Asian Games 2023 | এশিয়ান গেমসের পদক তালিকায় এক ধাপ এগোলো ভারত! ফের পদক জিতে নজর কাড়লেন এষা!

Wednesday, October 4 2023, 10:52 am
highlightKey Highlights

এশিয়ান গেমসের মঞ্চে শুরু থেকেই ভারতীয় শুটারদের জয়জয়কার। ফের শুটিং দল ঘরে অন্য পদক। ভারতের ঝুলিতে মোট ৩২টি পদক। দেখুন এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট বাদেও আর কোন কোন পদক জিতলো ভারত।


এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর শুরু থেকেই গোটা বিশ্বকে অবাক করে চলেছে ভারতীয় শুটিং দল। যেকোনও ইভেন্টে শ্য়ুটিং দল খেলতে নামা মানে একাধিক পদক জেতা। সে পুরুষ হোক বা মহিলা দল। ছবিটা কিন্তু পরিবর্তন হয়নি। দলগত ইভেন্টের পাশপাশি ব্যক্তিগত ইভেন্টে পদক জিতেছে টিম ইন্ডিয়া। এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ এদিন, শুক্রবারও একাধিক পদক জিতলো ভারতীয় শুটিং দল। এদিন মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পদক জিতলেন পলক ও এষা।

  এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : দশম দিনে সোনা আনলেন পারুল ও অন্নু! স্কোয়াশ ও বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন সৌরভ ও লভলিনা!

শুক্রবারও একাধিক পদক জিতলো ভারতীয় শুটিং দল
শুক্রবারও একাধিক পদক জিতলো ভারতীয় শুটিং দল
Trending Updates

শুক্রবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে জোড়া রুপো জিতেছেন এষা। ব্যক্তিগত ও দলগত দুই বিভাগেই দেশের জন্য পদক এনেছেন তিনি। অন্যদিকে, ব্যক্তিগত বিভাগে তাঁকে টেক্কা দিয়েছেন ভারতের পলক গুলিয়া (Palak Gulia)। ১৭ বছরের পলক ও ১৮ বছরের এষা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ব্যক্তিগত ইভেন্টে যথাক্রমে সোনা ও রুপো জিতেছেন। একে অপরের বিরুদ্ধে সেরা হওয়ার লড়াই শেষের পরই একজোট হয়ে দিব্যা থাডিগোলকে (Divya Thadigol)  সঙ্গে নিয়ে একই বিভাগের দলগত বিভাগে ভারতকে তাঁরা জুটেছেন রুপো।

উল্লেখ্য, এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) প্রথম ও থেকেই ভারতের শুটাররা অনবদ্ধ পারফর্ম করছেন। তবে এর মধ্যে সবথেকে বেশি নজর কাড়ছেন এষা সিংহ ( Esha Singh)। মাত্র ৯ বছর বয়স থেকে শুটিংকে কেরিয়ার করার লক্ষ্যে এগিয়েছিলেন এষা। ২০১৮ সালে ১৩ বছর বয়সে ন্যাশনাল গেমসে মনু ভাকের (Manu Bhaker), হিনা সিধুদের (Heena Sidhu) টপকে ১০ মিটার এয়ার রাইফেলে জিতেছিলেন স্বর্ণপদক। উল্লেখ্য, এষা এর আগে অপর একটি ব্যক্তিগত পদক জিতেছিলেন এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ। তিনি গত বুধবার ২৫ মিটার পিস্তল ইভেন্টে রূপো জেতেন। এরপর ২৫ মিটার পিস্তল ইভেন্টে দলগত লড়াইয়েও পদক জেতেন এই তরুণী। ফলে চলতি এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে জোড়া রুপো জিতলেন তিনি।

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পদক জিতলেন পলক ও এষা
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পদক জিতলেন পলক ও এষা

অন্যদিকে,  এশিয়ান গেমসের ৫০ মিটার রাইফেল থ্রি-পি পুরুষ বিভাগে সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য তোমর (Aishwarya Tomar), স্বপ্নিল কুসালে (Swapnil Kusale) ও অখিল শেওরানের (Akhil Sheoran) দল। ২০২৩ এশিয়ান গেমসে শুটিংয়ে এটি ভারতের ১৫তম পদক ও সপ্তম সোনা। এই ইভেন্টে ভারত ১৭৬৯-এর অসাধারণ স্কোর অর্জন করে গত বছর পেরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের আগের রেকর্ডকে আট পয়েন্টের ব্যবধানে অতিক্রম করেছে। চীন ১৭৬৩ স্কোর নিয়ে রৌপ্য পদক অর্জন করে এবং কোরিয়া ১৭৪৮ স্কোর নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। স্বপ্নিল ও ঐশ্বর্য দুজনেই কোয়ালিফাইং ইভেন্টে সমান ৫৯১ স্কোর করে প্রথম দু'টি স্থান নিশ্চিত করে এবং পরের দিনের জন্য নির্ধারিত আসন্ন ফাইনালে তাদের স্থান অর্জন করে।  

