West Bengal Weather | পৌষের বিদায় বেলায় ঠান্ডায় কাঁপছে বঙ্গ! তবে দুদিন পরেই বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া! বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস!
মকর সংক্রান্তির সকালে কুয়াশাচ্ছন্ন প্রায় গোটা রাজ্য। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, দুদিন রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা থাকলেও বুধবার থেকেই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
পৌষের শীত কাঁপছে বাংলা। চলতি বছর শীতের সেভাবে দেখা মেলেনি। গত বছর শেষে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) নিয়ে বেশ নিরাশ ছিলেন আম জনতা। তবে মকর সংক্রান্তি (Makar Sankranti) কাছে আসতেই বদল আবহাওয়া। বিগত দুদিন ধরেই বেশ জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। এদিন, ১৫ই জানুয়ারি, সোমবার পড়তেই পড়তেই কুয়াশাচ্ছন প্রায় গোটা রাজ্য। এরই মধ্যে এই দিন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টি নামতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।
কলকাতার আবহাওয়া :
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। এদিকে আজ তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, যা কি না স্বাভাবিক। এদিকে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়াতেই আকাশ পরিষ্কার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশের আশেপাশেই। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস কম।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :
সোমবার সকালে রাজ্যের অধিকাংশ কুয়াশার জেরে দৃশ্যমানতা হারিয়েছে। এদিন শিলিগুড়িতে দৃশ্যমানতা নেমেছে শূন্যে, কলকাতায় দৃশ্যমানতা ২৫ মিটার, ডায়মন্ড হারবার দৃশ্যমানতা ৫০ মিটার, কোচবিহার দৃশ্যমানতা ২০০ মিটার। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই আবহে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে। তবে আগামী ক'দিন গাঙ্গেও পশ্চিমবঙ্গের রাতের তাপামাত্রা কিছুটা বাড়বে।
সোম এবং মঙ্গলবার পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর বড় কোনও বদল নেই। তবে বুধবার থেকেই আবহাওয়ার অনেকটাই পর্বিরতন হবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আবহাওয়ার অনেকটাই তারতম্য ঘটবে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া :
এদিকে সোমবার উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর উত্তরবঙ্গেও ১৬ জানুয়ারি দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। এরপর ১৭ এবং ১৮ তারিখ উত্তরের দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। বুধবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা। বৃষ্টির পাশাপাশি, কুয়াশার পরিমাণও বেশি থাকবে এই তিন জেলায়।
প্রসঙ্গত, সোমবার মকর সংক্রান্তি (Makar Sankranti)র দিন রাজ্য জুড়ে গঙ্গায় পুণ্যস্নানে ব্যস্ত হাজার হাজার মানুষ। গঙ্গা সাগরের পাশাপাশি বিভিন্ন জেলায় ভোর থেকে শুরু হয়ে গিয়েছে স্নান। তবে এদিন কুয়াশার জেরে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে জন সাধারণকে। ব্যাহত হয়েছে যান চলাচল। অন্যদিকে, মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হবে বৃষ্টি। আগামী ১৭ই ও ১৮ই জানুয়ারি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, মেঘ ঢুকলে ঠাণ্ডা কমবে, আরও বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, গতকাল দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। এদিকে এই মুহূর্তে কোনও ঝঞ্ঝা বা অক্ষরেখা বাংলার ওপর অবস্থান না করলেও নয়া সপ্তাহে পরিস্থিতি বদলাবে। এই আবহে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের জেরে এই সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ থেকে উত্তরবঙ্গে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- মকর সংক্রান্তি