Breaking News | এয়ার ইন্ডিয়ার এয়ারহস্টেসদের গেস্ট হাউজ়ে অবাধ লুটপাট চালালো ডাকাতরা, চাঞ্চল্য গুরগাঁওয়ে

Friday, October 17 2025, 5:54 pm
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


রাত ১০.০০, ১৭ই অক্টোবর: ফের আফগানিস্তানে হামলা পাকিস্তানের

আফগানিস্তানে ফের আকাশপথে হামলা চালাল পাকিস্তান। এই হামলার প্রেক্ষিতে ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ করল তালিবান।

রাত ০৯.০৩, ১৭ই অক্টোবর: এয়ার ইন্ডিয়ার এয়ারহস্টেসদের গেস্ট হাউজ়ে অবাধ লুটপাট চালালো ডাকাতরা, চাঞ্চল্য গুরগাঁওয়ে

প্রশিক্ষণ চলাকালীন এয়ারহস্টেসদের কোথায় রাখা হবে, সেই সংক্রান্ত সুনির্দিষ্ট নীতি রয়েছে এয়ার ইন্ডিয়ার। সেই সূত্রেই একটি ব্যাচকে সেক্টর ৪২-এ কোম্পানির নিজস্ব গেস্ট হাউজ়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ আচমকাই হোটেলে ঢুকে পড়ে ডাকাত দল। এয়ারহস্টেসদের এক কোণে দাঁড় করিয়ে লুটপাট শুরু করে ডাকাতেরা। ডাকাতির ঘটনার কথা স্বীকার করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সমস্ত এয়ারহস্টেস সুস্থ আছেন।

রাত ০৮.০০, ১৭ই অক্টোবর: পরিবেশবান্ধব বাজি-তে সায় প্রশাসনের, সময়সীমা বেঁধে দিলো কলকাতা পুলিশ!

পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার কালীপুজো ও দিওয়ালিতে রাত ৮টা থেকে ১০ টার মধ্যে বাজি পোড়াতে যাবে। আগামী ২৮ অক্টোবর ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে।

বিকেল ০৪.০৩, ১৭ই অক্টোবর: বিচার বিভাগীয় হেফাজতে ঘুষ কাণ্ডে ধৃত পাঞ্জাবের DIG

স্ক্র্যাপ ডিলারের কাছ থেকে ৮ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়েছেন পাঞ্জাবের DIG হরচরণ সিং ভুল্লার। শুক্রবার তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলো।

সকাল ১১.৪৮, ১৭ই অক্টোবর: গুজরাটে শপথ নিচ্ছেন ২৬ জন মন্ত্রী

মুখ্যমন্ত্রী ছাড়া গুজরাটের প্রায় সমস্ত মন্ত্রীই ইস্তফা দিয়েছিলেন। তার পরে ঢেলে সাজানো হচ্ছে ক্যাবিনেট। শুক্রবার ২৬ জন মন্ত্রী শপথ নিচ্ছেন গুজরাটে। মন্ত্রী হচ্ছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাভাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File