Breaking News | মহিলা কর্মীদের জন্য চালু সবেতন ‘মেনস্ট্রুয়েশন লিভ’, প্রস্তাব পাশ কর্নাটক মন্ত্রিসভায়

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
রাত ১০.০০, ৯ই অক্টোবর: গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের! কত শূন্যপদ, কীভাবে আবেদন করবেন, জানুন বিস্তারিত
বৃহস্পতিবার কমিশন জানিয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য ৩ নভেম্বর থেকে আবেদন করা যাবে। ৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। গ্রুপ সি পদের জন্য শূন্যপদ রয়েছে ২৯৮৯ টি, গ্রুপ ডি পদে নিয়োগের জন্য শূন্যপদ রয়েছে ৫৪৮৮টি। দুটি পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ৪০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা।
রাত ০৮.৫০, ৯ই অক্টোবর: মহিলা কর্মীদের জন্য চালু সবেতন ‘মেনস্ট্রুয়েশন লিভ’, প্রস্তাব পাশ কর্নাটক মন্ত্রিসভায়
বৃহস্পতিবার কর্নাটকের মন্ত্রিসভায় পাশ হয়েছে মেন্সট্রুয়াল লিভ পলিসি, ২০২৫। এই পলিসিতে এ বার থেকে মাসে একদিন করে ‘পিরিয়ড’এর জন্য সবেতন ছুটি নিতে পারবেন কর্নাটকের চাকুরিজীবী মহিলারা। এই নিয়ম প্রযোজ্য হবে কর্নাটকের সকল সরকারি, বেসরকারি দপ্তর, বহুজাতিক সংস্থা, তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের জন্যে।
রাত ০৮.১৫, ৯ই অক্টোবর: চলতি বছরে সাহিত্যে নোবেল পাচ্ছেন হাঙ্গেরীয় লেখক লাজ়লো ক্রাজ়নাহোরকাই
বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি ঘোষণা করেছেন ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন হাঙ্গেরীয় লেখক লাজ়লো ক্রাজ়নাহোরকাই। নোবেল কমিটি তাঁর লেখা ‘হার্শট ০৭৭৬৯’ উপন্যাসের কথা আলাদা ভাবে উল্লেখ করে বলেছে উপন্যাসটিতে হাঙ্গেরির সামাজিক অস্থিরতা নির্ভুল ভাবে ধরা পড়েছে।
দুপুর ০১.৪০, ৯ই অক্টোবর: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট, শোরগোল
উত্তরপ্রদেশের ফরিদাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট। স্বস্তির বিষয়, সুরক্ষিত রয়েছেন যাত্রীরা। পাইলটও সুরক্ষিত রয়েছেন।
বেলা ১২.৩০, ৯ই অক্টোবর: গাজ়া শান্তি চুক্তিতে ট্রাম্পের ভূমিকাকে স্বাগত প্রধানমন্ত্রী মোদীর, প্রশংসা নেতানিয়াহুরও
বৃহস্পতিবার সকালে এই কৃতিত্বের জন্য ট্রাম্পকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন এক্স হ্যান্ডলে মোদী লেখেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি চুক্তির প্রথম পর্যায়কে স্বাগত জানাই। এটি নেতানিয়াহুরও দৃঢ় নেতৃত্বের প্রতিফলন।’
বেলা ১২.০০, ৯ই অক্টোবর: সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় আরো ২ জনকে গ্রেপ্তার পুলিশের, ধৃতের সংখ্যা বেড়ে ৪
বিজেপির তরফে আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। বুধবার এ ঘটনায় ২ জনকে (গোবিন্দ শর্মা এবং একরামুল হক ) গ্রেপ্তার করেছিল পুলিশ। রাতে বিশেষ অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুজনের নাম শাহানূর আলম এবং তোফায়েন হোসেন। এ ঘটনায় ধৃতদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪।
সকাল ১১.৪৪, ৯ই অক্টোবর: পদপিষ্টের ঘটনার জের, বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি! সুপারস্টার বিজয়ের বাড়ি তল্লাশিতে পুলিশ
এদিন পুলিশের ১০০ নম্বরে ফোন করে বলা হয়, ভবিষ্যতে আর কোনও দিন যদি বিজয় জনসভা করেন, তা হলে তাঁর বাড়ি বোমা মেরে ওড়ানো হবে। এই হুমকি ফোন পাওয়ার পরেই বিজয়ের বাড়ি তল্লাশি শুরু করে পুলিশের একটি বড়ো বাহিনী। পুলিশ জানিয়েছে, কন্যাকুমারী থেকে হুমকি ফোন এসেছিল।
সকাল ১১.০০, ৯ই অক্টোবর: গায়কের মৃত্যুতে খুড়তুতো ভাই সন্দীপনকে গ্রেপ্তার পুলিশের! পুলিশকর্তা দেওরের গ্রেপ্তারিতে অবাক গরিমা
গায়কের খুড়তুতো ভাই সন্দীপন গর্গকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিঙ্গাপুর সফরে দাদার সঙ্গে এক ইয়টে ছিলেন সন্দীপন। জ়ুবিন যখন সাঁতার কাটছিলেন, একেবারে সামনেই ছিলেন তিনি। ভিডিয়ো করছিলেন। গ্রেপ্তারির পর তাঁকে অসম পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (DSP Law and Order) পদ থেকে সাসপেন্ড করা হয়েছে।
সকাল ১০.৫০, ৯ই অক্টোবর: অবশেষে পুলিশের নাগালে ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থার মালিক এস
কেন্দ্রের অধীনস্থ দ্য ডিরেক্টরেট জেনালের অফ হেলথ সার্ভিস স্পষ্ট জানিয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যথাযথভাবে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে। শিশু মৃত্যুর ঘটনায় পর থেকেই শ্রীসান ফার্মাসিউটিকালের মালিককে খুঁজছিল পুলিশ। নগদ ২০ হাজার টাকা পুরষ্কারও ঘোষণা করা হয়। বুধবার বিশেষ অভিযানে চেন্নাই থেকে এস রঙ্গনাথনকে গ্রেপ্তার করা হয়।
সকাল ০৯.০০, ৯ই অক্টোবর: বিএমডব্লিউ-এর সঙ্গে প্রতিযোগিতা, দুর্ঘটনার কবলে পোর্সে গাড়ি
ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বিএমডব্লিউ-এর সঙ্গে প্রতিযোগিতা পোর্সে গাড়ির। এর পরেই ঘটে বিপত্তি। দুর্ঘটনাগ্রস্ত হয় পোর্সে গাড়িটি। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ২টোয় মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেক্স হাইওয়ের কাছে যোগেশ্বরীতে। জানা গিয়েছে, গুরুতর আহত পোর্সের চালক।