Asian Games 2023 | এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে ১০৭টি পদক! দেখুন কোন ইভেন্টে কী পদক জিতলো দেশ?

Tuesday, October 10 2023, 6:21 am
highlightKey Highlights

এশিয়ান গেমসে ভারতের ইতিহাসে রেকর্ড পদক জয়। এশিয়ান গেমস ২০২৩ এ সব মিলিয়ে ১০৭টি পদক জয় ভারতের। এক নজরে দেখুন ২০২৩ এর এশিয়ান গেমসে ভারতের সফর।


এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ ইতিহাস গড়লো ভারত। 'সেঞ্চুরি' পদক জয় করে চতুর্থ স্থান অধিকার করলো দেশ। এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর মাঝেই 'সেঞ্চুরি' পদক জয় নিয়ে দেশকে নিশ্চিত করেছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা।  কখন আনুষ্ঠানিক ভাবে ১০০টি পদক পাবে ভারত। মেয়েদের কবাডি দল সোনা জিততেই ১০০ পদক ছুঁয়ে ফেলে দেশ। এরপরেই দেশ জুড়ে উচ্ছাস। খেলোয়াড়দের শুভেচ্ছ জানিয়ে পদকজয়ী খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

এশিয়ান গেমস ২০২৩এ ইতিহাস গড়লো ভারত
এশিয়ান গেমস ২০২৩এ ইতিহাস গড়লো ভারত

এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ কেবল সেঞ্চুরি পদক জয়ই নয়, এবারের প্রতিযোগিতায় সবথেকে ভালো পারফর্ম করেছেন খেলোয়াড়রা। এশিয়ান গেমসে সবচেয়ে ভাল ফল হল এবারই। পাশাপাশি, দিনের হিসাবে সবচেয়ে বেশি সোনাও এসেছে গত শনিবার। আনুষ্ঠানিক ভাবে এশিয়ান গেমস গতকাল অর্থাৎ রবিবার শেষ হয়েছে। কিন্তু ভারতীয় খেলোয়াড়দের প্রতিযোগিতা শনিবারই শেষ হয়ে গিয়েছে। এশিয়াডের শেষে ভারতের দখলে এসেছে ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। মোট ১০৭টি পদক নিয়ে শেষ করেছে চতুর্থ স্থানে। এক নজরে দেখে নিন এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ কোন ইভেন্টে কী পদক পেলো ভারত?

Trending Updates
মোট ১০৭টি পদক জয় করে চতুর্থ স্থান অধিকার করলো দেশ
মোট ১০৭টি পদক জয় করে চতুর্থ স্থান অধিকার করলো দেশ

শুটিং । Shooting :

২০২৩ এশিয়ান গেমসের শুটিং থেকে সব থেকে বেশি সোনা এসেছে দেশে। দুর্দান্ত পারফর্ম করেছেন শুটাররা। কেবল মাত্র শুটিং ইভেন্ট থেকেই ৭টি সোনা এসেছে দেশে। এছাড়াও ভারত এই ইভেন্টে পেয়েছে ৯টি রুপো ও ৬টি ব্রোঞ্জ। সব মিলিয়ে শুটিংয়ে ভারত পেয়েছে মোট ২২টি পদক। উল্লেখ্য, ২০১৮ সালের এশিয়ান গেমসের শুটিং থেকে ভারত সব মিলিয়ে মোট ৯টি পদক জিতেছিল। অর্থাৎ ২০১৮ সালের থেকে ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারত ১৩টি পদক বেশি জিতেছে।

সোনা

  • ১০ মিটার এয়ার পিস্তল পুরুষ দল- অরুণ সিং, সর্বোজিৎ এবং শিবা।
  •  ১০ মিটার এয়ার রাইফেল পুরুষ দল- ঐশ্বরী প্রতাপ, দিব্যানস এবং রুদ্রানকাশ।
  •  ৫০ মিটার রাইফেল পুরুষ দল-ঐশ্বরী প্রতাপ, স্বপনীল, অখিল।
  •  ট্র্যাপ পুরুষ দল-জোরাভার সিং, কেডি চেনাই এবং পৃথ্বিরাজ তোন্ডাইমান।
  •  ১০ মিটার এয়ার পিস্তল মহিলা-পালাক।
  • ২৫ মিটার পিস্তল-এশা সিং এবং মনু ভাকের এবং রিদিত সানওয়ান।
  • ৫০ মিটার রাইফেল-সিফত কৌর সমরা।
২০২৩ এশিয়ান গেমসের শুটিং থেকে সব থেকে বেশি সোনা এসেছে দেশে।
২০২৩ এশিয়ান গেমসের শুটিং থেকে সব থেকে বেশি সোনা এসেছে দেশে।

রুপো

  •  ৫০ মিটার রাইফেল- ঐশ্বরী প্রতাপ সিং তোমার।
  • পুরুষদের স্কিট- অনন্ত জিৎ সিং।
  • ১০ মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্ট- পলক, এশা সিং, দিব্যা।
  •  ১০ মিটার পিস্তল- এশা সিং।
  •  ১০ মিটার এয়ার রাইফেল মহিলা দল- সিপত কৌর, আশি চৌসকি, মানিনি।
  •  ট্র্যাপ টিম মহিলা দল-প্রীতি রাজাক, রাজেশ্বরী, মানিনি।
  • ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্ট- দিব্যা, সর্বোজিৎ।

ব্রোঞ্জ

  •  পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল- ঐশ্বরী প্রতাপ সিং।
  •  পুরুষদের ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তল- সিধু, অনিশ, আদর্শ।
  •  পুরুষদের স্কিট দল- বাজওয়া, অনন্ত, গুরজোয়াত।
  • পুরুষদের ট্র্যাপ- কেডি চেনাই।
  •  ৫০ মিটার রাইফেল মহিলাদের ইভেন্ট- রমিতা।
কেবল মাত্র শুটিং ইভেন্ট থেকেই ৭টি সোনা এসেছে দেশে
কেবল মাত্র শুটিং ইভেন্ট থেকেই ৭টি সোনা এসেছে দেশে

অ্যাথলেটিক্স । Athletics :

২০২৩ এশিয়ান গেমসের অ্যাথলেটিক্স থেকে ভারত সবথেকে বেশি পদক পেয়েছে।অ্যাথলেটিক্সে ভারত ৬টি সোনা, ১৪টি রুপো ও ৯টি ব্রোঞ্জ-সহ সব থেকে বেশি ২৯টি পদক জেতে। উল্লেখ্য, ২০১৮ এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে ভারত ২০টি পদক জিতেছিল। সুতরাং, ২০২৮ সালের তুলনায় এবার ৯টি পদক বেশি জিতেছে টিম ইন্ডিয়া।

সোনা

  • পুরুষদের ৩০০ মিটার স্টেপলচেস- অবিনাশ সাবলে।
  • ৪x৪০০ রিলে- রাজেশ রমেশ, মহম্মদ আজমল।
  • পুরুষদের জ্যাভলিন থ্রো- নীরজ চোপড়া।
  •  পুরুষদের শট পাট- তাজিন্দর পাল সিং।
  •  মহিলাদের ৫০০০ মিটার- পারুল চৌধুরী।
  •  মহিলাদের জ্যাভলিন থ্রো-অন্নু রানি।
২০২৩ এশিয়ান গেমসের অ্যাথলেটিক্স থেকে ভারত সবথেকে বেশি পদক পেয়েছে
২০২৩ এশিয়ান গেমসের অ্যাথলেটিক্স থেকে ভারত সবথেকে বেশি পদক পেয়েছে

