West Bengal Weather | বুধবার থেকে রাজ্য-জুড়ে বৃষ্টির পূর্বাভাস! গড়ে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে তাপমাত্রা!
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বুধবার থেকেই রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ। দেখে নিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।
সংক্রান্তি কাছে আসতেই হাড় কাঁপানো ঠান্ডা বঙ্গে। তবে রবি ও সোমবার ঠান্ডার দাপট মঙ্গলবার থেকেই প্রায় উধাও বলা চলে। মঙ্গলবার সকালে কুয়াশা ও উত্তুরে হাওয়ায় কনকনে শীত অনুভূত হলেও বেলার দিকে হাওয়া বদলের পূর্বাভাস। এরই মধ্যে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী খবর, দিনের দ্বিতীয়ার্ধ থেকেই তাপমাত্রার পারদ চড়বে এবং আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই রাজ্যের একাধিক অংশে হবে বৃষ্টিপাত। দেখে নিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News), মঙ্গলবার দিনের দ্বিতীয়ার্ধ থেকেই তাপমাত্রার পারদ চড়বে রাজ্যে। বুধবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হবে। উত্তরের পাঁচ জেলা ও উপকূলীয় জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। যার জেরে একেবারে ফিকে হবে উত্তুরে হাওয়া, কমবে শীত। তবে অসময়ের এই বৃষ্টির জেরে ফসলের ক্ষতির হওয়ার আশঙ্কা প্রবল। ধান ও সবজি চাষ ব্যাহত হতে পারে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। তাছাড়া কুয়াশারক দাপট জারি থাকলেও চাষের কাজ ব্যাহত হবে। ফলে মাঘের শুরুতে শীত-বৃষ্টির পূর্বাভাসে কপালে চিন্তার ভাঁজ চাষিদের।
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। মঙ্গলবার সারা দিনে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ২১ ডিগ্রি এবং ১৩ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে কলকাতার আকাশ মেঘমুক্ত থাকলেও বুধবার থেকে শহরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কোন কোন জেলায় বৃষ্টি হবে?
হাওয়া অফিসের পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী , বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হওড়া, হুগলি এবং কলকাতায়। এই জেলাগুলিতে বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে বুধ এবং বৃহস্পতি— দু’দিনই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেবল দক্ষিণবঙ্গই নয়, বুধবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা। বৃষ্টির পাশাপাশি, কুয়াশার পরিমাণও বেশি থাকবে এই তিন জেলায়। দার্জিলিং ও সিকিমের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
এই অকাল বৃষ্টির কারণ হিসাবে পশ্চিমি ঝঞ্ঝাকেই দায়ী করা হচ্ছে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, মঙ্গলবার থেকেই নতুন করে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে। এছাড়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উভয়ের প্রভাবে পূবালী হাওয়ার দাপট বাড়বে। বৃষ্টি শুরু হবে। সকালের দিকে কুয়াশার দাপট থাকবে আগামী কয়েকদিন। তাপমাত্রা গড়ে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে। কার্যত কনকনে শীত খানিক কমতে চলেছে আগামী কয়েক দিনের জন্য।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর মতো বদল আসতে চলেছে দেশের অন্যান্য অংশেও। উত্তর ভারতেআগামী তিনদিন ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে বলে খবর৷ একের পর এক শীতের প্রহারে রীতিমত কাঁপবে এলাকা ৷ পঞ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাঁপবে জম্মু-কাস্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ৷ তবে লাদাখে ১৬ই , ১৭ই ও উত্তরাখণ্ডে ১৭ই, ১৮ই জানুয়ারি হালকা বৃষ্টিপাত হতে চলেছে ৷ বিহার, ঝাড়খণ্ড, পূর্বোত্তরের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৷ আবহাওয়া দফতর সূত্রে জানতে পারা গিয়েছে পঞ্জাব, দিল্লি, রাজস্থান, বিহার, অসম, পশ্চিমবঙ্গ, সিকিমে বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে ৷ ঘন কুয়াশার কারণে দিল্লিতে ৪০০-র বেশি ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান বাতিল হয়েছে ৷ ১০০-র বেশি ট্রেন চলাচল বাতিল ও যাত্রাপথ সঙ্কুচিত হয়েছে ৷