Asian Games 2023 | 'সোনায় সোমবার'! একদিনে দুটো সোনা জয় ভারতের! শুটিংয়ে জয়ের পর সোনা আনলেন মহিলা ক্রিকেটাররা! ম্যাচে বিশেষ অবদান বঙ্গতনয়া তিতাসের!

Friday, September 29 2023, 2:04 pm
highlightKey Highlights

এশিয়ান গেমস ২০২৩-এর শুরুতেই একাধিক পদক জয় করেছে ভারত। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সোনা জয় পুরুষদের শুটিংয়ে ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ এর মহিলাদের ম্যাচে। এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয় মহিলা ক্রিকেটারদের। ম্যাচে বল হাতে দাপট দেখালেন বাংলার তিতাস সাধু।


এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর শুরুতেই একাধিক পদক নিজের ঝুলিতে নিয়েছে ভারত (India)। এবার সপ্তাহের শুরুতেই পর পর দুটি সোনা জিতলো দেশ। প্রথম বার এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket)-এ নেমেই সোনা ফলালেন ভারতের মেয়েরা। এশিয়াডে মেয়েদের ক্রিকেটের ফাইনালে ভারতের সোনা জয়ের পিছনে বড় অবদান রাখলেন বাংলারই মেয়ে, তিতাস সাধু। অন্যদিকে, দ্বিতীয় দিনে ভারত পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টেও সোনার মেডেল আনলো ঘরে৷

 চিনের হ্যাংজুতে শুরু হওয়া এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ  ভারত প্রথম স্বর্ণপদক পেয়েছে শুটিংয়ে । প্রতিযোগিতার দ্বিতীয় দিনে, ভারত পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনার মেডেল জয় করে। ভারতীয় শ্যুটার দিব্যাংশ সিং পানওয়ার (Divyansh Singh Panwar), ঐশ্বর্য্য প্রতাপ সিং তোমার (Aishwarya Pratap Singh Tomar), রুদ্রঙ্কেশ বালাসাহেব পাটিলের (Rudraksh Balasaheb Patil) ত্রয়ী মোট ১৮৯৩.৭ স্কোর নিয়ে সোনা জিতেছে।

 এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : এশিয়ান গেমসের পদক তালিকায় এক ধাপ এগোলো ভারত! ফের পদক জিতে নজর কাড়লেন এষা!

 এশিয়ান গেমস ২০২৩- এ  ভারত প্রথম স্বর্ণপদক পেয়েছে শুটিংয়ে
 এশিয়ান গেমস ২০২৩- এ  ভারত প্রথম স্বর্ণপদক পেয়েছে শুটিংয়ে

উল্লেখ্য, এশিয়াডে এটি ভারতের প্রথম সোনার পদক জয়ের পাশাপাশি, এটি  বিশ্ব রেকর্ডও। এর আগে শুটিংয়ে রেকর্ডটি ছিল ১৮৯৩.৩ পয়েন্টের, যা চিনের ছিল। তবে ভারতের তিন শ্যুটারের মধ্যে রুদ্রাঙ্ক সর্বোচ্চ ৬৩২.৫ স্কোর করেন। তাদের ছাড়াও, ঐশ্বর্য্যা তোমার ৬৩১.৬ পয়েন্ট এবং দিব্যাংশ পাওয়ার ৬২৯.৬ পয়েন্ট অর্জন করেছেন। এই ইভেন্টে রুপোর পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। চিনা শ্যুটাররা ১৮৮৮.২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেয়েছে।

ভারতের প্রথম সোনার পদক জয়ের পাশাপাশি, এটি  বিশ্ব রেকর্ডও।
ভারতের প্রথম সোনার পদক জয়ের পাশাপাশি, এটি বিশ্ব রেকর্ডও।

তবে ভারতের উচ্ছাস এখানেই শেষ নয়। শুটিংয়ে প্রথম সোনা জয়ের পরই আরেক সোনার পদক ঘরে আনলেন ভারতীয় খেলোয়াড়রা। এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ দেশকে দ্বিতীয় সোনা এনে দিলো মহিলা ক্রিকেটারেরা। এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এ মহিলাদের ম্যাচের ফাইনালে শ্রীলঙ্কাকে হারালেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) , স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana) জয় করে প্রথমস্থান। ব্যাট হাতে ভাল খেললেন মন্ধানা ও জেমাইমা রদ্রিগেজ (Jemaima Rodriguez)। বল হাতে মাঠে দাপট দেখালেন বাংলার তিতাস সাধু। শ্রীলঙ্কার টপ অর্ডারকে একাই আউট করেন বঙ্গকন্যা।