রুপো

  • পুরুষদের ১০ হাজার মিটার- কার্তিক কুমার।
  • পুরুষদের ১৫০০ মিটার- অজয় কুমার সরোজ।
  • পুরুষদের ৫০০০ মিটার- অভিনাশ সাবলে।
  •  পুরুষদের ৮০০ মিটার- মহম্মদ আফসাল।
  •  ডেকাথলন- তেজস্বী শংকর।
  • পুরুষদের জ্যাভলিন- কিশোর কুমার জেনা।
  •  পুরুষদের লং জাম্প- এম শ্রীশঙ্কর।
  •  মহিলাদের ১০০ মিটার হার্ডলস- জ্যোতি ইয়ারাজি।
  •  মহিলাদের ১৫০০ মিটার- হার্মিলন বাইনস।
  • মহিলাদের ৩ হাজার মিটার স্টেপলচেস- পারুল চৌধুরি।
  •  মহিলাদের ৪x৪০০ রিলে- বিদ্যা রামরাজ, ঐশ্বর্য মিশ্র, প্রাচি, শুভ ভেঙ্কটেশন।
  •  মহিলাদের ৮০০ মিটার- হার্মিলন বাইনস।
  •  মহিলাজের লং জাম্প- অ্যান্সি সজন।
  •  ৪x৪০০ মিক্সড রিলে- মহম্মদ আজমল, বিদ্যা রামরাজ, রাজেশ।

ব্রোঞ্জ

  •  পুরুষদের ১০০০ মিটার- গুলবীর সিং।
  •  পুরুষদের ১৫০০ মিটার- জিনসন জনসন।
  •  পুরুষদের ত্রিপল জাম্প- প্রবীন চিৎহারভেল।
  •  মহিলাদের ৩ হাজার মিটার স্টেপলচেস- প্রীতি লামবা।
  •  মহিলাদের ৪০০ মিটার হার্ডলস- বিদ্যা রামরাজ।
  •  মহিলাদের ডিসকাস থ্রো- সিমা পুনিয়া।
  •  মহিলাদের হেপটাথেলন- নন্দিনী আগাসারা।
  •  মহিলাদের শট পার্ট- কিরণ বালিয়া।
  • ৩৫ কিমি হাটা মিক্সড দল- রাম বাবু, মঞ্জু রানি।
অ্যাথলেটিক্সে ভারত ৬টি সোনা, ১৪টি রুপো ও ৯টি ব্রোঞ্জ-সহ সব থেকে বেশি ২৯টি পদক জেতে
অ্যাথলেটিক্সে ভারত ৬টি সোনা, ১৪টি রুপো ও ৯টি ব্রোঞ্জ-সহ সব থেকে বেশি ২৯টি পদক জেতে

তিরন্দাজি । Archery :

২০২৩ এর এশিয়ান গেমসে শনিবার শেষ দিন ভারতের শুরু হয়েছিল জোড়া পদক দিয়ে। প্রথমে ব্রোঞ্জ জয়ের পর কিছুক্ষণের মধ্যেই ভারত সোনা জিতে নেয়। দু’টি পদকই আসে তিরন্দাজি থেকে। মহিলাদের কম্পাউন্ড বিভাগে সোনা জেতেন জ্যোতি সুরেখা ভেন্নাম। একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন অদিতি স্বামী। জ্যোতি এর আগে কম্পাউন্ড মিক্সড ইভেন্টে সোনা জিতেছিলেন। ২০২৩ এশিয়ান গেমসে তিরন্দাজি থেকে ভারত মোট ৫টি সোনা জিতেছে। এছাড়াও ২টি রুপো ও ২টি ব্রোঞ্জ-সহ মোট তিরন্দাজিতে ৯টি পদক জেতে দেশ। উল্লেখ্য, ২০১৮ এশিয়ান গেমসের তিরন্দাজিতে ভারত মোটে ২টি পদক জিতেছিল। এবার ৭টি পদক বেশি জিতেছে দেশ।

