Asian Games 2023 | দশম দিনে সোনা আনলেন পারুল ও অন্নু! স্কোয়াশ ও বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন সৌরভ ও লভলিনা!

Wednesday, October 4 2023, 10:50 am
highlightKey Highlights

এশিয়ান গেমস ২০২৩ এর দশম দিনে দুটি সোনা এল অ্যাথলেটিক্স থেকে। প্রথমটি আনেন পারুল চৌধুরী এবং দ্বিতীয়টি অন্নু রানি। অন্যদিকে, স্কয়্যাশে সেমিফাইনালে প্রবেশ করে নিশ্চিত করলেন সৌরভ ঘোষাল। পদক নিশ্চিত করেছেন বক্সার লভলিনা বরগোহাঁই।


এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর দশম দিনে ভারতের ঝুলিতে এলো দুটি সোনা! দুটিই এল অ্যাথলেটিক্স থেকে। প্রথমটি আনেন পারুল চৌধুরী এবং দ্বিতীয়টি অন্নু রানি। অন্যদিকে, স্কয়্যাশে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে প্রবেশ করে পদক নিশ্চিত করলেন সৌরভ ঘোষাল। সোনা বা রুপো নিশ্চিত করলেন তিনি। পদক নিশ্চিত করেছেন বক্সার লভলিনা বরগোহাঁই।

মঙ্গলবার,এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর দশম দিনে মেয়েদের পাঁচ হাজার মিটার দৌড়ের ফাইনালে জাপানের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে টানটান লড়াই হয় পারুলের। শুরুর দিকে দ্বিতীয় স্থানে ছিলেন পারুল। কিন্তু শেষ ২৫ মিটারে কার্যত মিরাক্যাল ঘটিয়ে ফেলেন তিনি। বস্তুত শেষ ২০ সেকেন্ডেই সোনার পদক জিতে নেন পারুল। উল্লেখ্য, চলতি এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023)-এ এটি পারুলের দ্বিতীয় পদক। এর আগে ৩ হাজার মিটার স্টিপলচেজে দেশকে রুপো এনে দিয়েছিলেন তিনি। ওই ইভেন্টেই ভারতের প্রীতি ব্রোঞ্জ পদক জেতেন।

  এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : এশিয়ান গেমসের পদক তালিকায় এক ধাপ এগোলো ভারত! ফের পদক জিতে নজর কাড়লেন এষা!

অন্যদিকে, এদিন দ্বিতীয় সোনাটি এসেছে মেয়েদের জ্যাভলিন থ্রো ইভেন্টে অন্নু রানির হাত ধরে। যা চলতি এশিয়ান গেমসে ভারতের ১৫তম স্বর্ণপদক।১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) দশম দিনে পারুলের সোনা জয়ের মিনিট কয়েক পরেই দিনের দ্বিতীয় সোনা যেতেন অন্নু। মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন অন্নু রানি। প্রতিযোগিতার শুরুতেই নিজের প্রথম প্রয়াসে ৫৬.৯৯ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। দ্বিতীয় থ্রোয়েই মরশুম সেরা ৬১.২৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন ভারতীয় অ্যাথলিট। এই থ্রোয়ের সুবাদেই শীর্ষস্থান দখল করে নেন তিনি। শ্রীলঙ্কার নাদিশা দিলশান এবং চিনের লিউ হুইহুই কড়া টক্কর দিচ্ছিলেন ভারতীয় অ্যাথলিটকে। দুইজনেই একসময় অন্নুকে পিছনে ফেলে দিয়েছিলেন। নাদিশা এবং লিউ যথাক্রমে ৬১.৫৭ মিটার ও ৬১.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে নেন।

প্রসঙ্গত, একই দিন ভারতের নিশ্চিত হয় দুটি পদক। স্কয়্যাশে রিউনোসুকে সুকুকে পরাস্ত করে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে প্রবেশ করেছেন সৌরভ ঘোষাল। এরসঙ্গে তিনি নিশ্চিত করেছেন সোনা বা রুপো। জাপানের প্রতিযোগীকে ৩-০ তে পরাস্ত করলেন সৌরভ। স্কয়্য়াশে সিঙ্গলসের পর পুরুষদের ডাবলসে ভারতের আনাহাত সিং ও অভয় সিং পদক নিশ্চিত করলেন। কোরিয়ান প্রতিপক্ষকে পরাস্ত করে পদক নিশ্চিত করলেন তাঁরা।

অন্যদিকে, মহিলাদের ৬৬-৭৫ কেজি বিভাগে অংশ নিয়ে থাইল্যন্ডের বাইসন মানেকোনকে পরাস্ত করে ফাইনালে প্রবেশ করেন বক্সার লভলিনা বরগোহাঁই। নিশ্চিত করেছেন রূপো। এরপর আগামীকাল, ৪ঠা অক্টোবর তিনি সোনার লড়াইয়ে নামবেন ফাইনালে। এরসঙ্গে তিনি প্যারিস অলিম্পিক্সের স্থান নিশ্চিত করলেন তিনি। ৪০০ মিটার হার্ডলে ভারত ব্রোঞ্জ জেতে। ভারতের বিথ্যা রামরাজ তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জেতেন। তিনি ৫৫.৬৮ সেকেন্ডে নিজের দৌড় শেষ করেন। অ্য়াথলেটিক্সে দিনের প্রথম পদকটা পেলেন তিনি। উল্লেখ্য, এই পর্যন্ত এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ ভারত ৬২ টি পদক জিতেছে। যার মধ্যে ১৩টি সোনা, ২৪টি রুপো এবং ২৫টি ব্রোঞ্জ রয়েছে।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File