Breaking News | "হাসিনাকে ফেরানো হোক"- প্রধানমন্ত্রী মোদীকে "আনুষ্ঠানিক চিঠি" ইউনুস সরকারের
Key Highlightsখবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
রাত ১০.১২, ২৩শে নভেম্বর : "হাসিনাকে ফেরানো হোক"- প্রধানমন্ত্রী মোদীকে "আনুষ্ঠানিক চিঠি" ইউনুস সরকারের
বর্তমানে হাসিনা ভারতে রয়েছেন। বাংলাদেশ সরকারের ধারণা কামালও ভারতে আত্মগোপন করে আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন আধিকারিক জানিয়েছে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণের জন্য একটি "আনুষ্ঠানিক চিঠি" পাঠানো হয়েছে। যদিও এ নিয়ে প্রতিক্রিয়া দেয়নি ভারত।
রাত ০৯.৩০, ২৩শে নভেম্বর : ভারতের অধীনে আসতে পারে পাকিস্তানের সিন্ধু প্রদেশ!- ইঙ্গিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের
দিল্লির একটি অনুষ্ঠান থেকে পাকিস্তানের মানচিত্র বদলের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘সিন্ধু প্রদেশ আজ ভারতের সঙ্গে নাও থাকতে পারে। তবে সীমান্ত পরিবর্তন হতে পারে এবং এই অঞ্চলটি ভারতের অধীনে আসতে পারে।’
সন্ধ্যা ০৮.০০ , ২৩শে নভেম্বর : ‘রোজগার দাও, ন্যায় দাও’, প্রয়াগরাজে পৌছল আপের পদযাত্রী
পদযাত্রা নিয়ে প্রয়াগরাজে পৌছলেন আপ কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, রোজগার দাও, ন্যায় দাও। বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন তাঁরা।
সন্ধ্যা ০৭.২১, ২৩শে নভেম্বর : আচমকাই হৃদরোগে আক্রান্ত স্মৃতির বাবা, বিয়ের মণ্ডপ ছেড়ে হাসপাতালে দৌড়লেন স্মৃতি-পলাশ
স্মৃতির ম্যানেজার জানিয়েছে, ‘আজ সকালে ব্রেকফাস্ট করার সময় স্মৃতির বাবা শ্রী শ্রীনিবাস মান্ধানা অসুস্থ বোধ করছিলেন। সেই সময় আমরা ভেবেছিলাম, এটা হয়তো সাধারণ কিছু। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাই আমরা ঠিক করি কোনওরকম ঝুঁকি নেওয়া চলবে না। এরপরই অ্যাম্বুলেন্স ডেকে এনে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে বিয়ে।
সন্ধ্যা ০৬.২৬, ২৩শে নভেম্বর : দিল্লি থেকে ২৬২ কোটি টাকার মাদক উদ্ধার, জানালেন শাহ
কয়েক মাস আগেই মাদক পাচার চক্র ধ্বংসের শপথ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পর থেকেই শুরু হয়েছে লাগাতার অভিযান। এ বার দিল্লি থেকে ২৬২ কোটি টাকার নিষিদ্ধ মাদক মেথঅ্যামফেটামিন উদ্ধার করল পুলিশ। X হ্যান্ডলে পোস্ট করে অমিত শাহ লেখেন, ‘৩২৮ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। মাদকমুক্ত ভারতের পথে একটা বড় সাফল্য।’
সকাল ১০.৩০, ২৩শে নভেম্বর : আলমোড়ার স্কুল থেকে উদ্ধার ১৬১টি বিস্ফোরক জিলেটিন স্টিক! ফের নাশকতার ছক?
এই পরিস্থিতিতে এবার উত্তরাখণ্ডের আলমোড়ায় এক সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার হল ১৬১টি জিলেটিন স্টিক। বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার সময় স্কুলের বাচ্চারা ঝোপের পাশে সন্দেহজনক কিছু লক্ষ করে। বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেন প্রিন্সিপাল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড। প্রায় ২০ কেজি ওজনের ১৬১টি জিলেটিন স্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। ফের কি কোনও নাশকতার ছক কষা হচ্ছিল? উঠছে প্রশ্ন।
সকাল ০৯.৩০, ২৩শে নভেম্বর : শিয়ালদহ উড়ালপুলের মেরামতি হবে, বসানো হবে স্টিল প্লেট, দোকানগুলো সরবে কোথায়?
বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রাচী সিনেমা থেকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ পর্যন্ত প্রতিটি স্তম্ভকে মাটির তলা থেকে উপর পর্যন্ত কার্বন ফাইবার বা স্টিল প্লেট দিয়ে মোড়া হবে। কাজ শুরু হলে প্রথম দফায় অন্তত ৫০ থেকে ৬০টি স্টল অন্যত্র সরাতে হব, জানিয়েছে পৌরসভা।








