Asian Games 2023 | ইকুয়েস্ট্রিয়ানে ইতিহাস গড়লো ভারত! দীর্ঘ ৪১ বছর পর সোনা জয় দেশের! এশিয়ান গেমসে তৃতীয় 'গোল্ডে'র নেপথ্যেও বাংলার ছেলে অনুশ!

Wednesday, October 4 2023, 10:53 am
highlightKey Highlights

শুটিং ও এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট -র পর এশিয়ান গেমস ২০২৩ -এ ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টেও সোনা জয় ভারতের। দীর্ঘ ৪১ বছর পর সোনা জিটগুলো ভারত। এখনও পর্যন্ত দেশের ঝুলিতে ১৪টি মেডেল।


শুটিং ও এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এরপর এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) -এ সোনালী সফরে ভারত। তৃতীয় সোনা জিতলো দেশ। দীর্ঘ ৪১ বছর পর অশ্বারোহণে দলগত ড্রেসেজ বিভাগে সোনা জিতল ভারত। সোনা এনে দেশের মুখ উজ্জ্বল করলেন সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় সেড়া এবং অনুশ আগরওয়াল। এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ (Asian Games Cricket 2023) এর জয়ে বিশেষ ভূমিকা পালন করেছিলেন বঙ্গতনয়া তিতাস। এবার ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টেও সোনা জয়ের নেপথ্যে রয়েছেন বাংলার ছেলে অনুশ!

  এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : দশম দিনে সোনা আনলেন পারুল ও অন্নু! স্কোয়াশ ও বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন সৌরভ ও লভলিনা!

শুটিং ও এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট -র পর এশিয়ান গেমস ২০২৩ -এ ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টেও সোনা জয় ভারতের
শুটিং ও এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট -র পর এশিয়ান গেমস ২০২৩ -এ ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টেও সোনা জয় ভারতের
Trending Updates

মাত্র তিন বছর বাবার হাত ধরে প্রথম বার টালিগঞ্জ ক্লাবে গিয়েছিল বাংলার ছেলে অনুশ আগরওয়াল। সেখানেই প্রথম ঘোড়া চড়া তার। এরপর থেকেই অশ্বারোহণে প্রেমে পরে যায় তরুণ। গুরুত্ব দিয়ে অনুশীলন শুরু হয় আট বছর বয়স থেকে। পড়াশোনার পাশাপাশি নিজের অনুশীলন চালিয়া গিয়েছেন অনুশ। বালিগঞ্জের ছেলের শুরুটা কলকাতায় হলেও তারপরে প্রথমে দিল্লি ও তারপর জার্মানিতে গিয়ে অনুশীলন করেছেন অনুশ। অলিম্পিক্সে সোনাজয়ী হুবারটিয়াস স্মিডের (Hubertus Schmid) কাছে নিজেকে আরও তৈরি করেছেন। যার ফলাফল দেখা গিয়েছে এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ।

 এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : এশিয়ান গেমসের পদক তালিকায় এক ধাপ এগোলো ভারত! ফের পদক জিতে নজর কাড়লেন এষা!

দীর্ঘ ৪১ বছর পর অশ্বারোহণে দলগত ড্রেসেজ বিভাগে সোনা জিতল ভারত
দীর্ঘ ৪১ বছর পর অশ্বারোহণে দলগত ড্রেসেজ বিভাগে সোনা জিতল ভারত

এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টে সোনা জয়ের পর এবার অনুশের লক্ষ্য প্যারিস অলিম্পিক্স (Paris Olympics)। বিশ্বমঞ্চে ভারতকে গর্বিত করতে চান 'লা মার্টিনিয়ের ফর বয়েজ়ে'র ছাত্র। উল্লেখ্য, অল্পের জন্য টোকিয়ো অলিম্পিক্সে যেতে পারেননি অনুশ। তবে দীর্ঘ ৪১ বছর পর অশ্বারোহণে ঘরে সোনা আসায় বেশ উচ্ছসিত গোটা দেশবাসী।

‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টেও সোনা জয়ের নেপথ্যে রয়েছেন বাংলার ছেলে অনুশ
‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টেও সোনা জয়ের নেপথ্যে রয়েছেন বাংলার ছেলে অনুশ

