Asian Games 2023 | সোনার পদকের সঙ্গে বিশ্ব রেকর্ড! নজির গড়লেন সিফ্ট কৌর সামরা! এশিয়ান গেমসের পদক তালিকায় পঞ্চমস্থানে ভারত!

Wednesday, October 4 2023, 10:53 am
highlightKey Highlights

শুটিংয়ে ফের সোনা জিতলো ভারত। অশ্বারোহণ, এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ এর পর মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে সোনা জয় ভারতের মেয়েদের। এশিয়ান গেমসে প্রথম ব্যক্তিগত সোনা জিতলেন সিফ্ট কৌর সামরা।


এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর চতুর্থ দিনেও সোনা জয় ভারতের। দেশের মেয়েরা কী করতে পারে তাই এই প্রতিযোগিতায় দেখাচ্ছেন পর পর পদক জয় করে। চিনের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ আবারও দেশের পতাকা উত্তোলন করলেন ভারতের মেয়েরা। এবার ৩ কন্যার পিস্তল থেকে ছোড়া গুলি দেশের ঝুলিতে স্বর্ণপদক এনে দিয়েছে। পাশাপাশি শুটিংয়ে আরও একটা পদক জিতল ভারত। পুরুষদের শটগান স্কিটে রুপো জিতলেন অনন্ত নাকুরা (Anant Nakura)।

  এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : দশম দিনে সোনা আনলেন পারুল ও অন্নু! স্কোয়াশ ও বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন সৌরভ ও লভলিনা!

এশিয়ান গেমস ২০২৩  এর চতুর্থ দিনেও সোনা জয় ভারতের
এশিয়ান গেমস ২০২৩  এর চতুর্থ দিনেও সোনা জয় ভারতের

এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) প্রতিযোগিতার চতুর্থ দিনেও স্বর্ণপদক জয় করলো ভারত। বুধবার সকালে শ্যুটিংয়ে প্রথম সোনার পর দ্বিতীয় সোনাও এল শ্যুটিংয় থেকেই। মনু, ইশা ও রিদম একসঙ্গে ২৫ মিটার দূর টিম ইভেন্টে যৌথভাবে সোনা যেতেন। মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে ভারতের মনু ভাকের (Manu Bhaskar), ইশা সিং (Isha Singh) এবং রিদম সাংওয়ান (Ridham Sangwan) একসঙ্গে ১৭৯০ পয়েন্ট করেছেন। শুটিংয়ে সোনা জয়ী ভারতের তিন কন্যার মধ্যে মনু ভাকের সর্বোচ্চ ৫৯০ পয়েন্ট করেছিলেন। এই দলগত ইভেন্টে ভারত স্বর্ণপদক জিতেছে এবং চিন রুপোর পদক জিতেছে। দক্ষিণ কোরিয়া এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিল।

এশিয়ান গেমসে প্রথম ব্যক্তিগত সোনা জিতলেন সিফ্ট কৌর সামরা
এশিয়ান গেমসে প্রথম ব্যক্তিগত সোনা জিতলেন সিফ্ট কৌর সামরা

এদিন ইভেন্টে প্রথম ৪০টা শটে সামারা ও অসি প্রথম দুই স্থান দখল করে। তাদের লড়াই ছিল চিনের ঝাং কুইনগ, কোরিয়ার লি ইউনসেও ও মঙ্গোলিয়ার ইসিউজেন ওয়ুনবাটের সঙ্গে। তবে ৪১ ও ৪২ তমে শটে গিয়ে খেলাটা ভারত ও চিনের মধ্যে হয়ে যায়। ৪৩ তম শটের আগে পর্যন্ত প্রথম ও দ্বিতীয় স্থানটা ছিল ভারতের দখলে। তবে শেষ শটে হতাশ করেন অসি। ফাইনাল স্কোরে শিফট কৌর সামারা স্কোর করেন ৪৬৯.৬ ও অসি চোকসি করেন ৪৫১.৯। দ্বিতীয় স্থানে থাকা চিনের প্রতিযোগী করেন ৪৬২.৩। এই প্রথম ইভেন্টে ভারত জোড়া পদক পেল। আর পদক সংখ্যা স্পর্শ করল ১৯-এ।

 এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : এশিয়ান গেমসের পদক তালিকায় এক ধাপ এগোলো ভারত! ফের পদক জিতে নজর কাড়লেন এষা!

