West Bengal Weather | শীত বিদায়ের পরই বাড়ছে কলকাতা-সহ দক্ষিণের জেলার তাপমাত্রা! ভারী তুষারপাতে বন্ধ ছাঙ্গু ভ্রমণ!

Saturday, February 3 2024, 12:28 pm
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট শনিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হলেও ফিরবে না ঠান্ডা। অন্যদিকে, ভারী তুষারপাত ও শিলাবৃষ্টির জেরে শুক্রবার থেকে ছাঙ্গু ভ্রমণের পারমিট বন্ধ রাখে সিকিম প্রশাসন।


বসন্তের হওয়ার মধ্যেও যেনো বর্ষার ছাপ। ফেব্রুয়ারির পয়লা সপ্তাহেই কখনো বৃষ্টি আবার কখনো ঠান্ডার মরশুমে ছোঁয়া পশ্চিমবঙ্গের আবহাওয়াতে (West Bengal Weather)। তবে শনিবার থেকে গোটা রাজ্যেই হাওয়ার উন্নতি হবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডার পূর্বাভাস নেই। বরং ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস সূত্রে খবর, গত ৪৮ ঘণ্টায় শহর কলকাতার তাপমাত্রা বেড়েছে ৫ডিগ্রি। অন্যদিকে, দীঘার সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে অনেকটা।  তবে পূর্ব মেদিনীপুর জেলার দীঘার পাশাপাশি তমলুক, হলদিয়া, এগরা সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Trending Updates

শনিবারের মতোই রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। বৃষ্টি হবে না উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৭ ডিগ্রিতে। রবিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে কিছুটা কুয়াশা থাকতে পারে।শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রিতে ঠেকেছে। এছাড়া সোমবার দক্ষিণবঙ্গের চারটি জেলা - উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হবে। বাকি ১১টি জেলায় সেদিন বৃষ্টি হবে না। মঙ্গলবার তিনটি জেলা- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হবে। বাকি ১২টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাত হবে না বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) থেকে।

অন্যদিকে,পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, উত্তরের দুটি জেলা দার্জিলিং এবং কালিম্পং- এ হালকা বৃষ্টি হবে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও আছে। বাকি ছ'টি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। ওই জেলাগুলিতে বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে সোমবার। দার্জিলিং ও কালিম্পঙে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে একেবারে হালকা বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার এবং বুধবার শুধুমাত্র দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না।

প্রসঙ্গত, ভারী তুষারপাত ও শিলাবৃষ্টির জেরে বন্ধ ছাঙ্গু ভ্রমণ। বিপদ এড়াতে শুক্রবার থেকে ছাঙ্গু ভ্রমণের পারমিট বন্ধ রাখে সিকিম প্রশাসন। পূর্ব ও উত্তর সিকিমে বৃষ্টি চলছেই। পাশাপাশি আরও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে সেখানে ‘হলুদ’ সতর্কতা জারি হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ছাঙ্গু, শেরথাং, নাথু-লার তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমেছে। শুক্রবার ছাঙ্গুর তাপমাত্রা ছিল মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস, শেরথাংয়ে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস এবং নাথু-লা পাসে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস। সাত থেকে দশ ইঞ্চি পুরু বরফের আস্তরণে তলিয়ে আছে রাস্তাঘাট। পাহাড় থেকে ঘরবাড়ি সবই সাদা। প্রায় একই পরিস্থিতি হয়েছে লাচুং, লাচেন, নামচি, পকিয়ং এলাকার। তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। পাশাপাশি চলছে শিলাবৃষ্টি। উল্লেক্ষ্য,এদিন গ্যাংটক, মঙ্গনে শিলাবৃষ্টি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File