West Bengal Weather | সরস্বতী পুজোয় রাজ্যের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস! ভ্যালেন্টাইন ডে-তে বৃষ্টিতে ভিজবে আট থেকে দশ জেলা!
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়। দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর।
সরস্বতী পুজোর (Saraswati Puja) জন্য বেশ উৎসাহী পড়ুয়া থেকে শুরু করে যুবক যুবতীরা। একদিকে যেমন বাগদেবীর আরাধনা, তার পাশাপাশি আবার ভ্যালেন্টাইন ডে। ফলে সকলেরই আগামীকাল বাইরে খাওয়া-ঘোরার প্ল্যান তৈরী। তবে সব পরিকল্পনায় জল ঢালতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর রূপ বদল! আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত রয়েছে রাজ্যের চার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা, এমনকী হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।
আজ কেমন থাকবে আবহাওয়া?
আজ, মঙ্গলবার থেকেই আংশিক মেঘলা আকাশ শহর কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েক জেলায়। কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, এদিন বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার চারটি জেলা- পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম-সহ কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেদিন দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টিপাত হবে না। শুষ্ক থাকবে বাকি জেলাগুলির আবহাওয়া। এদিকে রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। কমবে শীতের আমেজ, আসবে উষ্ণতা।
একদিকে যেমন দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ, তেমনি উত্তরবঙ্গে কমছে তাপমাত্রা। শিলিগুড়িতে তাপমাত্রা ১১-১২ ; দার্জিলিংয়ে তাপমাত্রা ৫-৬; সান্দাকফুতে ২ ডিগ্রি; কালিম্পং এর তাপমাত্রা ৭-৮; জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.০২ ডিগ্রি সেলসিয়াস; ডুয়ার্সে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস; আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
সরস্বতী পুজোর দিন রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস :
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা, এমনকী হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভ্যালেন্টাইন্স ডে-র দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায়। বৃহস্পতিবার হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়েই। সরস্বতী পুজোয় মূলত ছ'টি জেলা- পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। বাকি ন'টি জেলা অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
বুধবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গেও। সেদিন উত্তরবঙ্গের তিনটি জেলা- উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টি হতে পারে। সেদিন হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আবহাওয়া শুষ্কই থাকবে। তবে ১৫ ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের সমস্ত জেলা। তবে বৃষ্টির ফলে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না।
পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর আপডেট অনুযায়ী, কাল থেকে পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। কমবে উত্তর-পশ্চিমের শীতল হওয়ার প্রভাব। বাড়বে দখিনা বাতাস ও পূবের বাতাসের দাপট। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বৃষ্টি হবে মধ্য ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এর প্রভাবে মধ্য ভারত ও পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব পড়তে পারে বাংলাতেও। তবে শনিবার থেকে বৃষ্টি থামলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ১৫ই ফেব্রুয়ারির ক্ষেত্রেও সর্বত্র হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহবিদরা এ-ও জানিয়েছেন, আগামী সপ্তাহের গোড়া থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির জেরে সাময়িক ভাবে শীতল আবহাওয়া ফিরলেও কনকনে শীত আর ফিরবে না। সে ক্ষেত্রে মাঘ মাসের সঙ্গে এই মরসুমের জন্য পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত।