West Bengal Weather | বসন্তে 'কামব্যাক' শীতের! আগামী দু’দিনে রাজ্যের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি! বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দেশের একাধিক অংশে!

Friday, February 16 2024, 7:14 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকেই মোটের ওপরে শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। তবে আগামী কয়েকদিনে রাজ্যে কমতে পারে ২-৩ ডিগ্রি তাপমাত্রা।


সরস্বতী পুজো (Saraswati Puja) কাটতেই বৃষ্টির ভ্রুকুটি বাংলায়। বৃহস্পতিবার রাতেই হালকা-সামান্য বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে রাতে। কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন আবহবিদেরা। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। আগামী কয়েক দিনে রাজ্যে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। তবে শেষবেলায় ফের একবার শীতের বাউন্স ব্যাক করার চেষ্টা রয়েছে জারি। ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) বদলে কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ।

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর 
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর 

কলকাতার আবহাওয়া :

Trending Updates

আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) এর খবর অনুযায়ী, এদিক শহরের আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। তবে রাত থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। এদিকে শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। তবে শীতের কামব্যাকের কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) এর খবর অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে, আকাশ মেঘলা থাকায় আজ তাপমাত্রা বাড়লেও এবার পারদ কিছুটা কমবে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আগামী দু'দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি কমে যাবে। পরবর্তীতে তিনদিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে। অর্থাৎ দু'দিনে সাময়িক তাপমাত্রা কমলেও নয়া সপ্তাহের শুরুতেই আবার একই জায়গায় ফিরে আসবে সর্বনিম্ন তাপমাত্রা।

আগামী দু'দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি কমে যাবে
আগামী দু'দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি কমে যাবে

উত্তরবঙ্গের আবহাওয়া :

উত্তরবঙ্গে  আগামী দু'দিন সামান্য তাপমাত্রা কমবে তাপমাত্রার পারদ। তারপর তাপমাত্রা ফের বাড়বে। শুধুমাত্র দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টিপাতের সেভাবে কোনও সম্ভাবনা নেই বেল পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। মূলত পরিষ্কার থাকবে আকাশ। উত্তরে শুধু দার্জিলিংয়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা আবহাওয়া একেবারে শুষ্ক থাকবে।

প্রসঙ্গত, ছত্তিশগড়ের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই বর্ষণের সম্ভাবনার কথা। তবে শুক্রবার থেকে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। কেবল দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে। বাদ বাকি পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) শুষ্কই থাকবে।

কেবল দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে
কেবল দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে

অন্যদিকে, পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের একাধিক জায়গায় বর্ষণের ঘনঘটা দেখা গিয়েছে। উত্তর ভারতে হিমাচল প্রদেশে বরফপাতের কমলা সতর্কতা জারি হয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও রাজধানী দিল্লিতে থাকতে পারে ঘন কুয়াশার দাপট। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় ও দিল্লিতে সকাল থেকেই থাকবে কুয়াশার দাপট। আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাত হতে পারে উত্তর ভারতের সমতলে। ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস। শনিবার থেকে পশ্চিমী হিমালয়ের সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি এই বর্ষণ চলবে বলে জানা গিয়েছে। পার্বত্য এলাকায় রয়েছে বরফপাতের পূর্বাভাস। ১৮ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে হরিয়ানা, চণ্ডীগঢ়, পশ্চিমী উত্তর প্রদেশ, পঞ্জাবে বর্ষণের সম্ভাবনা রয়েছে। ১৯ ফেবরুয়ারি রাজস্থানে হালকা বর্ষণের সম্ভাবরা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File