Breaking News | নিপা আতঙ্কে কিছুটা স্বস্তি, অবস্থার উন্নতি দুই নার্সের! কী জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা?

Key Highlightsখবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
সকাল ১২.০৫, ১৬ই জানুয়ারি: বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হলো হিন্দু শিক্ষকের বাড়ি, আতঙ্ক সিলেটে
পুলিশ সূত্রের খবর, সিলেটে গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা বীরেন্দ্রকুমার দে র বাড়িতে আগুন লাগানো হয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে দাউদাউ করে জ্বলছে বাড়ি। বাড়ির লোকজন প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে আসছেন বাড়ির ভিতর থেকে। বীরেন্দ্র এলাকায় ‘ঝুনু স্যর’ নামে বেশি পরিচিত। পরিচিত স্যারের এই পরিণতিতে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সকাল ১০.১৫, ১৬ই জানুয়ারি: নিপা আতঙ্কে কিছুটা স্বস্তি, অবস্থার উন্নতি দুই নার্সের! কী জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা?
অবশেষে বৃহস্পতিবার নিপা আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থার অভাবনীয় উন্নতি হয়েছে। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের ব্রাদার নার্সকে এ দিন ভেন্টিলেশন থেকে বের হয়েছেন। তিনি উঠে বসেছেন বেডে, কথাও বলেছেন। কাটোয়ার বাসিন্দা সিস্টার নার্সের অবস্থা এখনও সঙ্কটজনক। তবে তিনি সামান্য হলেও হাত পা নেড়েছেন, চেষ্টা করেছেন চোখ খোলারও।
সকাল ০৯.০০, ১৬ই জানুয়ারি: অবশেষে ট্রাম্পের হাতে উঠলো নোবেল! শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে ‘উপহার’ দিলেন ভেনেজ়ুয়েলার মাচাদো
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পুরস্কার ভাগ করে নিতে চেয়েছিলেন ভেনেজ়ুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। তা সম্ভব নয় বলে জানিয়েছিল নোবেল কমিটি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ট্রাম্পের সঙ্গে দেখা করে পদকটি তাঁর হাতে ‘উপহার’ হিসেবে তুলে দিলেন মাচাদো। হোয়াইট হাউসে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মিটিংও হলো।
সকাল ০৮.৩০, ১৬ই জানুয়ারি: বছরের শীতলতম মরশুমে জবুথবু কলকাতা, একনজরে মহানগরের আজকের আবহাওয়া আপডেট
আজ, ১৬ই জানুয়ারি, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। আজ ১৫ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে। বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর।









