Breaking News | I-PAC তল্লাশির সময় উপস্থিত ছিলেন, ডিজি রাজীব কুমারের সাসপেনশনের আর্জি ED-র!

Thursday, January 15 2026, 1:37 pm
Breaking News | I-PAC তল্লাশির সময় উপস্থিত ছিলেন, ডিজি রাজীব কুমারের সাসপেনশনের আর্জি ED-র!
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


সকাল ১২.০৫, ১৫ই জানুয়ারি: I-PAC তল্লাশির সময় উপস্থিত ছিলেন, ডিজি রাজীব কুমারের সাসপেনশনের আর্জি ED-র!

ইডির অভিযোগ, তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক গুরুতর অসদাচরণ করেছেন। বিশেষ করে তদন্তে বাধা দিয়েছেন ডিজি রাজীব কুমার। ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে আর্জি জানিয়েছে ইডি (ED)। শুধু ডিজিপি নন, রাজ্য পুলিশের কয়েকজন সিনিয়র অফিসারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা।

সকাল ১১.৫৫, ১৫ই জানুয়ারি: সাতসকালে শহরে CBI, নিউ আলিপুর-নিউ টাউন সহ পাঁচ জায়গায় চলছে তল্লাশি

নিউ আলিপুরের ব্যবসারীর বাড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এছাড়াও ভোর থেকে নিউ টাউন সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গাতেও চলছে সিবিআই তল্লাশি। মূলত আর্থিক প্রতারণার টাকা কোথায় গিয়েছে তা জানতেই চলছে এই তল্লাশি। সূত্রের খবর, সিবিআই আধিকারিকদের পাঁচটি দল এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন।

সকাল ১১.৩০, ১৫ই জানুয়ারি: অশান্ত ইরান, অনির্দিষ্টকালের জন্য আকাশসীমা বন্ধ করলো খামেনেই সরকার, বিপাকে ভারতীয় উড়ান পরিষেবা?

অনির্দিষ্টকালের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খামেনেই সরকার। এর জেরে ভারতের একাধিক এয়ারলাইন্স সংস্থার পরিষেবায় বিরাট প্রভাব পড়ছে। ঘুরপথে চলাচল করতে হচ্ছে। আকাশপথ বন্ধ হওয়ার জেরে ওই রুটের উড়ানে বিলম্ব, এমনকি বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

সকাল ০৯.৪৫, ১৫ই জানুয়ারি: লাগামছাড়া হারে বাড়ছে সোনা-রুপোর দাম, কপালে হাত মধ্যবিত্তের

মকর সংক্রান্তির দিনই একধাক্কায় অনেকটা বেড়েছিল সোনার দাম। আজ, ১৫ জানুয়ারি কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৪ হাজার ৪০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ১০ টাকা। আজ ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ২০১ টাকা।

সকাল ০৮.৩০, ১৫ই জানুয়ারি: জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়, একনজরে মহানগরের আজকের আবহাওয়া আপডেট

আজ, ১৫ই জানুয়ারি, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। আজ ১৫ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে। বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর। শিশু এবং বৃদ্ধদের বাইরে বেরোতে বারণ করছেন চিকিৎসকেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File