সোনা

  • পুরুষদের ব্যক্তিগত ইভেন্ট-ওজাস দেওতালে।
  •  মহিলাদের ব্যক্তিগত ইভেন্ট-জ্যোতি সুরেখা ভেন্নাম।
  •  মহিলাদের দলগত ইভেন্ট- জ্যোতি, প্রনীত, অদিতি।
  •  পুরুষদের দলগত ইভেন্ট- অভিষেক, ওজাস, প্রথমেশ।
  •  মিক্সড দল ইভেন্ট-জ্যোতি, ওজাস।

রুপো

  • পুরুষদের ব্যক্তিগত ইভেন্ট-অভিষেক বর্মা।
  • পুরুষদের রিকার্ভ দল- অতনু দাস, ধীরাজ, তুষার।

ব্রোঞ্জ

  •  মহিলাদের ব্যক্তিগত ইভেন্ট-অদিতি স্বামী।
  • মহিলাদের দলগত ইভেন্ট- অঙ্কিতা ভকত, ভাজান কৌর, সিমরনজিৎ কৌর।
 ২০২৩ এশিয়ান গেমসে তিরন্দাজি থেকে ভারত মোট ৫টি সোনা জিতেছে
 ২০২৩ এশিয়ান গেমসে তিরন্দাজি থেকে ভারত মোট ৫টি সোনা জিতেছে

হকি । Hockey :

২০২৩ এশিয়ান গেমসের হকিতে ভারত ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ-সহ মোট ২টি পদক জেতে। ২টি পদক জয় করলেও নজির গড়েছে হকি টিম। লিগ পর্বে জাপানকে হারিয়ে সোনা জয়ের পাশাপাশি প্যারিস অলিম্পিকের জন্য ছাড়পত্রও পেয়েছেন মনদীপ সিং, হরমনপ্রীত সিং এবং অমিত রোহিদাসরা। অর্থাৎ এশিয়ান গেমসে সোনা পাওয়ায় ভারতের পুরুষ হকি দলকে এবার আর যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে না। উল্লেখ্য, ২০১৮ সালে এশিয়ান গেমসের হকিতেও ভারত ২টি পদক জিতেছিল।

সোনা

  • ভারতীয় পুরুষ দল।

ব্রোঞ্জ

  • মহিলা দল।
২০২৩ এশিয়ান গেমসের হকিতে ভারত ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ-সহ মোট ২টি পদক জেতে
২০২৩ এশিয়ান গেমসের হকিতে ভারত ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ-সহ মোট ২টি পদক জেতে

কবাডি । Kabaddi :

এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি হয় মহিলা কবাডি দলকে দিয়ে। কবাডিতে মেয়েদের দল জিততেই এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক হয়ে যায় ভারতের। মেয়েদের কবাডির ফাইনালে ভারত নেমেছিল চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচের ফল ভারতের পক্ষে ২৬-২৫। ২০২৩ এশিয়ান গেমসের কবাডিতে ভারত ২টি সোনা জেতে। ২০১৮ এশিয়ান গেমসের কবাডিতেও ভারত ২টি পদক জিতেছিল।

সোনা

  • ভারতীয় পুরুষ দল।
  • ভারতীয় মহিলা দল।
কবাডিতে মেয়েদের দল জিততেই এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক হয়ে যায় ভারতের
কবাডিতে মেয়েদের দল জিততেই এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক হয়ে যায় ভারতের

ব্যাডমিন্টন । Badminton :

২০২৩ এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে ৫৮ বছর পর ইতিহাস গড়লো দেশ।পুরুষদের ডাবলসে সোনা জেতেন চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি। প্রথম বার এশিয়ান গেমসের এই ইভেন্টে সোনা জিতল তারা। দক্ষিণ কোরিয়ার জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে দেন চিরাগেরা। দীর্ঘ ৫৮ বছর পর প্রথম ভারতীয় জুটি হিসাবে এশিয়ান গেমস জিতলেন চিরাগেরা। ব্যাডমিন্টন থেকে ভারত ১টি সোনা, ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ-সহ মোট ৩টি পদক জেতে। ২০১৮ এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে ভারত ২টি পদক জিতেছিল।

