Breaking News | একাদশ ও দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ কমিশনের, উত্তীর্ণদের সঙ্গে নাম রয়েছে অনুত্তীর্ণদেরও!

Wednesday, January 21 2026, 5:31 pm
Breaking News | একাদশ ও দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ কমিশনের, উত্তীর্ণদের সঙ্গে নাম রয়েছে অনুত্তীর্ণদেরও!
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


রাত ১০.৪৫, ২১শে জানুয়ারি: ভোটের আগে ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য অতিরিক্ত পদের ঘোষণা নবান্নের!

ভোটার আগেই ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারের অফিসারদের জন‌্য একগুচ্ছ উচ্চপদ তৈরি করল রাজ‌্য সরকার। মঙ্গলবার নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের যুগ্ম সচিব এবং বিশেষ সচিব স্তরে মোট ১৪০টি নতুন পদ তৈরি হবে। যার জেরে এবার বিশেষ সচিব পদে আসন বাড়ল বাড়তি ৪০টি। অন্যদিকে, যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি পদে জুড়ে গেল অতিরিক্ত ১০০টি পদ।

রাত ১০.০৮, ২১শে জানুয়ারি: যুবভারতী বিতর্কের জের, মেসি অল স্টার ম্যাচ খেলানোর অপরাধে ৪ রেফারিকে শাস্তি দিল IFA

বোর্ড সূত্রে খবর, ওইদিন যুবভারতীতে আয়োজিত ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রোহন দাশগুপ্ত, দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্কর। অভিযোগ, ওই ম্যাচ খেলানোর জন্য তাঁরা রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা এবং রেফারি সংস্থার (CRA) কাছ থেকে কোনও অনুমতি নেননি। ১ বছরের জন্য নির্বাসনে পাঠানো হচ্ছে রেফারি রোহন দাশগুপ্তকে। তিন সহকারী রেফারিকে ৬ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে।

রাত ০৯.০০, ২১শে জানুয়ারি: একাদশ ও দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ কমিশনের, উত্তীর্ণদের সঙ্গে নাম রয়েছে অনুত্তীর্ণদেরও!

বুধবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের তরফে একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় উত্তীর্ণ এবং অনুত্তীর্ণদের নিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সব প্রার্থীই জানতে পারবেন তিনি উত্তীর্ণ হয়েছেন নাকি অনুত্তীর্ণ। প্রথামতো প্রকাশ করা হয়েছে ওয়েটিং লিস্টের তালিকাও।

সন্ধ্যা ০৮.৩০, ২১শে জানুয়ারি: ইঞ্জিন বিকল, প্রয়াগরাজে দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার বিমান! কোনোমতে প্রাণে বাঁচলেন চালক

এদিন বেলার দিকে প্রয়াগরাজের রামবাগ এলাকায় পাখিদের গতিবিধি দেখার জন্য ভারতীয় বিমানবাহিনীর বারমৌলি স্টেশন থেকে রওনা হয়েছিল এই বিমানটি। সাড়ে ১২টা নাগাদ আচমকা ইঞ্জিন বিকল হয়ে যায়। দ্রুতগতিতে নীচের দিকে নামতে থাকে বিমানটি। এই বিমানটি চালাচ্ছিলেন গ্রুপ ক্যাপ্টেন প্রবীণ আগারওয়াল এবং গ্রুপ ক্যাপ্টেন সুনীল কুমার পান্ডে। দুর্ঘটনার অভিঘাত বুঝতে পেরে দুই পাইলটই প্যারাশুটে করে নিরাপদে নেমে আসেন বলে জানা গিয়েছে।

বেলা ১২.১৫, ২১শে জানুয়ারি: NASA থেকে অবসর! মহাশুন্যকে বিদায় ‘মহাকাশ কন্যা’ সুনীতার

মহাকাশ গবেষণায় উজ্জ্বল ২৭ বছর কাটানোর পর NASA থেকে অবসর নিলেন মহাকাশ কন্যা। মঙ্গলবার আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্রকে বিদায় জানিয়েছেন তিনি। NASAর ইতিহাসে অন্যতম সফল নভোচর হলেন সুনীতা। নিজের মহাকাশ কেরিয়ারের ৬০৮ দিন কাটিয়েছেন মহাকাশে। মোট তিন বার মহাশূন্যে পাড়ি দিয়েছেন তিনি। গড়েছেন ২৯ ঘণ্টা ১৭ মিনিটের চারটি স্পেসওয়াক করে তৎকালীন বিশ্বরেকর্ড। বয়স ৬০ এর কোঠায় পৌঁছতেই অবসর নিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File