Asian Games 2023 | ফের সোনা জয় ভারতীয় শুটারদের ! পর পর সোনা জিতে এশিয়ান গেমসে রেকর্ড শুটিংয়ে! সোনা জিতলেন শট পাটার তেজিন্দার তুরও!

Wednesday, October 4 2023, 10:51 am
highlightKey Highlights

এশিয়ান গেমস ২০২৩ এ ১৩টি সোনা জিতেছে ভারত। যার মধ্যে ৭টি সোনাই এনে দিয়েছে শুটিং দল। রবিবার প্রত্যাশা মতো সোনা আনলেন শট পাটার তেজিন্দার তুর।


এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ ফের কামাল করে দেখালো শুটিং দল। ইতিমধ্যেই শুটিং দল জিতেছে ৬টি সোনা। এবার রবিবার দেশের ১১তম সোনা এনে দিল সেই শুটিংই। পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্ট থেকে দেশকে সোনা দিলেন কিনান দারিয়াস, জ়োরাভার সিংহ সান্ধু এবং টি পৃথ্বীরাজ। এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ কেবল মাত্র শুটিং থেকেই এই নিয়ে এসেছে সপ্তম সোনা। পুরুষদের শট পাটে সোনা জিতলেন তেজিন্দারপাল সিংহ তুর। 

১৯৫৪ সালে এশিয়ান গেমসে শুটিং মেডেল ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে ২০১৮ পর্যন্ত ভারত নিশানাবাজি অর্থাৎ শুটিংয়ে ৯টি সোনা, ২১টি রুপো ও ২৮টি ব্রোঞ্জ-সহ সাকুল্যে ৫৮টি পদক জেতে। তবে উল্লেখ্যযোগ্যভাবে এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ এখনও পর্যন্ত কেবল শুটিং থেকেই ভারত জিতেছে ৭টি সোনা, ৯টি রুপো ও ৬টি ব্রোঞ্জ-সহ মোট ২২টি পদক। অর্থাৎ  শুটিং থেকে এবারে যত পদক পেয়েছে ভারত, আগে কখনও তার ধারে-কাছেও যাওয়া সম্ভব হয়নি। অন্তত শেষ চারটি এশিয়ান গেমসের তুলনামূলক আলোচনা করলে এবারের অর্ধেক পদকও আসেনি কোনওবার।

Trending Updates

এদিন, রবিবার পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্টে ৩৬১ পয়েন্ট তুলে সোনা জিতেছে ভারতীয় দল। দ্বিতীয় রাউন্ডের পর কিছুটা পিছিয়ে পড়েছিল ভারত। পরে তিন রাউন্ডে ভাল পারফরম্যান্স করে সোনা ছিনিয়ে নিয়েছেন  কিনান দারিয়াস(Keenan Darius), জ়োরাভার সিংহ সান্ধু (Zoravar Singh Sandhu) এবং টি পৃথ্বীরাজ (T Prithviraj)। কুয়েতকে হারিয়ে সোনা জয় করে ভারত। প্রথম রাউন্ড থেকেই ভারত, কুয়েত এবং চিনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। প্রথম রাউন্ডে ভারত তোলে ৭৪ পয়েন্ট। কুয়েত ৭২ এবং চিন ৭৩ পয়েন্ট স্কোর করে। দ্বিতীয় রাউন্ডে ভারতের ফল ভাল হয়নি। ৬৯ পয়েন্ট তোলেন পৃথ্বীরাজেরা। কুয়েত এবং চিন তোলে যথাক্রমে ৭৩ এবং ৬৯ পয়েন্ট। তৃতীয় রাউন্ডে আবার ভারতীয়েরা ভাল খেলে ঝুলিতে আনেন ৭২ পয়েন্ট। কুয়েত ৭২ এবং চিন ৭০ পয়েন্ট পায়। ভারতকে সোনা এনে দিয়েছে মূলত চতুর্থ রাউন্ডের পারফরম্যান্স। ৭৪ পয়েন্ট তুলে অনেকটা এগিয়ে যায় ভারতীয় দল। সেখানে কুয়েত ৭২ এবং চিন ৬৯ পয়েন্ট তোলে। পঞ্চম তথা শেষ রাউন্ডে সোনার জন্য ভারতের মূল লড়াই ছিল কুয়েতের সঙ্গে। শেষ দফায় চাপ সামলে লক্ষ্যে অবিচল থাকেন দারিয়াস, সান্ধু এবং পৃথ্বীরাজ। তিন জনে মিলে তোলেন ৭২ পয়েন্ট। অন্যদিকে কুয়েতের শুটারেরা তোলেন ৭০ পয়েন্ট। শেষ পর্যন্ত ২ পয়েন্টে এগিয়ে থেকে সোনা জিতে নেয় ভারত।

  এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : দশম দিনে সোনা আনলেন পারুল ও অন্নু! স্কোয়াশ ও বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন সৌরভ ও লভলিনা!

অন্যদিকে প্রত্যাশা মতোই এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ পুরুষদের শট পাটে সোনা জিতলেন তেজিন্দারপাল সিংহ তুর (Tejinderpal Singh Tur)। ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে দেশকে এ বারের গেমস থেকে ১৩তম সোনা এনে দিলেন তিনি। এই নিয়ে অ্যাথলেটিক্স থেকে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। গত এশিয়ান গেমসের মতো চলতি এশিয়ান গেমসেও দেশকে সোনা দিলেন তেজিন্দারপাল। রবিবারের লড়াইয়ের শুরুতে কিছুটা পিছিয়ে ছিলেন তেজিন্দার।প্রথম পাঁচটি প্রচেষ্টার তিনটিতেই ফাউল করেন। তবে ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে সোনা জিতে নেন তিনি। 

উল্লেখ্য, আশির দশকে তেজিন্দারের বাবা পরমসিংহ তুর দড়ি টানাটানি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ছিলেন। পঞ্জাবে তাঁকে ‘হিরো’ বলে ডাকা হত। রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় প্রচুর পদক জিতেছেন তিনি। কিন্তু এই খেলায় কোনও ভবিষ্যৎ না দেখে সব ছেড়ে মোগার খোসাপাণ্ড্য গ্রামে নিজের ১৫ একর জমিতে চাষবাস শুরু করেন। তবে বাবাকে দেখেই খেলার প্রতি ভালবাসা জন্মায় তেজিন্দারের। কিন্তু দেশের জন্য কিছু করার আগেই বাবা পরমসিংহ তুরের  ত্বকের ক্যানসার ধরা পড়ে। চিকিৎসা করেও তেমন লাভ হয়নি। তিন বছরের মধ্যে ক্যানসার ছড়িয়ে পড়ে হাড়ে। এখন গুরুতর অসুস্থ তিনি। সূত্রের খবর, কমনওয়েলথ গেমসের সময় বাবার জন্য তেজিন্দার প্রায় বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন। তবে তাঁকে বহু বুঝিয়ে আটকে ছিলেন বাড়ির সদস্যেরাই। খেলা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তেজিন্দার। তবে পরিবারের সদস্যদের বোঝানোতে এবং দেশের জন্য কিছু করার ইচ্ছার জন্যই আজ সকল ভারতবাসীকে গর্বিত করলেন তিনি।

তেজিন্দারের দখলেই রয়েছে পুরুষদের শট পাটের এশীয় রেকর্ড। গত ১৯সে জুন ভুবনেশ্বরে তিনি ২১.৭৭ মিটার দূরত্বে শট পাট ছুড়ে এশীয় রেকর্ড গড়েছিলেন। ২০১৮ এশিয়ান গেমসেও তিনি সোনা জিতেছিলেন। সে বার ২০.৭৫ মিটার দূরত্বে শট পাট ছুড়ে গেমস রেকর্ডও করেছিলেন। প্রসঙ্গত, এদিন একই ইভেন্টে ১৮.৬২ মিটার দূরত্বে শট পাট ছুড়ে অষ্টম স্থানে শেষ করেন শাহিব সিংহ। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File