সোনা

  • মেনস ডাবলস- সাত্বিকসাইরাজ, চিরাগ শেট্টি।

রুপো

  • পুরুষ দল-কাদম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন, চিরাগ শেট্টি, সাত্বিক সিরাজ, এমআর অরুণ

ব্রোঞ্জ

  • পুরুষদের সিঙ্গলস- এইচ এস প্রনয়।
২০২৩ এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে ৫৮ বছর পর ইতিহাস গড়লো দেশ
২০২৩ এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে ৫৮ বছর পর ইতিহাস গড়লো দেশ

ক্রিকেট । Cricket :

তিতাস সাধুদের হাত ধরে মেয়েদের ক্রিকেটে সোনা যেতে ভারত। ছেলেদের ক্রিকেটেও সোনা আসে দেশের ঝুলিতে। ২০২৩ এশিয়ান গেমসে ক্রিকেট থেকে ভারত ২টি সোনা জেতে। উল্লেখ্য, ২০১৮ এশিয়ান গেমসে ক্রিকেট খেলা হয়নি। ফলে এবার এশিয়ান গেমসে ক্রিকেট যুক্ত হয়েই জয়ের তাজ এসেছে ভারতের কাছে।

সোনা

  • ভারতীয় পুরুষ ক্রিকেট দল।
  •  ভারতীয় মহিলা ক্রিকেট দল।
২০২৩ এশিয়ান গেমসে ক্রিকেট থেকে ভারত ২টি সোনা জেতে
২০২৩ এশিয়ান গেমসে ক্রিকেট থেকে ভারত ২টি সোনা জেতে

স্কোয়াশ । Squash :

২০২৩ এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে ভারত ২টি সোনা জয় করে। এছাড়াও এই ইভেন্টে ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ-সহ মোট ৫টি পদক জেতে ভারত। উল্লেখ্য, ২০১৮ এশিয়ান গেমসের স্কোয়াশেও ভারত মোট ৫টি পদক জিতেছিল।

সোনা

  • পুরুষ দল- অভয় সিং, হরিন্দর পাল সিং, সোরভ, মহেশ।
  • মিক্সড ডাবলস- দীপিকা পাল্লিকাল, হরিন্দর পাল।

রুপো

  • পুরুষদের সিঙ্গলস- সৌরভ ঘোষাল।

ব্রোঞ্জ

  • মিক্সড ডাবলস- অভয় সিং, আনাহত সিং।
  •  মহিলাদের দল- দীপিকা পাল্লিকাল, আনাহত।
২০২৩ এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে ভারত ২টি সোনা জয় করে
২০২৩ এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে ভারত ২টি সোনা জয় করে

টেনিস । Tennis :

২০২৩ এশিয়ান গেমসের টেনিস থেকে ভারত ১টি সোনা ও ১টি রুপো জিতেছে। উল্লেখ্য, ২০১৮ সালের এশিয়ান গেমসের টেনিসে ভারত মোট ৩টি পদক জিতেছিল। সুতরাং, এবার ১টি পদক কম জিতেছে ভারত।

সোনা

  • মিক্সড ডাবলস- রোহন বোপান্না, রুতুজা ভোষলে।

রুপো

  • পুরুষদের ডাবলস- রামকুমার, সকেথ।
২০২৩ এশিয়ান গেমসের টেনিস থেকে ভারত ১টি সোনা ও ১টি রুপো জিতেছে
২০২৩ এশিয়ান গেমসের টেনিস থেকে ভারত ১টি সোনা ও ১টি রুপো জিতেছে

ইকুয়েস্ট্রিয়ান । Equestrian :

