Breaking News | কলকাতাবাসীদের জন্যে সুখবর, জোকা-মাঝেরহাট লাইনে বাড়লো ২২টি মেট্রো!

Friday, May 2 2025, 4:13 pm
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


রাত ০৯.৩২ : ২রা মে | কলকাতাবাসীদের জন্যে সুখবর, জোকা-মাঝেরহাট লাইনে বাড়লো ২২টি মেট্রো!

একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রো রেল কতৃপক্ষ জানিয়েছে, এবার থেকে জোকা টু মাঝেরহাট রুটে মোট ৪০টি মেট্রো চালানো হবে। এবার থেকে পার্পল লাইনে ২২মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।

Trending Updates

সন্ধ্যা ০৮.৩৬ : ২রা মে | মেরামতের জন্যে বন্ধ হচ্ছে সেভক-রংপো দশ নম্বর জাতীয় সড়ক।

‘ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন’ সূত্রে খবর, ৯ থেকে ১১ মে এবং ১৩ থেকে ১৫ মে পর্যন্ত সকাল ৫টা থেকে সকাল ৭টা, সকাল ৮টা থেকে সকাল ১০টা, সকাল ১১টা থেকে দুপুর ১টা, বিকেল ২টো থেকে বিকেল ৪টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা অবধি বন্ধ থাকবে রাস্তা।

সন্ধ্যা ৭.১৪ : ২রা মে | ৭.৫ রিখটার স্কেলের ভূমিকম্পে কাঁপলো আর্জেন্টিনা, সুনামির সতর্কতা চিলিতে

ভয়াবহ ভূমিকম্প আর্জেন্টিনায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই শক্তিশালী ভূমিকম্পের ফলে দক্ষিণ আমেরিকার আরও এক দেশ চিলিতে বড় মাপের সুনামি তরঙ্গ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দুপুর ৩.১০ : ২রা মে | সল্টলেক সেক্টর ফাইভে আগুন! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ!

শুক্রবার দুপুরে সল্টলেকের সেক্টর ফাইভের ফিলিপ্স মোড়ের কাছে একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

বেলা ১.৩২ : ২রা মে | বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার বেড়ে ৩!

বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হলো আরও একজন। এর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম‍্যানেজার গৌরব কপূরকে গ্রেফতার করা হয়েছে। ফলে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৩। বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গিয়েছে ১৪ জন নিরীহ মানুষের।

সকাল ১০.৪৪: ২রা মে | মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন স্কুলের আদৃত সরকার! প্রাপ্ত নম্বর ৬৯৬!

প্রকাশ হলো মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। প্রথমস্থান পেয়েছে রায়গঞ্জ করোনেশন স্কুলের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয়স্থানে রয়েছে অনুভব বিশ্বাস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদহ), প্রাপ্ত নম্বর ৬৯৪ এবং সৌম‍্য পাল। বিষ্ণুপুর হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় স্থানে রয়েছে ইশানী চক্রবর্তী। কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়, প্রাপ্ত নম্বর ৬৯৩। চতুর্থ স্থান হয়েছে মহম্মদ সেলিম। পূর্ব বর্ধমান হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৯২ এবং সুপ্রতীক মান্না। পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইন্সটিটিউশন। প্রাপ্ত নম্বর ৬৯২।

সকাল ১০.৩৪: ২রা মে | ঝড় বৃষ্টির তোড়ে বিপর্যস্ত দিল্লি, জারি করা হলো রেড অ্যালার্ট !

বৃহস্পতিবার রাত থেকে দিল্লি এবং তৎসংলগ্ন এলাকা ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে রয়েছে। শুক্রবার দিল্লি এবং আশেপাশের এলাকায় তীব্র বজ্রপাত এবং ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর জেরে রাজধানীতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

সকাল ০৯.১০: ২রা মে | প্রকাশিত মাধ্যমিকের ফল, প্রথম দশে ৬৬ পড়ুয়া!

পাশের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয়ে কালিম্পং, তৃতীয়ে কলকাতা। চতুর্থ পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৮৬.৫৬ শতাংশ।

সকাল ০৯.০৮: ২রা মে | জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরলেন মাইক ওয়াল্টজ়, সৌজন্যে প্রেসিডেন্ট ট্রাম্প!

নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরানো হলো মাইক ওয়াল্টজ়কে। ওই পদে বসতে চলেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। উল্লেখ্য, মাইক ওয়াল্টজ় এর বিরুদ্ধে ইয়েমেনে হাউতিদের বিরুদ্ধে হামলা শুরুর আগে সামরিক পরিকল্পনার কথা ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছিল।

সকাল ০৯.০০: ২রা মে | মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট দেখবেন কীভাবে? জেনে নিন

রেজাল্ট দেখার জন্যে প্রথমে WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in কিংবা wbbse.org তে ঢুকতে হবে। তারপর নির্দিষ্ট ঘরে রোল নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে submit করলেই নিজের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল ৯:৪৫ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট চেক করতে পারবেন ছাত্রছাত্রীরা।

সকাল ০৮.৪৪: ২রা মে | ফের KIIT-তে নেপালি ছাত্রীর মৃত্যু! খুন না আত্মহত্যা? ঘনাচ্ছে রহস্য

ফের KIITতে এক নেপালি ছাত্রীর রহস্যমৃত্যু। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছে প্রিশা শাহ নামে ২০ বছরের এক নেপালি ছাত্রীর দেহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File