West Bengal Weather | বঙ্গোপসাগরে তৈরি হবে উচ্চচাপ বলয়! ঘনঘন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় বদল! মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা!

Tuesday, January 30 2024, 7:37 am
highlightKey Highlights

শীতকে বিদায় দিতে প্রস্তুত বঙ্গ। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।


জানুয়ারি শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)এ বড় বদল! ২৯সে জানুয়ারি, সোমবার যে তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিক বেড়েছে তা ভালোই টের পাওয়া গিয়েছে। এবার যে শীতকে বিদায় জানাতে হবে, সেই আঁচ পেতে শুরু করেছেন অনেকেই। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় রয়েছে মাঝ-মাঘের বৃষ্টির পূর্বাভাস।

মঙ্গলবার থেকেই কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে
মঙ্গলবার থেকেই কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আজ, ৩০সে জানুয়ারি, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে বুধবার থেকে তিন দিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। অন্যদিকে, আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। দক্ষিণের জেলায় জেলায় ৩০ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে বৃষ্টি। এদিন, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। বেলার দিকে বৃষ্টি শুরুর সম্ভাবনা থাকছে। এরপর ৩১ সে জানুয়ারি দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সহ কিছু জায়গায় বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। বুধ, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে।

Trending Updates

এদিকে, উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) এর রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির  দাপট বাড়বে বুধবার থেকে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিন রাতের তাপমাত্রা তিন থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে।  পশ্চিমবঙ্গে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের  সম্ভাবনা আর নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, জানুয়ারির শেষে মাঝ সপ্তাহেই শীতের সঙ্গে দোসর হয়ে আসছে বৃষ্টি। আর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গল থেকেই নতুন ইনিংস শুরু করতে পারে বর্ষণ। বিভিন্ন জেলায় রয়েছে মাঝ-মাঘের বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণের জেলায় জেলায় ৩০ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে বৃষ্টি
দক্ষিণের জেলায় জেলায় ৩০ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে বৃষ্টি

একদিকে যেমন পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) থেকে বিদায় নিচ্ছে শীত, তেমনই আইএমডি জারি করে দিয়েছে ‘কোল্ড ডে অ্যালার্ট’ দিল্লির বিভিন্ন জায়গার জন্য। আইএমডি জানিয়েছে পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় ৩রা ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টির আধিক্য দেখা যেতে পারে বিভিন্ন এলাকায়। জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুাজাফরাবাদ, হিমাচল প্রদেশ ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত মাঝারি থেকে হালকা বৃষ্টি ও বরফপাত অনুভূত হতে পারে। ৩০ থেকে ৩১ এর মধ্যে কাশ্মীরে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার একটি ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হবে একটি উচ্চচাপ বলয়। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে, ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই দুইয়ের প্রভাবে হতে পারে বাংলায় অকাল বৃষ্টি। এছাড়া পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস দেওয়া হয়েছে। একটির রেশ কাটতে না কাটতেই আরও এক পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকবে আগামী ৩ ফেব্রুয়ারি। এদিকে বঙ্গোপসাগরে তৈরী হওয়া উচ্চচাপ বলয়ের প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। যার ফলে মূলত শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুাজাফরাবাদ, হিমাচল প্রদেশে মাঝারি থেকে হালকা বৃষ্টি ও বরফপাত হতে পারে
জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুাজাফরাবাদ, হিমাচল প্রদেশে মাঝারি থেকে হালকা বৃষ্টি ও বরফপাত হতে পারে

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, উত্তর মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্ন এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। উত্তর প্রদেশের কিছু অংশে শীতল দিন থেকে অতি শীতল দিনের অবস্থা দেখা যেতে পারে। বিহারের কিছু অংশে এবং উত্তরাখণ্ডের দু-একটি জায়গায় এমন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, অসম, অরুণাচল প্রদেশ এবং তামিলনাড়ুতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর প্রদেশের বেশ কিছু অংশে এবং রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানার বিচ্ছিন্ন এলাকায় সকাল এবং রাতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। স্কাইমেট ওয়েদারের মতে, আগামী ২৪ ঘণ্টায় গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ, লাদাখ, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের কিছু জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হতে পারে। উত্তরাখণ্ডের কিছু জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। তবে এই অসময়ে বৃষ্টির প্রভাবে সবজি চাষে ক্ষতির আশঙ্কা প্রবল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File