২০২৩ এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ান থেকে ভারত ১টি সোনা জয় করে। এছাড়াও ১টি ব্রোঞ্জও জয় করে। অর্থাৎ  ইকুয়েস্ট্রিয়ানে ২টি পদক জেতে ভারত। উল্লেখ্য, ২০১৮ এশিয়ান গেমসের এই ইভেন্ট থেকেও ভারত ২টি পদক জিতেছিল।

সোনা

  • ড্রেসেজ দল-হৃদয়, দিব্যকৃতি, আনুসুল।

ব্রোঞ্জ

  • ড্রেসেজ ব্যক্তিগত ইভেন্ট- অনুশ আগারওয়ালা।
২০২৩ এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ান থেকে ভারত ১টি সোনা জয় করে
২০২৩ এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ান থেকে ভারত ১টি সোনা জয় করে

বক্সিং । Boxing :

২০২৩ এশিয়ান গেমসের বক্সিং থেকে ভারত ১টি রুপো ও ৪টি ব্রোঞ্জ-সহ মোট ৫টি পদক জেতে। উল্লেখ্য, ২০১৮ এশিয়ান গেমসের বক্সিংয়ে ভারত মোটে ২টি পদক জিতেছিল। অর্থাৎ, এবার ৩টি পদক বেশি জিতেছে ইন্ডিয়া।

রুপো

  •  মহিলাদের ৬৬-৭৫ কেজি- লভলিনা বরগোহাঁইন

ব্রোঞ্জ

  • পুরুষদের ৯২ কেজি বিভাগ- নরেন্দর।
  • মহিলাদের ৪৫-৫০ কেজি- নিখাত জারিন।
  •  মহিলাদের ৫০-৫৪ কেজি- প্রীতি।
  •  মহিলাদের ৫৪-৫৭ কেজি- প্রবীন।
২০২৩ এশিয়ান গেমসের বক্সিং থেকে ভারত মোট ৫টি পদক জেতে
২০২৩ এশিয়ান গেমসের বক্সিং থেকে ভারত মোট ৫টি পদক জেতে

রোয়িং । Rowing :

২০২৩ এশিয়ান গেমসের রোয়িংয় থেকে ভারত ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ-সহ মোট ৫টি পদক জিতেছে। ২০১৮ এশিয়ান গেমসের রোয়িংয়ে ভারত ৩টি পদক জিতেছিল। অর্থাৎ ২০১৮ সালের তুলোনায় এবার ২টি পদক বেশি জিতেছে দেশ।

রুপো

  • পুরুষদের ইভেন্ট- অর্জুন লাল জাট, অরবিন্দ সিং।
  •  পুরুষদের ৮ জনের দল- নীরজ, নরেশ, চরনজিৎ, জসবিন্দর, ভিম, পুনিত, ধনঞ্জয়।

ব্রোঞ্জ

  • মেনস ফোর-জসবিন্দর সিং, ভিম সিং, পুনিত কুমার, আশিস।
  • পুরুষদের ডাবলস- বাবু লাল, লেখ রাম।
২০২৩ এশিয়ান গেমসের রোয়িংয় থেকে ভারত মোট ৫টি পদক জিতেছে
২০২৩ এশিয়ান গেমসের রোয়িংয় থেকে ভারত মোট ৫টি পদক জিতেছে

কুস্তি । Wrestling :

এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ প্রত্যাশা মতো খুব ভালো পারফর্ম করেনি কুস্তিগিররা। যদিও ২০২৩ এশিয়ান গেমসের কুস্তি থেকে ভারত ১টি রুপো ও ৫টি ব্রোঞ্জ-সহ মোট ৬টি পদক জেতে। ২০১৮ এশিয়ান গেমসের কুস্তিতে ভারত ৩টি পদক জিতেছিল। এবার ৩টি পদক বেশি জিতেছে টিম ইন্ডিয়া।

