Breaking News | ইথিওপিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ঘুরিয়ে দেওয়া হলো ইন্ডিগোর ফ্লাইট!

Monday, November 24 2025, 1:13 pm
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


সন্ধ্যে ০৬.৪১, ২৪শে নভেম্বর : ইথিওপিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ঘুরিয়ে দেওয়া হলো ইন্ডিগোর ফ্লাইট!

গত প্রায় ১০,০০০ বছরের মধ্যে প্রথমবার অগ্ন্যুৎপাত ইথিওপিয়ার আগ্নেয়গিরিতে। সেই কারণে ঘুরিয়ে দেওয়া হলো ইন্ডিগো সংস্থার কান্নুর থেকে আবুধাবিগামী একটি বিমান। জানা গিয়েছে, সেই বিমান আপাতত আমেদাবাদে জরুরি অবতরণ করেছে। যাত্রী ও ক্রুরা সকলে সুরক্ষিত আছেন।

সন্ধ্যে ০৬.১৫, ২৪শে নভেম্বর : সোমবার থেকে বাঁকুড়ার প্রতিটি বিধানসভায় ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা চালু!

সোমবার থেকে বাঁকুড়া জেলায় শুরু হয়েছে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা। প্রতিটি বিধানসভায় একটি করে শীততাপ নিয়ন্ত্রিত ও ইসিজি মেশিন থেকে শুরু করে রক্ত পরীক্ষার যন্ত্রপাতি সম্বলিত ভ্রাম্যমাণ গাড়ি থাকছে।

বিকেল ০৪.৩৫, ২৪শে নভেম্বর :সোমবার রাতে রাজ্যের সব নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসবে কমিশন!

সোমবার রাত আটটায় সব জেলার নির্বাচনী আধিকারিক ও ২৯৪ জন EROর সঙ্গে জরুরি ভিত্তিতে ভিডিয়ো কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক করবেন রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। ৪ ডিসেম্বরের মধ্যে এনিউমারেশন ফর্ম বিলি ও আপলোডিং এর কাজের অগ্রগতি নিয়েই এই বৈঠক হবে।

বিকেল ০৩.৪০, ২৪শে নভেম্বর : ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির!

প্রয়াত বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুতে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুপুর ০২.২০, ২৪শে নভেম্বর : SSC-এর নতুন চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা!

শূন্যপদ বাড়ানোর দাবি তুলে SSC-এর নতুন চাকরিপ্রার্থীদের মিছিল। সেই মিছিলে পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তির অভিযোগ উঠেছে।

দুপুর ০২.০০, ২৪শে নভেম্বর :পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED দপ্তরে হাজিরা দিলেন সুজিত বসুর ছেলে!

পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ED দপ্তরে হাজিরা দিলেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর। তাঁকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি।

বেলা ০১.২৮, ২৪শে নভেম্বর : কলেজ স্ট্রিটে BLO অধিকার রক্ষা কমিটির বিক্ষোভ কর্মসূচি!

BLO-এর কাজ করতে গিয়ে ব্যাহত হচ্ছে শিক্ষকদের কাজ। এই প্রকার একাধিক দাবি তুলে রাস্তায় বিক্ষোভ কর্মসূচির ডাক BLO অধিকার রক্ষা কমিটির। তাতে সামিল তৃণমূলপন্থী একাধিক শিক্ষক সংগঠন।

সকাল ১০.৫৮, ২৪শে নভেম্বর : একের পর এক বাধা! এবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো স্মৃতির হবু বর পলাশ মুচ্ছলকেও!

রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। এরপর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় বিয়ে। এ বার স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হয়েছে স্মৃতির হবু বর পলাশ মুচ্ছলকে। তবে গুরুতর অসুস্থ নন তিনি। জানা গিয়েছে, ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File