Breaking News | কুম্ভমেলা থেকে শিক্ষা, তারকেশ্বরের শ্রাবনী মেলায় তৎপর প্রশাসন!

Saturday, May 24 2025, 5:57 pm
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


রাত ১১.১২, ২৪শে মে : কুম্ভমেলা থেকে শিক্ষা, তারকেশ্বরের শ্রাবনী মেলায় তৎপর প্রশাসন!

হাতে মাত্র দু’মাস। তারপরই তারকেশ্বরে আয়োজিত হতে চলেছে শ্রাবণী মেলা। আসন্ন এই মেলায় যাত্রী সুরক্ষার পাশাপাশি যাতে দুর্ঘটনা এড়াতে কী কী ব্যবস্থাপনা নেওয়া যায় তা নিয়ে শনিবার সিঙ্গুরে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়েছে।

রাত ১০.২১, ২৪শে মে : বিক্ষোভের মুখে পাক-রাষ্ট্রপতির মেয়ে, কনভয়ে হামলা, পালিয়ে বাঁচলেন আসিফা ভুট্টো

Trending Updates

সিন্ধ প্রদেশের অন্তর্গত নবাবশাহ থেকে সাংসদে নির্বাচিত হয়েছেন পাক রাষ্ট্রপতি আসিফ আলি জ়ারদারির সাংসদ কন্যা আসিফা ভুট্টো জ়ারদারি। এর পর পরই জনরোষের কবলে পড়েছেন তিনি। লাঠি ও পাথর নিয়ে তাঁর কনভয়ে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা।

রাত ৯.৫০, ২৪শে মে : BSNL-এর আওতায় আসছে Vodafone-Idea? চলছে জোর জল্পনা

ভোডাফোন আইডিয়ার ৩৬ হাজার ৯৫০ কোটি টাকা ঋণকে অংশীদারিত্বে পরিণত করেছে কেন্দ্র। ফলে তাঁদের অংশীদারিত্ব দাঁড়িয়েছে ৪৯%। এই পরিস্থিতিতে ভোডাফোনের মালিকানা আসতে পারে কেন্দ্রের হাতে।

রাত ৯.২৪, ২৪শে মে : জাহাজ থেকে আরব সাগরে পড়েছে মালবাহী কন্টেইনার, ক্ষতিকর তরল ছড়িয়ে পড়ার আশঙ্কা

উপকূল রক্ষী বাহিনী সূত্রে খবর, কেরালার সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে একটি মালবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। বেশ কিছু কন্টেইনার সমুদ্রে পড়ে গিয়েছে। সূত্রের খবর, ওই কন্টেইনারগুলিতে মেরিন গ্যাস অয়েল এবং ভেরি লো সালফার ফুয়েল অয়েল ভর্তি ছিল। এই তেল সমুদ্রের জলে মিশলে বড়সড় পরিবেশগত ঝুঁকির আশঙ্কা রয়েছে।

সন্ধ্যা ৮.৫৪, ২৪শে মে : দেশে ফের করোনার ভ্রূকুটি, বুঝবেন কীভাবে? মানবেন কোন কোন নিয়ম?

রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং JN.1 এর সাবভ্যারিয়েন্ট LF.7 এবং NB.1.8এর দাপটের কারণেই ফের বাড়ছে সংক্রমণ। সংক্রমণের উপসর্গগুলি হলো : জ্বর, সর্দি, গলা জ্বালা, মাথা যন্ত্রণা, অতিরিক্ত ক্লান্তি, গাঁটে গাঁটে ব্যথা, পেশিতে ব্যথা, গ্যাস, অম্বলের সমস্যা।

সন্ধ্যা ৮.২৮, ২৪শে মে : 'টিম ইন্ডিয়া'র মতো একজোটে কেন্দ্র এবং রাজ্য কাজ করলে সব লক্ষ্যপূরণ সম্ভব, বললেন প্রধানমন্ত্রী

নীতি আয়োগের এক্স হ্যান্ডেল বলছে বৈঠকের শেষে মোদী বলেছেন “আমাদের উন্নয়নের গতি বাড়াতে হবে। যদি কেন্দ্র এবং সমস্ত রাজ্য একজোট হয় এবং টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে কাজ করে, তাহলে কোনও লক্ষ্য পূরণই অসম্ভব নয়।”

সন্ধ্যা ৮.০৯, ২৪শে মে : গুপ্তচর বৃত্তি গোচরে আসতেই কড়া ডিজিসিএ, বিমানে উঠলেই মানতে হবে নয়া নিয়ম !

এবার থেকে সীমান্তবর্তী এলাকার কাছাকাছি সেনার বিমানঘাঁটি থেকে দশ হাজার কিলোমিটার উপরে না ওঠা অবধি বিমানের সব জানলা বন্ধ রাখতে হবে। তবে ছাড় পাওয়া যাবে ইমার্জেন্সি উইন্ডোর ক্ষেত্রে।

সন্ধ্যা ৭.৫২, ২৪শে মে : ইলন মাস্কের X-এ হঠাৎ বিপত্তি, শনিবার সন্ধ্যায় ভোগান্তিতে একাধিক ইউজার

সন্ধ্যা ৬টা নাগাদ ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ব্যবহার করতে গিয়ে ভোগান্তি পোহাতে হলো ইউজারদের। এদিন নতুন পোস্ট রিলোড করতে গেলেই ‘কিছু সমস্যা রয়েছে, আবার রিলোডের চেষ্টা করুন’ এই মেসেজ দেখানো হচ্ছিলো ব্যবহারকারীদের।

দুপুর ৩.৩৬, ২৪শে মে : ফের কলকাতায় করোনা আক্রান্তের হদিশ!