রূপো

  • মহিলাদের ৬৬-৭৫ কেজি- লভলিনা বরগোহাঁইন

ব্রোঞ্জ

  •  পুরুষদের ৯২ কেজি বিভাগ- নরেন্দর।
  • মহিলাদের ৪৫-৫০ কেজি- নিখাত জারিন।
  •  মহিলাদের ৫০-৫৪ কেজি- প্রীতি।
  • মহিলাদের ৫৪-৫৭ কেজি- প্রবীন।
 এশিয়ান গেমসের কুস্তি থেকে ভারত ১টি রুপো ও ৫টি ব্রোঞ্জ-সহ মোট ৬টি পদক জেতে
 এশিয়ান গেমসের কুস্তি থেকে ভারত ১টি রুপো ও ৫টি ব্রোঞ্জ-সহ মোট ৬টি পদক জেতে

এছাড়াও যেসব ইভেন্টে ভারত পদক জিতেছে-

রুপো

  • দাবা-পুরুষ দল-ভিদিত গুজরাটি, হরি কৃষ্ণ পেন্টালা, অর্জুন, ডি গুকেশ, প্রজ্ঞানন্দ।
  • দাবা- মহিলা দল- হাম্পি, হরিকা, বনিতা, সবিতা।
  • ব্রিজ- পুরুষ দল- রাজু তোলানি, অজয় প্রভাকর, সুমিত মুখোপাধ্যায়, রাজেশ্বর তিওয়ারি।
  • গল্ফ- মহিলাদের ব্যক্তিগত ইভেন্ট- অদিতি অশোক।
  • সেইলিং- মহিলাদের- ILCA4- নেহা ঠাকুর।
  • উশু- মহিলাদের ৬০ কেজি- নাওরেম রশিবিনা দেবি।

ব্রোঞ্জ

  • স্প্রিন্ট- পুরুষদের ক্যানোই ডবল ১ হাজার মিটার- সুনীল সিং, অর্জুন সিং।
  • রোলার স্কেটিং- পুরুষদের ৩০০০ মিটার রিলে- আরিয়ান পাল সিং, আনন্দকুমার, সিদ্ধান্ত।
  • রোলার স্কেটিং- মহিলাদের ৩০০০ মিটার রিলে- সানজানা বটহুলা, কার্তিকা, হিরাল, কস্তুরি রাজ।
  • সেইলিং- পুরুষদের ইভেন্ট ILCA7- বিষ্ণু সর্বানন।
  • সেইলিং- পুরুষদের ইভেন্ট RS:X - RS:X- ইবাদাদ আলি।
  • রেগু- মহিলা দল
  • টেবিল টেনিস- মহিলাদের ডাবলস- সুতীর্থা মুখোপাধ্যায়, আহিকা মুখোপাধ্যায়।
শুটিং থেকে শুরু করে তিরন্দাজি, অ্যাথলেটিক্স এবং ক্রিকেট সব ক্ষেত্রেই চমৎকার পারফর্ম করেছেন খেলোয়াড়রা
শুটিং থেকে শুরু করে তিরন্দাজি, অ্যাথলেটিক্স এবং ক্রিকেট সব ক্ষেত্রেই চমৎকার পারফর্ম করেছেন খেলোয়াড়রা

এশিয়ান গেমস ২০২৩-এ সব মিলিয়ে ভারতের ঝুলিতে এসেছে ১০৭টি পদক। যার মধ্যে রয়েছে ২৮টি সোনা। ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। এতো পদক জয় ভারতের এশিয়ান গেমসের ইতিহাসে রেকর্ড।  শুটিং থেকে শুরু করে তিরন্দাজি, অ্যাথলেটিক্স এবং ক্রিকেট সব ক্ষেত্রেই চমৎকার পারফর্ম করেছেন খেলোয়াড়রা। এছাড়াও পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে রয়েছে চিন। তাদের সংগ্রহ ৩৮৩টি পদক। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। তাদের মোট পদক সংখ্যা ১৮৮। তৃতীয় স্থানে ১৯০টি পদক নিয়ে রয়েছে কোরিয়া। তারপরেই চতুর্থ স্থানে রয়েছে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File