 এরপর মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে এষা সিং, পলক গুলিয়া ও দিব্যা দিএস মাইল রুপো জয় করেন। এই টিম ইভেন্ট থেকে পলক ও ইশা সুযোগ পেয়েছিলেন ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে। সেখানেই বাজিমাত করলেন তাঁরা। পলক গুলিয়া ও এষা সিং ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে জিতলেন যথাক্রমে সোনা ও রূপো। টপ পোডিয়ামের লড়াইয়ের জন্য দুই ভারতীয়র মধ্যে লড়াই ছিল শেষ পর্যন্ত। তবে শেষ হাসি হাসেন পলক। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন পাকিস্তানের তালাত কিসমালা।

এশিয়ান গেমসের ৫০ মিটার রাইফেল থ্রি-পি পুরুষ বিভাগে সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য তোমর, স্বপ্নিল কুসালে ও অখিল শেওরানের দল
এশিয়ান গেমসের ৫০ মিটার রাইফেল থ্রি-পি পুরুষ বিভাগে সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য তোমর, স্বপ্নিল কুসালে ও অখিল শেওরানের দল

এশিয়ান গেমস ২০২৩ এ ভারতীয় স্বর্ণপদক বিজয়ীদের তালিকা । List of Indian Gold Medal Winners in Asian Games 2023 :

  • শুটিং: ভারতের ত্রয়ী দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাঙ্ক পাতিল এবং ঐশ্বরী প্রতাপ সিং তোমর রেকর্ড-ব্রেকিং পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন।
  •  শুটিং: সরবজোত সিং, অর্জুন সিং চিমা এবং শিবা নারওয়াল পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে সোনা জেতেন।
  • শুটিং: সিফ্ট কৌর সামরা সোনা জেতার পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়েছেন।
  • শুটিং: মনু ভাকের, এষা সিং, এবং রিদম সাংওয়ান মহিলাদের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে সোনা জিতেছেন।
  • শুটিং: ঐশ্বরী প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুসলে এবং অখিল শিওরান এশিয়ান গেমস ২০২৩-এ ১৭৬৯-পয়েন্ট করে বিশ্ব রেকর্ড স্কোর করে সোনা জিতেছেন।
  • শুটিং: মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন পলক গুলিয়া।
  • ক্রিকেট: এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের প্রথম সোনা জিতেছে ভারত।
  • অশ্বারোহী: ৪১ বছর পর, অনুশ আগরওয়ালা, হৃদয় বিপুল ছেদা, সুদীপ্তি হাজেলা এবং দিব্যকৃতি সিং ভারতকে অশ্বারোহীতে সোনা এনে দিয়েছেন।
 এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট  ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের প্রথম সোনা জিতেছে ভারত
 এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট  ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসের প্রথম সোনা জিতেছে ভারত

এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩  সম্পর্কে আরও পড়ুন : পুরুষদের পিস্তল ইভেন্টে সোনা জয় ভারতের! রুপো জিতে চিনকে পাল্টা চড়। মণিপুরের রোশিবীণার!

এশিয়ান গেমস ২০২৩ এ উপরোক্ত স্বর্ণপদক ছাড়াও ভারত আরও যেসব পদক জিতেছে তা হলো- মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের হয়ে রৌপ্য জিতেছেন এশা সিং। পুরুষদের দ্বৈত ফাইনালে সাকেথ মাইনেনি এবং রামকুমার রামানাথন রৌপ্য পদক নিশ্চিত করেছেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টে ভারত রৌপ্য পদক জিতেছে। অশ্বারোহী ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে আনুশ আগরওয়ালা ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের ৬০ কেজি উশুর ফাইনালে রোশিবিনা দেবী নওরেম রৌপ্য পদক জিতেছেন। এশা সিং মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন। নেহা ঠাকুর মহিলাদের ডিঙ্গিতে রৌপ্য পদক জিতেছেন। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দল একটি রৌপ্য পদক জয় করেছে  এবং পৃথক ক্রীড়াবিদরা তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে।ভারতীয় মহিলা দল স্কোয়াশে ব্রোঞ্জ জিতেছে। ঐশ্বরী তোমর পুরুষদের ৫০ মিটার রাইফেলে ভারতের জন্য রৌপ্য পদক জিতেছে। পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস এবং পুরুষদের আটটি বিভাগে রৌপ্য পদক যোগ হয়েছে। সব মিলিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত মোট ৩২টি পদক জিতেছে। উল্লেখ্য, এশিয়ান গেমস ২০২৩ এ পদকের তালিকায় এক ধাপ এগিয়েছে দেশ। আগে ভ্যার্প্ত এই তালিকার পচমস্থানে ছিল, তবে বর্তমানে ভারত রয়েছে চতুর্থস্থানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File