Breaking News | কৃষ্ণনগরে মহিলা BLO-র অস্বাভাবিক মৃত্যু, সুইসাইড নোটে ফাঁস রহস্য!
Key Highlightsখবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
সকাল ১১.৪৫, ২২শে নভেম্বর : কৃষ্ণনগরে মহিলা BLO-র অস্বাভাবিক মৃত্যু, সুইসাইড নোটে ফাঁস রহস্য!
শনিবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তিনি সুইসাইড নোটে লিখে রেখে গেছেন, “আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না। খুবই সাধারণ মানুষ। কিন্তু এই অমানুষিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি একজন পার্শ্বশিক্ষিকা। বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম। কিন্তু, এরা আমাকে ছাড় দিল না।”
সকাল ০৯.০০, ২২শে নভেম্বর : নীতীশ মুখ্যমন্ত্রী হলেও, মন্ত্রিসভায় দাপট BJP-র! স্বরাষ্ট্রদপ্তর হাতছাড়া JDU-র
বিজেপির সম্রাট চৌধুরী পেলেন উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রদপ্তর। বিজয়কুমার সিনহা: রাজস্ব, ভূমি সংস্কার এবং খনন দপ্তর। মঙ্গল পান্ডে: স্বাস্থ্য ও আইন দপ্তর। দিলীপ জয়ওসয়ালকে: শিল্প দপ্তর। নীতীন নবীন: সড়ক উন্নয়ন দপ্তর। রামকৃপাল যাদব: কৃষি দপ্তর। জেডিইউর বিজয় চৌধুরী পেয়েছেন জলসম্পদ দপ্তর, শ্রাবণ কুমার গ্রামীণ উন্নয়ন, বিজেন্দ্র যাদব অর্থ, বাণিজ্য ও জ্বলানি দপ্তর এবং সুনীল কুমারকে দেওয়া হয়েছে শিক্ষাদপ্তর।
সকাল ০৭.৩০, ২২শে নভেম্বর : মহানগরে দ্রুত পারদপতন, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
আজ, ২২শে নভেম্বর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সূর্যের দেখা মিলবে। আজ ১১ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে। বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর।








