Breaking News | চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দনে চলবে ‘অরণ্যের দিনরাত্রি’, আর কী কী রয়েছে লিস্টে?

Friday, November 7 2025, 5:45 pm
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


রাত ১১.০০, ৭ই নভেম্বর: SSC-র ফল প্রকাশের পরেই ওয়েবসাইট বিভ্রাট

SSC-র ফল প্রকাশের পরেই বিভ্রাট ওয়েবসাইটে। পরীক্ষার্থীদের একাংশের দাবি, রেজ়াল্ট দেখার জন্য খোলাই যাচ্ছে না ওয়েবসাইট। সব মিলিয়ে ২ লক্ষের মতো পরীক্ষার্থী ছিলেন।

রাত ১০.৩০, ৭ই নভেম্বর: বিষাক্ত দিল্লির বাতাস, রাজধানীতে সরকারি কর্মীদের অফিস টাইম বদল রেখা গুপ্তা সরকারের

Trending Updates

সরকারি দপ্তরের কর্মীদের জন্যে বড়ো সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সূত্রের খবর, ১৫ই নভেম্বর থেকে দপ্তরগুলিতে Staggered hours চালু করা হবে। সরকারি দপ্তরের কর্মীদের কাজের শিফট ভাগ করে দেওয়া হবে। একই শিফটে কাজ করার বদলে নিজের জন্যে বরাদ্দ করা শিফটে কাজ করবেন কর্মীরা।

রাত ১০.১৬, ৭ই নভেম্বর: চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দনে চলবে ‘অরণ্যের দিনরাত্রি’, আর কী কী রয়েছে লিস্টে?

চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শনিবার সকাল ৯টায় নন্দন ১ এ থাকছে বিদেশি ছবি ‘দ্য ওয়াইল্ড বাঞ্চ’, দুপুর ২টোয় দেখতে পারেন মরক্কোর সিনেমা ‘আফ্রিকা ব্লাঙ্কা’, সন্ধে সাতটায় সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’। নন্দন ২তে সকাল ১১টায় থাকছে রাজ খোসলার ‘বোম্বাই কা বাবু’, দুপুর দেড়টায় আঞ্চলিক ভাষার সিনেমা ‘কাংবো আলোতি’, সন্ধে ৬.৩০টায় ‘দেজা ভ্যু’র স্পেশাল স্ক্রিনিং।

রাত ০৯.০০, ৭ই নভেম্বর: সপ্তাহান্তে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! কোন পথে চলবে যানবাহন?

রক্ষণাবেক্ষনের কাজের জন্যে আগামী রবিবার সকাল থেকে সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। শুক্রবার হাওড়া সিটি পুলিশ জানিয়ে, রবিবার ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সেতুতে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে। কতৃপক্ষ জানিয়েছে, ওই দিন দ্বিতীয় হুগলি সেতুর বদলে নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।

সন্ধ্যা ০৮.৪৮, ৭ই নভেম্বর: সপ্তাহান্তে ১১টি ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে! দেখে নিন তালিকা

পূর্ব রেল সূত্রে খবর, ৯ তারিখ হাওড়া ডিভিশনের একাধিক রুটে ১১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের সূচিতেও বদল আনা হয়েছে। এদিন বাতিল থাকছে যে সমস্ত ট্রেন = হাওড়া থেকে: 37055, 37249, 37363, 36823। ব্যান্ডেল থেকে: 37246, 37749। বর্ধমান থেকে: 36834। শেওড়াফুলি থেকে: 37056। আরামবাগ থেকে: 37364, 37396। কাটোয়া থেকে: 37748।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File