দেশকে দ্বিতীয় সোনা এনে দিলো মহিলা ক্রিকেটারেরা
দেশকে দ্বিতীয় সোনা এনে দিলো মহিলা ক্রিকেটারেরা

এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ (Asian Games Cricket 2023) মহিলাদের ম্যাচের ফাইনালে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। উল্লেখ্য, নিলম্বিত থাকায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারেননি তিনি। তবে ফাইনালে দলে ফেরেন হরমন। ব্যাট করতে নেমে তাড়াতাড়ি দলের ওপেনার শেফালি বর্মার উইকেট হারায় ভারত। অপর ওপেনার মন্ধানা ভাল খেলেন। তাঁকে সঙ্গ দেন তিন নম্বরে নামা জেমাইমা। দু’জনে মিলে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। মন্ধানা ও জেমাইমার মধ্যে ৭৩ রানের জুটি হয়। তবে ৪৬ রান করে মন্ধানা আউট হওয়ার পরেই খেই হারায় ভারতের ব্যাটিং। মিডল অর্ডার রান পায়নি। বাধ্য হয়ে বড় শট খেলতে গিয়ে ৪২ রানে আউট হন জেমাইমা। ব্যাট হারতে ব্যর্থ অধিনায়ক হরমনপ্রীত। শেষ পর্যন্ত এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ (Asian Games Cricket 2023) এ ,মহিলাদের ম্যাচের ফাইনালে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারত।

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট এর মহিলাদের ম্যাচের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় ভারতের
এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট এর মহিলাদের ম্যাচের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় ভারতের

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এর মহিলাদের ম্যাচের ফাইনালে ভারতের পাল্টা জবাবে প্রথম ওভারেই ১২ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু (Chamari Atapattu)। ভারতীয় সমর্থকদের মনে চাপ বাড়ার আগেই অবশ্য ভারতকে খেলায় ফেরান বঙ্গ সন্তান, তিতাস। নিজের প্রথম ওভারেই দুই উইকেট নেন তিনি। দ্বিতীয় ওভারেও আতাপাত্তুকে আউট করে শ্রীলঙ্কাকে বড় ধাক্কা দেন বাংলার তিতাস। সেখান থেকে অনেক চেষ্টা করেও আর কাম ব্যাক করতে পারেনি শ্রীলঙ্কা। জুটি বেঁধে প্রতি ওভারে বড় শট খেলার চেষ্টা করছিলেন হাসিনি পেরেরা ও নীলাক্ষি ডি সিলভা। এই জুটির হাত ধরে ৫০ পার হয় শ্রীলঙ্কার। তবে বড় শট মারতে গিয়ে ২৫ রান করে আউট হন পেরেরা।

 এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ এ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারত
 এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ এ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারত

 এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ (Asian Games Cricket 2023) এ মহিলাদের ফাইনাল ম্যাচের প্রথম দিকে ভারতের স্পিনারদের বিরুদ্ধে রান করা কঠিন হচ্ছিল। ফলে জরুরি রান রেট বাড়ছিল। তার মধ্যেই নীলাক্ষি কয়েকটি বড় শট খেলেন। বল হাতে দীপ্তির দিন ভাল যায়নি। যার ফলে ভারতের উপর কিছুটা চাপ বাড়ায় তিতাসের হাতে বল তুলে দেন হরমনপ্রীত। নিজের ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। শেষ ৪ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ছিল ৪০ রান। পূজা বস্ত্রকর আউট করেন নীলাক্ষিকে। উইকেট পড়তে থাকায় ক্রমাগত পিছিয়ে পড়ছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এ ১৯ রানে ম্যাচ জিতে সোনা জেতে ভারতের মহিলা ক্রিকেটাররা।

ম্যাচে বল হাতে দাপট দেখালেন বঙ্গ সন্তান তিতাস সাধু
ম্যাচে বল হাতে দাপট দেখালেন বঙ্গ সন্তান তিতাস সাধু

প্রসঙ্গত, দ্বিতীয় সোনা জয়ের ফলে পদক তালিকায় উন্নতি হয়েছে ভারতের। প্রথম দিনে ভারত জিতেছিল ৩টি  রুপো ও দুটি ব্রোঞ্জ পদক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত এখনও ২টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ১১টি পদক জয় করে হংকংয়ের সঙ্গে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছে ভারত। পদক তালিকার শীর্ষে রয়েছে চিন। এই দেশের কাছে রয়েছে ৩২টি সোনা, ১৩টি রুপো ও ৫টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ৫০টি পদক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File