কলকাতায় করোনা পজিটিভ ২জন! আলিপুরে একটি বেসরকারি নার্সিংহোম ও কাঁকুরগাছির একটি নার্সিংহোমে মিলল করোনা আক্রান্তের খোঁজ!

দুপুর ৩.১০, ২৪শে মে : টাকার বিনিময়ে পাকিস্তানকে BSF-নৌবাহিনীর তথ্য পাচারের অভিযোগ গুজরাটে র স্বাস্থ্য কর্মী বিরুদ্ধে!

গুজরাট এটিএস-এর হাতে ধরা পড়লেন সন্দেহভাজন এক চর। বিএসএফ এবং ভারতীয় নৌবাহিনীর নানা তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে ওই স্বাস্থ্য কর্মী তাঁর বিরুদ্ধে। ধৃত ব্যক্তির নাম সহদেব সিং গোহিল।

বেলা ১.৪৭, ২৪শে মে : রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা! 

কংগ্রেস সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল ঝাড়খণ্ডের চাইবাসা এমপি এমএলএ আদালত। পাশাপাশি ২৬ জুন রাহুল গান্ধীকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বেলা ১.১০, ২৪শে মে : সোমবার পর্যন্ত ডেডলাইন দিয়ে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা!

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবি জানান।

বেলা ১২.৩০, ২৪শে মে : প্রয়াত বলি অভিনেতা মুকুল দেব!

প্রয়াত 'সন অফ সর্দার' বলি সিনেমা খ্যাত অভিনেতা মুকুল দেব। ২৩ মে হাসপাতালের মৃত্যু হয় ৫৪ বছর বয়সি এই জনপ্রিয় অভিনেতার। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। ভর্তি ছিলেন আইসিইউতে।

সকাল ১১.১৮, ২৪শে মে : দেশে বাড়ছে করোনার প্রকোপ, শুধু কেরলেই আক্রান্ত ২৭৩! সংক্রমণ বৃদ্ধি অন্যান্য রাজ্যেও

শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন রাজ্যে মে মাসে এখন পর্যন্ত ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজধানী দিল্লিতেও বাড়ছে করোনার প্রকোপ। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দিল্লিতে ২৩ জন কোভিডের শিকার হয়েছেন।

সকাল ১০.৫৩, ২৪শে মে : বিদেশি পড়ুয়া ভর্তিতে বাধা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে স্থগিতাদেশ, আইনি পথে জয় হার্ভার্ডের

শুক্রবার বস্টনের ফেডারেল আদালত হার্ভার্ডে বিদেশি পড়ুয়া ভর্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছিল তার উপর স্থগিতাদেশ জারি করল। এর জেরে আপাতত হার্ভার্ডে পড়াশোনার ক্ষেত্রে কোনও বাধা নেই বিদেশী ছাত্রছাত্রীদের।

সকাল ১০.৩০, ২৪শে মে : বঙ্গে আসছে প্রধানমন্ত্রী, হাসিমারা বায়ুসেনার ছাউনির কাছে করবেন জনসভা

অপারেশন সিঁদুরের পরে প্রথমবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৯মে দুপুর ১২টায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। হাসিমারা বায়ুসেনা ছাউনির কাছে, ডোকলামের ঠিক নীচেই জনসভা করতে চলেছেন তিনি। করবেন প্রশাসনিক বৈঠকও।

সকাল ০৯.০৯, ২৪শে মে : পোল্যান্ডে ছন্দপতন, ৮৪.১৪ মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান দখল করলেন নীরজ

পোল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে জানুস কসজিনস্কি মেমোরিয়াল প্রতিযোগিতা। শুক্রবার এই প্রতিযোগিতায় ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ৮৪.১৪ মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

সকাল ০৮.৩৫, ২৪শে মে : জার্মানির রেলস্টেশনে অজ্ঞাত আততায়ীর হামলা, ছুরিকাঘাতে আহত ১৮ জন, আশঙ্কাজনক ৩

জার্মানিতে অজ্ঞাত আততায়ীর হামলায় আহত হলো একাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে জাৰ্মানির হ্যামবুর্গ রেলস্টেশনে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার সন্ধে ৬টার পরে ভিড় রেলস্টেশনে আচমকাই এক ব্যক্তি এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে। ছুরিকাঘাতে আহত হন ১৮জন যাত্রী।

সকাল ০৭.৫৫, ২৪শে মে : তীব্র গরমে হাসফাঁস করছে মহানগর, একনজরে দেখে নিন কলকাতার আজকের তাপমাত্রা

আজ, ২৪শে মে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। ৯ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে শহর কলকাতায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File