মনু, ইশা ও রিদম একসঙ্গে ২৫ মিটার দূর টিম ইভেন্টে যৌথভাবে সোনা যেতেন
মনু, ইশা ও রিদম একসঙ্গে ২৫ মিটার দূর টিম ইভেন্টে যৌথভাবে সোনা যেতেন

পাশাপাশি সিফট কউর সামরা (Sift Kaur Samra) এদিনই দেশের হয়ে এবারের এশিয়ান গেমসে প্রথম ব্যক্তিগত সোনা জিতলেন। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে রেকর্ড গড়ে জিতলেন সোনার মেডেল। ২২ বছরের মহিলা শ্যুটার এদিন মোট স্কোর করেন ৪৬৯.৬। মোট ১৫ শটে তিনি নেলিং, প্রোন ও স্ট্যান্ডিং পজিশনে কামাল করে দেন। এর আগের বিশ্বরেকর্ড ছিল সেনয়েড ম্যাকলনটোশের (Solenoid Mcintosh) দখলে। বাকুতে তিনি রেকর্ড করেছিলেন। তবে এদিন তাঁর চেয়ে ২.৬ বেশি স্কোর করে রেকর্ড গড়লেন ভারত কন্যা।

মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে রেকর্ড গড়ে সিফট কউর সামরা জিতলেন সোনার মেডেল
মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে রেকর্ড গড়ে সিফট কউর সামরা জিতলেন সোনার মেডেল

 এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এ স্বর্ণপদক জয়ের পর ক্রিকেটে নজরকাড়া পারফর্ম করলেন নেপালের তরুণ ক্রিকেটার কুশল মাল্লা। মঙ্গোলিয়ার বিরুদ্ধে মাত্র ৫০ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলেন ১৯ বছরের বাঁ-হাতি ব্যাটার। মাত্র ৩৪ বলেই সেঞ্চুরি হাঁকান তিনি। আর সেই সৌজন্যেই ভেঙে দেন রোহিত শর্মার রেকর্ড। টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরানের নজির ছিল ভারত অধিনায়কের। ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিন ৩৪ বলে শতরান করে সেই রেকর্ড টপকে গেলেন কুশল। যা আবারো বিশ্বরেকর্ডও। আবার পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙে দিলেন দীপেন্দ্র সিং। ৯ বলে হাফ সেঞ্চুরি করে যুবিকে পিছনে ফেলে দিলেন তিনি। ভারতীয় অলরাউন্ডার এই কীর্তি গড়েছিলেন ১২ বলে।

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট-এ স্বর্ণপদক জয়ের পর ক্রিকেটে নজরকাড়া পারফর্ম করলেন নেপালের তরুণ ক্রিকেটার কুশল মাল্লা
এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট-এ স্বর্ণপদক জয়ের পর ক্রিকেটে নজরকাড়া পারফর্ম করলেন নেপালের তরুণ ক্রিকেটার কুশল মাল্লা

উল্লেখ্য, এশিয়ান গেমসে দাপট দেখাচ্ছেন ভারতীয় শুটারেরা। চার দিনেই শুটিং থেকে ১১টি পদক জিতেছে ভারত। তার মধ্যে ৩টি সোনা, ৩টি রুপো ও ৫টি ব্রোঞ্জ। বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের চার জন শুটার। তার মধ্যে তিন জন দলগত প্রতিযোগিতায় ও এক জন ব্যক্তিগত প্রতিযোগিতায়। এর আগে সোনা এসেছে ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টে, এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket)-এ। গতকাল ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টে সোনা জিতেছেন সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় সেড়া এবং অনুশ আগরওয়াল।  পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টেও সোনার মেডেল জয় করে ভারত। এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এ মহিলাদের ম্যাচের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা যেতে ভারতের মহিলা ক্রিকেটাররা। এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ (Asian Games Cricket 2023) এ এর আগে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। এরপর ফাইনালে শ্রীলঙ্কাকে হারান ভারতীয় মহিলা ক্রিকেটাররা।

এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট-এ মহিলাদের ম্যাচের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা যেতে ভারতের মহিলা ক্রিকেটাররা
এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট-এ মহিলাদের ম্যাচের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা যেতে ভারতের মহিলা ক্রিকেটাররা

এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : এশিয়ান গেমসের শুরুতেই জয় ভারতের! ইতিমধ্যেই দেশের ঝুলিতে ৫টি পদক, নিশ্চিত ২টি!

সব মিলিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ ভারতের ঝুলিতে এসেছে মোট ২২টি পদক। যার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৭টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ। এখনও পর্যন্ত সবথেকে বেশি পদক রয়েছে চীনের কাছে। এই দেশ পেয়েছে ১২৩টি পদক। যার মধ্যে রয়েছে ৬৮টি সোনা, ৩৯টি রুপো এবং ১৬টি ব্রোঞ্জ। এশিয়ান গেমস ২০২৩ এর পদক তালিকায় এখনও পি[অরিজোন্তে দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, তৃতীয় ও চতুর্থ স্থানে জাপান ও হংকং এবং পঞ্চম স্থানে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File