Asian Games 2023 | এশিয়ান গেমসে সেঞ্চুরি পার! পদক তালিকায় চতুর্থ স্থানে ভারত!

Tuesday, October 10 2023, 6:23 am
highlightKey Highlights

এশিয়ান গেমস ২০২৩ এ ১০০ এরও বেশি পদক জয় করলো ভারত। পদক জয়ী খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ ভারতের ইতিহাস! সেঞ্চুরি পদক জয় করলো দেশ! কেবল এশিয়াডে পদকের সংখ্যার নিরিখে একশো পারই নয়, পদক তালিকাতেও রেকর্ড গড়লো ভারত। এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ পদকের তালিকা নিরিখে এবার চতুর্থ স্থানে শেষ করলো দেশ।

কেবল এশিয়াডে পদকের সংখ্যার নিরিখে একশো পারই নয়, পদক তালিকাতেও রেকর্ড গড়লো ভারত
কেবল এশিয়াডে পদকের সংখ্যার নিরিখে একশো পারই নয়, পদক তালিকাতেও রেকর্ড গড়লো ভারত

আজ ৭ই অক্টোবর শনিবার সকালেই এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ পদকে সেঞ্চুরি করে ভারত। অর্থাৎ এবারের এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এসেছে ১০০ এরও বেশি পদক। এদিন সকালে ভারতে মেয়েদের কবাডি টিম সোনা হয় করে। আর এটাই এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ ভারতের ১০০তম পদক। যদিও আরও পদক নিশ্চিত করেছে দেশ। উল্লেখ্য, এই বারের এশিয়ান গেমসে ভারত জোড়া সোনা জিতেছেন কবাডিতে। এই প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেট যুক্ত হয়েছে, আর তাতেও ইতিহাস গড়েছে দেশ। ক্রিকেটে এসেছে জোড়া সোনা। এছাড়া টেনিস, ব্যাডমিন্টন স্কোয়াশের মত ইভেন্টেও সোনা জিতেছেন দেশ।

Trending Updates
এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা সেঞ্চুরি পার করার পরই এই সাফল্যে পদক জয়ীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা সেঞ্চুরি পার করার পরই এই সাফল্যে পদক জয়ীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এদিন এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা সেঞ্চুরি পার করার পরই এই সাফল্যে পদক জয়ীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মাধ্যমে তিনি এশিয়ান গেমসে সকল পদক জয়ী খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী মোদি লেখেন, সব খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানাই। তাদের পরিশ্রমই ভারতকে এই ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছতে সাহায্য করেছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জানান আগামী ১০ই অক্টোবর ওই বিজয়ী খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সব খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের পরিশ্রমই ভারতকে এই ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছতে সাহায্য করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
শনিবার সকালে আর্চারিতেও ভারত সোনা পেয়েছে
শনিবার সকালে আর্চারিতেও ভারত সোনা পেয়েছে

এবার এশিয়াডে ভারতে এসেছে মোট ২৫টি সোনা, ৩৫টি রুপো ও ৪০টি ব্রোঞ্জ পদক। শনিবার সকালে আর্চারিতেও ভারত সোনা পেয়েছে। ভারতের তিরন্দাজ জ্যোতি সুরেখা সোনা পাওয়ার পর ওজেশ প্রবীণ দেওতলেও এদিন সোনা পেয়েছেন। এদিকে, তিরন্দাজ অদিতি গোপীচাঁদ পেয়েছেন ব্রোঞ্জ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File