West Bengal Weather | সপ্তাহ শেষে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস! বাড়বে তাপমাত্রাও! তবে শীঘ্রই শুরু হবে শীতের নয়া ইনিংস!

Friday, January 5 2024, 10:20 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, আগামী তিন থেকে চার দিন আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে ১০ জানুয়ারি থেকে।


নতুন বছরের শুরুতে দুদিন জাকিয়ে ঠান্ডা পড়ার পর ফের উধাও শীত। বছর শুরুতেই বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। এরই মধ্যে আজ-কালের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আগামী তিন থেকে চার দিন আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে ১০ জানুয়ারি থেকে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি এবং উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)

আজ-কালের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর
আজ-কালের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

Trending Updates

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী কদিন দিন শুরু হবে হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়ে। পুবালি হাওয়ায় প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে আজ থেকেই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কোনও কোনও জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনি ও রবিবার বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। শুক্র ও শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি হতে চলেছে। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে হতে পারে এই বৃষ্টিপাত।

শুক্রবার সকালের দিকে কলকাতায় কুয়াশা বা ধোঁয়াশার প্রভাব ছিল। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি আশপাশে থাকবে। পাশাপাশি, শুক্রবার এবং শনিবার সকালে দক্ষিণবঙ্গের সব জেলা যথা- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে  হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী,  নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে ১০ জানুয়ারি থেকে
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী,  নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে ১০ জানুয়ারি থেকে

উত্তরবঙ্গের আবহাওয়া :

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। ২-১ টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত সিকিমের উপর অবস্থান করছে একটি পশ্চিমি ঝঞ্ঝা। এর প্রভাবে উত্তরবঙ্গের উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, সিকিম সহ পার্বত্য উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী তিন থেকে চার দিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং ও পার্বত্য উত্তরবঙ্গ ভিজতে পারে শীতের বৃষ্টিতে। আগামী দুদিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে। শনিবার দার্জিলিঙে হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। তাছাড়া সেদিন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।

শীতপ্রেমীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। ফের কয়েকদিনে বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। আগামী ১০ই জানুয়ারি থেকে ফের একবার শীতের নয়া ইনিংস শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। গত বছর ডিসেম্বর মাসে দশ দিন শীতের স্পেল ছিল। চলতি বছর জানুয়ারি মাসের ১০ তারিখের পর থেকে ফের একবার দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল শুরু হবে মহানগরীতেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলায় সোমবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে শীত গেল-গেল বলে মুষড়ে পড়ার দরকার নেই, বুধবার থেকেই ফের বাংলায় শুরু হবে শীতের দ্বিতীয় স্পেল।

উত্তরবঙ্গের উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে
উত্তরবঙ্গের উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে

উল্লেখ্য, এই মুহূর্তে কেরালা ও কর্ণাটক উপকূলে একটি অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলে। একটি অক্ষরেখা রয়েছে হরিয়ানাতেও যা কঙ্কন উপকূল পর্যন্ত বিস্তৃত। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে সিকিমের উপর দিয়ে। তার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File