Weather | দিল্লিতে কুয়াশার জেরে দৃশ্যমানতা শূন্য! আগামী দিনে আরও শীত পড়বে রাজধানীতে! তবে এবছরে আর তাপমাত্রা কমবে না বঙ্গে!
বুধবার সকালে ঘন কুয়াশার জেরে কার্যত দৃশ্যমানতা শূন্য পরিস্থিতির সৃষ্টি হয় দিল্লিতে। তবে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর অনুযায়ী, এ বছরে আর ঠান্ডা পড়বে না বঙ্গে।
ঘন কুয়াশায় ঢেকেছে গোটা রাজধানী তথা দিল্লি! ভোর হলেও যেন আলোর দেখায় মিললো না রাজধানীতে। ঘন কুয়াশায় মোড়া দিল্লিতে দৃশ্যমানতা প্রায় শূন্য। এদিকে হু হু করে নেমেছে তাপমাত্রার পারদ। বুধের সকালে এমনটাই যবুথবু অবস্থা দিল্লিবাসীর। এদিকে কুয়াশার জেরে রাস্তায় গাড়ির দীর্ঘ সারি ট্র্যাফিক জ্যামও তৈরী হয়। দেরিতে চলছে ২৫টি ট্রেন। বিঘ্নিত ১১০টিরও বেশি উড়ান পরিষেবা। চলতি বছরের ডিসেম্বরে দিল্লির আবহাওয়া (Weather in Delhi in December) এ এমন চিত্র দেখা গেল প্রথম।
গত ২৪ ঘণ্টায় দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে বুধবার, সপ্তাহের মাঝে, কর্মব্যস্ত দিনে সকালে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন মানুষ। দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় ট্রেন চালাতে সমস্যায় পড়েছেন চালকরা। ফলে দিল্লি স্টেশন দিয়ে যাতায়াত করা ২৫টি ট্রেন দেরিতে চলছে। পাশাপাশি ঘন কুয়াশার জেরে ব্যাহত হয়েছে উড়ান পরিষেবাও। এদিন সকাল ৭টা নাগাদ দিল্লির পালাম বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল মোটে ৫০ মিটার। একাধিক বিমান সময়ের চেয়ে দেরিতে ছাড়ায় গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে যাত্রীদের। এদিকে, সমস্যায় পড়েছেন দিল্লির বাসযাত্রীরাও। দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে যাওয়ায় পরিবহণ দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ফগ লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি এই অবস্থায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বহু গাড়ির মধ্যে সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। কুয়াশার কবলে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশ। পাতিয়ালা, লখনউ ও প্রয়াগরাজে দৃশ্যমানতা রয়েছে ২৫ মিটারেরও কমে। অমৃতসরে তা পৌঁছেছে ০ মিটারে।
দিল্লির এহেন পরিস্থিতিতে দূষণও প্রবল আকার ধারণ করেছে। দিল্লির আনন্দ বিহারে দূষণের মাত্রা রয়েছে ৪৪১। অন্যদিকে আবার লোধি রোডে তা দাঁড়িয়েছে ৩২৭-এ। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তা ৩৬৮। এর মধ্যেই ডিসেম্বরে দিল্লির আবহাওয়া (Weather in Delhi in December) নিয়ে আবহাওয়া দফতর জানাচ্ছে, সামনের সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হবে। আগামী কয়েকদিনে আরও নামবে দিল্লির তাপমাত্রা। কোল্ড ওয়েভ পরিস্থিতি বজায় থাকবে বছরের শেষ কটা দিন। তাপমাত্রাও হবে নিম্নমুখী।
অন্যদিকে, বড়দিনের মরশুম থেকেই বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)। ডিসেম্বরের শেষ সপ্তাহের মাঝেও বাড়ছে গরম। বাংলাদেশে ঘূর্ণাবর্তর জেরেই ভরা পৌষে কার্যত শীত উধাও। এই অবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ বছর আর পড়বে না শীত। বর্ষবরণের রাতেও কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত থাকবে রাজ্য। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত থাকবে না। বর্ষশেষ এবং বর্ষবরণের কটা দিন এমনই থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)।
আরও পড়ুন : বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উধাও উত্তুরে হাওয়া! ফের কী শীত পড়বে? নাকি বছর শেষে পড়বে বৃষ্টি?
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। প্রতিবেশী দেশে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে, ঢুকছে জলীয় বাষ্প। যার ফলে তাপমাত্রা বাড়ছে। কলকাতায় রাতের তাপমাত্রাও স্বাভাবিকের অনেকটাই উপরে। সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তা উধাও। সকালে হালকা কুয়াশা, পরে মূলত পরিষ্কার আকাশ। আগামী কয়েক দিন এরকম আবহাওয়াই থাকবে। এদিকে আগামী কয়েকদিন কলকাতার পাশাপাশি গাঙ্গেও পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এই আবহে ঠান্ডার আমেজ কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে। আগামী ৩১সে ডিসেম্বর পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।
পাশাপাশি পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, ৩১সে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই আবহে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জেলায় জেলায় সেভাবে শীত অনুভূত হবে না বর্ষশেষে। নতুন বছরে ১লা জানুয়ারি থেকে ৩রা জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে শীত ফিরবে না বলেই পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও মোটের ওপর আবহাওয়া শুষ্ক থাকবে বুধবার। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আগামী ৩১ সে ডিসেম্বর পর্যন্ত দার্জিলিঙে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও সিকিমে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়, বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। এছাড়া আগামী ২ রা জানুয়ারি পর্যন্ত উত্তরের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- নয়াদিল্লি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- উত্তরবঙ্গ
- শহর কলকাতা