনুযায়ী, সপ্তাহান্তে এবং নয়া সপ্তাহের শুরুতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট  অনুযায়ী, সপ্তাহান্তে এবং নয়া সপ্তাহের শুরুতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে

উত্তরবঙ্গের আবহাওয়া :

অপরদিকে উত্তরবঙ্গের সমতলে এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে আগামী ২, ৩ এবং ৪ মার্চ উত্তরের দুই পাহাড়ি রাজ্য দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। তবে আজ, বৃহস্পতিবার উত্তরের সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। এরপর আগামী ৫ দিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৬ মার্চ পর্যন্ত উত্তরের সমতলের রাতের তাপমাত্রায় বড় রকমের কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের শুধুমাত্র পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সিকিম ও অরুণাচলে শনি ও রবিবার তুষারপাতের আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টি এবং শিলা বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায়।

উত্তরবঙ্গে মূলত শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে 
উত্তরবঙ্গে মূলত শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে 

এদিকে রাজধানী দিল্লি সহ উত্তর ভারত ও উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশেও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমি ঝঞ্ঝার ফলে হিমালযের পার্বত্য এলাকায় ২৯ সেফেব্রুয়ারি ২০২৪, উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে বিরাট আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায় ৷ জম্মু-কাশ্মীর ও লাদাখের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে চলেছে ৷ ইতিমধ্যেই তুষারপাতের সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷ একই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় সর্বাধিক ১১৫.৫ সর্বাধিক সতর্কতা জারি করা হয়েছে ৷ হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা থেকে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷ সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত ২০৪.৪ মিলি অনুমান করা হচ্ছে ৷ হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷ পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে শিলাবৃষ্টিরও। পঞ্জাবের বিচ্ছিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ একই সঙ্গে হরিয়ানা ও চণ্ডীগড়ের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিার সতর্কতা জারি করা হয়েছে ৷ ২রা মার্চ ২০২৪ পর্যন্ত আবহাওয়ার বিশাল সতর্কতা জারি করা হয়েছে ৷ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ২ মার্চ ২০২৪ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File