Breaking News | লালকেল্লার বিস্ফোরণের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা, মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন শাহ
Key Highlightsখবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
রাত ১০.৫০, ১১ই নভেম্বর: লালকেল্লার বিস্ফোরণের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা, মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন শাহ
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাসভবনে স্বরাষ্ট্রসচিব, আইবি ডিরেক্টর, এনআইএর ডিজি, দিল্লির পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন। বৈঠক শেষে বিস্ফোরণের তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।
রাত ০৯.৫০, ১১ই নভেম্বর: IPL-এর মিনি নিলামের আসর বসবে আবু ধাবিতে! - জানালো ভারতীয় বোর্ড
বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “আইপিএলের মিনি নিলামের জন্য আবু ধাবিকেই ঠিক করা হয়েছে।” উল্লেখ্য, যাতায়াতব্যবস্থার সুবিধা এবং আইপিএলের প্রচার বাড়ানোর লক্ষ্যেই গত দু’বছর বিদেশে নিলামের আয়োজন করা হয়েছে। ১৫ নভেম্বরের আগেই ক্রিকেটারদের লিস্ট পাঠাতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
রাত ০৯.০০, ১১ই নভেম্বর: কৃষ্ণনগরের তরুণী খুনের ৭৮ দিনের মাথায় ৩০০ পাতার চার্জশিট জমা দিলো পুলিশ!
এবার ঘটনার ৭৮ দিনের মাথায় জেলা আদালতে ৩০০ পাতার চার্জশিট জমা দিল পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেশরাজের পাশাপাশি রাঘবেন্দ্র এবং তাঁর মামা কুলদীপকে বিএনএস-এর একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে।
সন্ধ্যা ০৭.৩০, ১১ই নভেম্বর: ফের বিয়ের পিঁড়িতে আফগান ক্রিকেটার রশিদ খান, তারকার দ্বিতীয় স্ত্রীকে চেনেন কি?
সম্প্রতি নিজের বিয়ের কথা স্বীকার করেছেন তারকা। যদিও স্ত্রীর পরিচয় প্রকাশ্যে আনেননি তিনি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেছেন, ‘২ অগস্ট ২০২৫ এ আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করি। আমি এমন এক মহিলাকে বিয়ে করেছি যার থেকে আমি সবসময় ভালোবাসা, শান্তি এবং পার্টনারশিপ আশা করেছিলাম।..এখানে লুকানোর কিছু নেই।’ উল্লেখ্য, গত অক্টোবরেই প্রথম বিয়ে করেছিলেন তিনি।
সকাল ১১.০৫, ১১ই নভেম্বর: সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে ‘দ্য স্ট্রেইট অফ জিব্রাল্টার’ পারের খেতাব জয় কালনার বঙ্গকন্যা সায়নী দাসের
বিশ্বে সর্বকনিষ্ঠ ও দ্রুততম মহিলা সাঁতারু হিসাবে ওয়েটস্যুট (চ্যানেলের জলে সাঁতারুদের শরীর গরম রাখে এমন পোশাক) ছাড়া নর্থ চ্যানেল জয় করলেন তিনি। দু-দিন আগেই স্ট্রেইট অফ জিব্রাল্টার সুইমিং অ্যাসোসিয়েশন জানিয়েছেন, এই সেশনে মাত্র ৩ ঘন্টা ৫১ মিনিটে ১৫.২ কিমি ভয়াল ভয়ঙ্কর জিব্রাল্টার জয় করেছেন সায়নী।
সকাল ১০.২৮, ১১ই নভেম্বর: "ভুয়ো খবর ছড়ানো হচ্ছে"- ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়াতেই বিরক্ত কন্যা এষা দেওল
নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এষা লিখলেন, ‘ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকলকে অনুরোধ করছি আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য। বাবার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’
সকাল ১০.০০, ১১ই নভেম্বর: ভুল করলেই ১০০ বার লিখতে হবে ‘রাম-রাম’! পড়ুয়াদের নিদান দিলো অযোধ্যা মেডিক্যাল কলেজ
রোগীর যত্নে ত্রুটি-বিচ্যুতি হলেই অন্তত একশ বার ‘রাম’ নাম লিখতে হবে ডাক্তারদের। এমনই নিদান দিলেন অযোধ্যা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কতৃপক্ষ জানিয়েছেন, ‘রোগীদের যত্নে অবহেলা, মেডিক্যাল ওয়ার্ডে রোগীদের প্রতি দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং সময়মতো কর্তব্যে উপস্থিত না হওয়ার ক্ষেত্রে, কলেজের পড়ুয়ারা ঘটনাস্থলেই ‘রাম-রাম’ লেখার শাস্তি পাবেন।’
সকাল ০৭.৫৫, ১১ই নভেম্বর: দিল্লি বিস্ফোরণে কাশ্মীর যোগ! অভিযুক্ত গাড়ির মালিক পুলওয়ামার তারেক!
পুলিশ সূত্রে খবর, গাড়িটি মহম্মদ সলমন নামে এক ব্যক্তির নামে রেজিস্টার করা রয়েছে। জিজ্ঞাসাবাদ পর্বে সলমন জানান দেড় বছর আগে এই গাড়িটি দক্ষিণ দিল্লির ওখলার বাসিন্দা দেবেন্দ্রকে বিক্রি করেছেন তিনি। দেবেন্দ্রর কাছ থেকে গাড়িটি কীভাবে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা তারেকের কাছে পৌঁছলো তা নিয়ে ঘনাচ্ছে সন্দেহ।
সকাল ০৭.২০, ১১ই নভেম্বর: বঙ্গে শীতের কামড়, একনজরে মহানগরের আজকের আবহাওয়া আপডেট
সাতসকালে কুয়াশায় মুড়ছে রাজপথ। আজ, ১১ই নভেম্বর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। তবে সূর্যের দেখা মিলবে। আজ ১১ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে।








