West Bengal Weather | বিদায় নিচ্ছে শীত! এক রাতেই শহরের তাপমাত্রা বাড়লো ৩ ডিগ্রি! কুয়াশা-গরমের মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস!

Tuesday, February 6 2024, 8:15 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, কার্যত রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত। ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। এরই মধ্যে রাজ্যের একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর।


মধ্যমাঘে একেবারে জগাখিচুড়ি পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। সকালে কুয়াশার দাপট তো বেলা গড়াতেই গরম সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। এদিকে ক্রমশ বিদায় নিচ্ছে শীত। বলা বাহুল্য, পরের সপ্তাহেই সরস্বতী পুজো। আর এই সময়ে রাজ্যে শীত থাকবে কিনা সে প্রশ্ন অনেকেরই মনে। দেখে নেওয়া যাক কী বলছে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report)।

কলকাতায় তাপমাত্রা লাফিয়ে বেড়েছে ৩ ডিগ্রি
কলকাতায় তাপমাত্রা লাফিয়ে বেড়েছে ৩ ডিগ্রি

মধ্যমাঘেই উধাও শীত?

Trending Updates

জানুয়ারির মাঝামাঝি সময থেকেই ধীরে ধীরে বাড়ছিল তাপমাত্রা। তবে বর্তমানে এক ধাক্কায় অনেকটা করে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। উল্লেখ্য, কলকাতায় তাপমাত্রা লাফিয়ে বেড়েছে ৩ ডিগ্রি। মঙ্গলবার সকালে তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি। ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯২ শতাংশ। এরপর ৭ই ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি হতে পারে। এরপর ৮ই ফেব্রুয়ারি তা সামান্য কমে ফের ১৭ ডিগ্রি হতে পারে। এরপর ৯ এবং ১০ তারিখ শহরের সর্বনিম্ন তাপমাত্রা যথক্রমে ১৭ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। এরপর ১১ এবং ১২ তারিখ কলকাতার সর্বনিম্ন পারদ ১৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এই ক'দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এদিকে কলকাতার পাশাপাশি গোটা রাজ্যেই তাপমাত্রা বাড়বে।

কুয়াশার দাপটের মধ্যে বৃষ্টির পূর্বাভাস :

 আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) এর খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের আবহাওয়া শুষ্কই থাকবে। এরপর ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা বজায় থাকবে। তবে মঙ্গলবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।  পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আগামী দুদিন সকালে হালকা কুয়াশা থাকবে গোটা রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় সকালে কুয়াশা, দু-এক জায়গায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট  অনুযায়ী, সকালে কুয়াশার দাপট বজায় থাকবে রাজ্যে 
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, সকালে কুয়াশার দাপট বজায় থাকবে রাজ্যে 

অন্যদিকে, আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) অনুযায়ী, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। এছাড়া উত্তরের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। এরপর  ৬ তারিখ উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে সেদিন। আর এরপর ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় রকমের কোনও হেরফের হবে না।

উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর
উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর

পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর মতো পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশ কুয়াশাছন্ন থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে সঙ্গে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতে অবশ্য তাপমাত্রা কমার সম্ভাবনা। তা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File