West Bengal Weather | কালিম্পঙের থেকেও তাপমাত্রা কমলো পুরুলিয়ায়! ১৫ ডিগ্রিতে নামলো কলকাতার তাপমাত্রা! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, স্বাভাবিকের থেকে নিচে রয়েছে কলকাতা-সহ বঙ্গের তাপমাত্রা। আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা কমবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর। ভারতের বহু অঞ্চলে জারি সতর্কতা।


অবশেষে বঙ্গে শীতের আমেজ! ডিসেম্বরের শুরুতে ঘূর্ণাবর্তের প্রভাব কাটতেই বদলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)। সকালে-রাতে কুয়াশায় ঢাকছে চারি পাশ। শহর কলকাতা-সহ বঙ্গের সব জেলাতেই বর্তমানে নিচের দিকে তাপমাত্রার পারদ। এদিন, সোমবার সকাল থেকেই তাপমাত্রা কমে গিয়েছে চোখে পড়ার মতো। উত্তুরে হাওয়ার প্রভাবে মরসুমে এই প্রথম স্বাভাবিকের নীচে তাপমাত্রা দেখা গিয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)?

শহর কলকাতা-সহ বঙ্গের সব জেলাতেই বর্তমানে নিচের দিকে তাপমাত্রার পারদ
শহর কলকাতা-সহ বঙ্গের সব জেলাতেই বর্তমানে নিচের দিকে তাপমাত্রার পারদ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ছিল। সোমবার এক ধাক্কায় তাপমাত্রা দুই ডিগ্রি কমে গিয়েছে। হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। তা-ও স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report)অনুযায়ী, কলকাতা-সহ বঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সঙ্গে রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। পাশাপাশি আগামী কয়েক দিনে আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে  বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।

Trending Updates

হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের প্রথম কর্মদিবসে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অর্থাৎ ওই কয়েকদিন শুষ্ক থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোনও জেলায় সেভাবে কুয়াশা পড়বে না বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, কলকাতা-সহ বঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, কলকাতা-সহ বঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে

অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙে তুষারপাত হতে পারে। সেই সঙ্গে চলবে হালকা বৃষ্টিও। তবে উত্তরের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, সপ্তাহের প্রথম কর্মদিবসেই বৃষ্টি বা তুষারপাত পেতে পারে দার্জিলিং এবং কালিম্পং। কয়েকটি জেলায় বৃষ্টি বা তুষারপাত হতে পারে। তাছাড়া বাকি ছ'টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) একইরকম থাকবে বলে খবর। এদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি শীত পড়াটাই দস্তুর। কিন্তু রবিবার যেন হল উলটপুরাণ। পাহাড়ের জেলাকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের জেলা। রবিবার কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস।

 উত্তরবঙ্গে এখনও বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে
 উত্তরবঙ্গে এখনও বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে

পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather) এর মতো বেশ শীতের আমেজ ভারতের অন্যান্য অঞ্চলেও। ভারত মৌসম বিভাগ (IMD) আগামী কিছুদিনের জন্যে দেশের একাধিক অংশে অ্যালার্ট জারি করল।  দেশের রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায় হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেছে। দেশের উত্তরদিকের একাধিক রাজ্যে তুষারপাতের অ্যালার্ট জারি করেছে আইএমডি। আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী কয়েকদিনে কেরল, তামিলনাড়ু, পুদুচেরী, করাইকলের আলাদা আলাদা জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অন্যদিকে, জম্মু-কাশ্মীর, লাদাখ , গিলগিট, বাল্টিস্তান, মুজফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে ছিটেফোঁটা বৃষ্টি কিম্বা বরফপাত হতে পারে।  আইএমডি ১২ই ডিসেম্বর হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন জায়গায় বরফপাতের সতর্কতাও জারি করেছে। এদিকে এই সময়ে মধ্যপ্রদেশ, হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়ের নানা এলাকায় ঘন কুয়াশার সম্ভাবানা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File