Asian Games 2023 | মিক্সড ডবলস-পিস্তল-স্কোয়াশে সোনা জয় ভারতের! টেবিল টেনিসে পদক নিশ্চিত করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া সুতীর্থা ও ঐহিকা!

Wednesday, October 4 2023, 10:52 am
highlightKey Highlights

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট-এর জয় নিয়ে এশিয়ান গেমস ২০২৩ এ নানান ইভেন্টে এখনো পর্যন্ত ৩৬টি পদক জিতেছে ভারত। প্রতিযোগিতার ষষ্ঠদিনে ৩টি সোনা জয় দেশের।


এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) ষষ্ঠ দিনেও বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল! একাধিক ইভেন্টে পদক জিতে ইতিহাস এবং রেকর্ড গড়ছেন এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ অংশগ্রহণকারী খেলোয়াড়রা। এদিন স্কোয়াশে নতুন ইতিহাস লিখলো ভারতীয় পুরুষ দল। ফাইনালে পাকিস্তানকে (Pakistan) ২-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে ভারতীয় দল। অন্যদিকে, টেবল টেনিসের মহিলাদের ডাবলসেসে  ভারতের হয়ে আরও একটি পদক নিশ্চিত করলেন দুই বাঙালি কন্যা সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। একইদিনে টেনিসের  মিক্সড ডবলসে সোনা এনে দিয়েছেন রোহন বোপান্না সোনা এনে দিলেন দেশকে। শনিবার সকালে শুটিংয়ে পদক এনে দিয়েছিলেন সরবজ্যোত সিংহ এবং দিব্যা থারিগল।

  এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : দশম দিনে সোনা আনলেন পারুল ও অন্নু! স্কোয়াশ ও বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন সৌরভ ও লভলিনা!

স্কোয়াশে  পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে ভারতীয় দল
স্কোয়াশে  পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে ভারতীয় দল

এশিয়ান গেমস ২০২৩ এর মহিলাদের টেবল টেনিসে ভারতের পদক নিশ্চিত । India Assured Medal in Women's Table Tennis at Asian Games 2023 :

এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ ভারতের হয়ে আরও একটি পদক নিশ্চিত করলেন দুই বাঙালি সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukhopadhyay) ও ঐহিকা মুখোপাধ্যায় (Oihika Mukhopadhyay)। টেবল টেনিসের মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনের জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন বঙ্গ তনয়ারা। শেষ চারে ওঠায় পদক নিশ্চিত করলেন সুতীর্থা ও ঐহিকা। উল্লেখ্য, এর আগে এশিয়ান গেমসে টেবল টেনিসে ভারত  কোনও পদক পায়নি। এই প্রথম কোনও পদক নিশ্চিত হল। এদিন কোয়ার্টার ফাইনালে চিনের জুটিকে  ৩-১ (১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯) গেমে হারিয়ে পদক নিশ্চিত করেছেন তারা। আগামী ২রা অক্টোবর, সোমবার সেমিফাইনাল খেলতে নামবেন ভারতীয় খেলোয়াড়েরা। সেমিফাইনাল জিততে পারলে সে দিনই ফাইনাল খেলতে হবে তাঁদের। সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পাবেন সুতীর্থা এবং ঐহিকারা।

  এশিয়ান গেমস ২০২৩- এ   টেবল টেনিসের মহিলাদের ডাবলসে আরও একটি পদক নিশ্চিত করলেন বঙ্গ তনয়ারা
  এশিয়ান গেমস ২০২৩- এ   টেবল টেনিসের মহিলাদের ডাবলসে আরও একটি পদক নিশ্চিত করলেন বঙ্গ তনয়ারা

এশিয়ান গেমস ২০২৩ -এ টেনিস মিক্সড ডবলসে সোনা জয় ভারতের । India Wins Gold in Tennis Mixed Doubles at Asian Games 2023 :

মিক্সড ডবলসে দেশকে সোনা এনে দিলেন রোহন ও বোপান্না। এর আগে ছেলেদের ডবলসে রূপ পেয়েছিলো ভারত। তবে এদিন চাইনিজ তাইপেই জুটিকে হারিয়ে সোনা আনলেন বোপান্না-রুতুজা জুটি। ইভেন্টের প্রথম সেটে বোপান্নারা হেরেছিলেন ২-৬ ব্যবধানে। ৩৩ মিনিটে সেই সেট জিতে নেন তাইপেইয়ের লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াং। তবে  দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন বোপান্নারা। তাঁরা সেট জেতেন ৩০ মিনিটে। ৬-৩ সেটে জিতে যায় বোপান্না-রুতুজা জুটি। এশিয়ান গেমসে তৃতীয় সেট হয় টাইব্রেকার। সেখানে ১০-৪ ব্যবধানে জেতে ভারত। সেই সঙ্গে এশিয়ান গেমসে ভারতের নবম সোনা নিশ্চিত করেন তাঁরা।

মিক্সড ডবলসে দেশকে সোনা এনে দিলেন রোহন ও বোপান্না
মিক্সড ডবলসে দেশকে সোনা এনে দিলেন রোহন ও বোপান্না

এশিয়ান গেমস ২০২৩-এ পুরুষদের দলগত স্কোয়াশে সোনা জয় ভারতের । India Wins Gold in Men's Team Squash at Asian Games 2023 :

এশিয়ান গেমস ২০২৩-এ পুরুষদের দলগত স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেশের দশম সোনা জিতলেন সৌরভরা। সোনার লড়াইয়ে সৌরভ ঘোষালেরা জিতলেন ২-১ ম্যাচের ব্যবধানে। প্রথম ম্যাচে পাকিস্তানের ইকবাল নাসিরের কাছে ০-৩ সেটে হেরে যান ভারতের মহেশ মানগাঁওকর। তবে দ্বিতীয় ম্যাচ জিতে ভারতকে সমতায় ফেরান সৌরভ, তিনি ৩-০ সেটে হারান পাকিস্তানের আসিম মোহাম্মদ খানের বিরুদ্ধে। ১-১ অবস্থায় তৃতীয় ম্যাচে মুখোমুখি হন ভারতের অভয় সিংহ এবং পাকিস্তানের নুর জামান। টানটান ম্যাচ শেষে অভয় জেতেন ২-১ ব্যবধানে। এ বারের এশিয়ান  গেমসে প্রথম কোনও খেলার ফাইনালে শনিবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। আর তাতে জিতে সোনা ঘরে আনলো ভারত। উল্লেখ্য, এর আগে মহিলাদের দলগত স্কোয়াশ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে ভারত।

এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ -এর জয় নিয়ে এখনো পর্যন্ত ৩৬টি পদক জিতেছে ভারত
এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ -এর জয় নিয়ে এখনো পর্যন্ত ৩৬টি পদক জিতেছে ভারত

প্রসঙ্গত, এদিনই সকালে শুটিংয়ে পদক এনে দিয়েছিলেন সরবজ্যোত সিংহ এবং দিব্যা থারিগল। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতেছিলেন তাঁরা। এছাড়াও এর আগে এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এ, অশ্বারোহণে এবং শুটিংয়ে একাধিক পদক জিতেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এশিয়ান গেমসে ভারত মোট ৩৬টি পদক জিতেছে। যার মধ্যে রয়েছে ১০টি সোনা,১৩টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ। এশিয়ান গেমসের পদক তালিকায় ভারত রয়েছে চতুর্থস্থানে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File