৪১ বছরের ইতিহাসে এই প্রথম ইকুস্ট্রিয়ান থেকে সোনা জিতল ভারত। ভারতের মিক্সড টিম চিন, হংকংকে পিছনে ফেলে সোনা জিতল। ঘোড়ার খেলা ইকুস্ট্রিয়ানে এর আগে ১৯৮২ সালের এশিয়ান গেমসে শেষ বার পদক জিতেছিল ভারতে। সেবার দিল্লি এশিয়ান গেমসে ভারত ইকুস্ট্রিয়ান থেকে ৩টি সোনা জিতেছিল। এরপর দীর্ঘ ৪১ বছর পর ইকুস্ট্রিয়ানে ফের সোনা এল ভারতে। ইকুস্ট্রিয়ানে দলগত ড্রেসেজ ইভেন্টে ভারত ২০৯.২০৫ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে। ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে রুপো পেয়েছে চিন এবং ২০৪.৮৫২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে হংকং, চিন। 

 ভারত ২০৯.২০৫ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে
 ভারত ২০৯.২০৫ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে

১৯তম এশিয়ান গেমসে ইকুস্ট্রিয়ানে সোনার পাশাপাশি সেইলিংয়ে মহিলাদের ডিংহি আইএলসিএ৪ (Dinghy ILCA4) ইভেন্টেেও দেশ জিতেছে রুপো। প্রতিযোগিতার দ্বিতীয় পদক ঘরে আনেন নেহা ঠাকুর (Neha Thakur)। ১১টি রেসের পর মোট ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ১৭ বছর বয়সি ভারতীয় সেলার। তাইল্যান্ডের নোপ্পাসোরন খুনবুনজান (Thailand's Noppasoron Khunbunjan) শীর্ষে শেষ করে সোনা জেতে। অপরদিকে, ২৮ পয়েন্ট পাওয়া সিঙ্গাপুরের কেইরা মারি তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতে নেন।

সেইলিংয়ে মহিলাদের ডিংহি আইএলসিএ৪ ইভেন্টেে রুপো আনেন নেহা ঠাকুর
সেইলিংয়ে মহিলাদের ডিংহি আইএলসিএ৪ ইভেন্টেে রুপো আনেন নেহা ঠাকুর

 নেহার পর সেইলিংয়ে RS:X পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ইবাদ আলি (Ibad Ali)। অন্যদিকে, গতকাল, ২৫সে সেপ্টেম্বর দুটি সোনা যেতে ভারত। প্রথমে, ভারত পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনার মেডেল জয় করে। ভারতীয় শ্যুটার দিব্যাংশ সিং পানওয়ার (Divyansh Singh Panwar), ঐশ্বর্য্য প্রতাপ সিং তোমার (Aishwarya Pratap Singh Tomar), রুদ্রঙ্কেশ বালাসাহেব পাটিলের (Rudraksh Balasaheb Patil) ত্রয়ী মোট ১৮৯৩.৭ স্কোর নিয়ে সোনা জয় কুরে।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনার মেডেল জয় করে ভারত
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনার মেডেল জয় করে ভারত

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এ মহিলাদের ম্যাচের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা যেতে ভারতের মহিলা ক্রিকেটাররা। এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ (Asian Games Cricket 2023) এ এর আগে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। এরপর ফাইনালে শ্রীলঙ্কাকে হারান হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) , স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana)। ব্যাট হাতে ভাল খেললেন মন্ধানা ও জেমাইমা রদ্রিগেজ (Jemaima Rodriguez)। বল হাতে মাঠে দাপট দেখিয়ে ম্যাচে গুরু দায়িত্ব পালন করেন বাংলার তিতাস সাধু।

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট- এ মহিলাদের ম্যাচের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা যেতে ভারত
এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট- এ মহিলাদের ম্যাচের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা যেতে ভারত

এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ (Asian Games Cricket 2023) মহিলাদের ম্যাচের ফাইনালে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। শেষ পর্যন্ত এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket)এ, মহিলাদের ম্যাচের ফাইনালে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারত। অন্যদিকে, ৯৭ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এ সোনা জিতে ফেরে ভারত। প্রসঙ্গত, এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত হানঝাউ (Hangzhou) গেমসে ভারতের ঝুলিতে আপাতত মোট পদক রয়েছে ১৪টি। যার মধ্যে রয়েছে ৩টি সোনা, ৪টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File