West Bengal Weather | অবশেষে বঙ্গে শীতের আগমণ! তিনদিনে রাজ্যে রাতের তাপমাত্রা কমবে তিন থেকে পাঁচ ডিগ্রি!

Friday, December 8 2023, 1:19 pm
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর অনুযায়ী, শুক্রবার থেকেই কমবে বঙ্গের তাপমাত্রার পারদ। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে অবশেষে শীতের আগমণ। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গে কমবে ৩-৫ ডিগ্রি তাপমাত্রা।


সম্প্রতি ঘূর্ণিঝড়ের জন্য বদল আসে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) এ। শীতের আমেজ যখন আসতে শুরু করে তখনই পথের কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টি! বুধবার থেকেই বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারও দিনভোর ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে বঙ্গ। তবে শুক্রবার থেকে ফের বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) এ। এদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি হয়নি। সন্ধ্যের পরও আবহাওয়া শুষ্কই থাকবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এমনকি বিকেল থেকেই উত্তর-পশ্চিমের বাতাস ঢুকবে। মেঘ কেটে গেলেই শীতের আগমণ।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর অনুযায়ী, তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে
পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর অনুযায়ী, তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী,  বাংলায় কার্যত বৃষ্টির দিন শেষ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হচ্ছে শীতের স্পেল। ঘূর্ণিঝড় মিগজাউম শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে। এবার বাংলা থেকেও এর প্রভাব সরে যাবে। কার্যত ঘূর্ণিঝড়ের প্রভাব সরে দিয়েছে বলেই পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এবার এন্ট্রি নেবে হাড় কাঁপানো শীত। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather)র আপডেট অনুযায়ী, শুক্রবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের আবহাওয়া শুষ্কই থাকবে। পাশাপাশি হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমাঞ্চলের জেলায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। 

শনিবার থেকে আগামী বুধবার, ১৩ই ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে মৌসম ভবন। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, এই ক'দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে। সকালের দিকে কুয়াশা দেখা দিতে পারে কোথাও কোথাও। এছাড়া আগামী তিনদিনে রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমে যাবে। পরবর্তী দু'দিনেও তাপমাত্রার তেমন হেরফের হবে না। এদিকে আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী দু'দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। 

দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে এবিং ভোরের দিকে কিছুটা কুয়াশার দাপট শুরু হবে
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে এবিং ভোরের দিকে কিছুটা কুয়াশার দাপট শুরু হবে

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকেই রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আগামী ৪ দিনে ৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। তবে দিনের তাপমাত্রা মোটামুটি একই থাকবে। আগামী সপ্তাহ থেকে আরও বাড়বে ঠান্ডা। শনিবার থেকে মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। ১১ ই ডিসেম্বরের পর কলকাতার রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নেমে যেতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শীতের শুরুর দিকে যে ঠান্ডার আমেজ থাকে, তা মিলতে শুরু করেছে শুক্রবার থেকে। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস রাজ্যে প্রবেশ করায় এই আমেজ মিলছে। আগামী বেশ কয়েকদিন পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) এরকমই থাকবে। তারইমধ্যে এবার থেকে ভোরের দিকে কিছুটা কুয়াশার দাপট শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার এবং শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রকোপ দেখা যাবে।  

অন্যদিকে, উত্তরবঙ্গের একটি জেলায় বৃষ্টি হবে শুক্রবার। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে দার্জিলিঙে একেবারে হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। এছাড়া কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিঙে ৯, ১০ এবং ১২ তারিখ হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া কালিম্পঙে বৃষ্টি বা তুষারপাত হতে পারে ৯ এবং ১২ তারিখে। উত্তরবঙ্গের বাকি সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে আগামী ৫ দিন। প্রসঙ্গত, ইতিমধ্যেই সান্দাকফু (Sandakphu) অঞ্চলে প্রথম তুষারপাত শুরু হয়েছে। সাদা মেঘের মতো সান্দাকফু (Sandakphu) এর রাস্তাঘাট ঢেকেছে বরফ। সোনায় সোহাগ পর্যটকদের।

ইতিমধ্যেই সান্দাকফু অঞ্চলে মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে
ইতিমধ্যেই সান্দাকফু অঞ্চলে মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে

অন্যদিকে, ,মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের মতো উত্তর ভারতের কিছু জায়গায় শুক্রবার এবং শনিবার সকালে ঘন কুয়াশা থাকবে। সপ্তাহান্তে উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে আবহাওয়া একই রকম হতে পারে। শুক্রবার অসম এবং মেঘালয়ের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার কিছু জায়গায় খুব ভারী বৃষ্টি হতে পারে। তবে দিনের শেষে বৃষ্টিপাত কমতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনের জন্য, কেরল, মাহে এবং পরবর্তী তিন দিন তামিলনাড়ু, পুদুচেরি, কারিকাল এবং লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ৮ এবং ৯ ডিসেম্বর, কেরল, তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপের কিছু জায়গায় খুব ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File