Asian Games 2023 | সোনার সঙ্গে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র নিশ্চিত করলো হকি টিম! এশিয়ান গেমসে 'সেঞ্চুরি' পদক নিয়ে ইতিহাস গড়লো ভারত!

Tuesday, October 10 2023, 6:26 am
highlightKey Highlights

জাপানকে হারিয়ে এশিয়ান গেমস ২০২৩ এ আরেক সোনা ভারতের। সোনার পদক আনার সঙ্গে এদিন প্যারিস অলিম্পিকের ছাড়পত্র নিশ্চিত করলো পুরুষদের হকি টিম। এশিয়ান গেমস ২০২৩ এ ১০০টি পদক ভারতের ঝুলিতে।


এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ দেশের ২২তম সোনার পদক এনে দিলো পুরুষদের হকি টিম! লিগ পর্বে জাপানকে হারিয়ে সোনা জয়ের পাশাপাশি প্যারিস অলিম্পিকের জন্য ছাড়পত্রও পেলেন মনদীপ সিং, হরমনপ্রীত সিং এবং অমিত রোহিদাসরা। এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর মঞ্চে 'সেঞ্চুরি' পদক হাঁকানোও নিশ্চিত করে ফেলেছে ভারত।

দেশের ২২তম সোনার পদক এনে দিলো পুরুষদের হকি টিম
দেশের ২২তম সোনার পদক এনে দিলো পুরুষদের হকি টিম

প্রথম কোয়ার্টারে দুটি দলই একে অপরকে মেপে নিচ্ছিল। ফলে গোলশূন্য ভাবে শেষ হয় প্রথম কোয়ার্টারের খেলা। প্রথম কোয়ার্টারের একেবারে শেষ দিকে বিপক্ষের জালে বল ঢুকিয়ে দেয় ভারত। কিন্তু সেটার আগেই পেনাল্টি কর্নার জন্য বাঁশি বাজিয়ে দেন রেফারি। এরপর পেনাল্টি কর্নার পাওয়া গেলেও, সেখান থেকে হরমনপ্রীত সিং জোরাল ড্র্যাগ ফ্লিক সেভ করে দেন জাপানের গোলকিপার। সরাসরি ড্র্যাগ ফ্লিক করেননি হরমনপ্রীত। বরং ডানদিকে থাকা মনদীপ সিং-কে পাস দেন। সেখান থেকে অমিত রুইদাসের দিকে বল বাড়ান মনদীপ। অমিত শট নিলেও সেটা গোল পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। গোল পাওয়ার জন্য লাগাতার আক্রমণ করছিল ভারত। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন একা হরমনপ্রীত।

Trending Updates
সোনা জয়ের পাশাপাশি প্যারিস অলিম্পিকের জন্য ছাড়পত্রও পেলো হকি টিম
সোনা জয়ের পাশাপাশি প্যারিস অলিম্পিকের জন্য ছাড়পত্রও পেলো হকি টিম

এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর পুরুষদের হকির মেগা ফাইনালে ভারতের কাছে কোনও বিভাগেই দাঁড়াতে পারল না বিপক্ষ দল জাপান। উল্লেখ্য, এই নিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে পুরুষদের হকিতে চতুর্থ সোনা জিতলো ভারত। এদিন সোনা জয়ের পাশাপাশি প্যারিস অলিম্পিকের জন্য ছাড়পত্রও পেলো হকি টিম। অলিম্পিক্স হকিতে সুযোগ পায় ১২টি দল। সরাসরি খেলার সুযোগ পায় আয়োজক দেশ। তাদের কোনও প্রতিযোগিতায় খেলে যোগ্যতা অর্জন করতে হয় না। বাকি ১১টি দল অলিম্পিক্সের ছাড়পত্র পায় নির্দিষ্ট পদ্ধতিতে। ছ’টি মহাদেশের চ্যাম্পিয়ন দল অলিম্পিক্সে খেলার সুযোগ পায়। বাকি পাঁচটি জায়গার জন্য যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হয়। এই যোগ্যতা অর্জন পর্ব অবশ্য ফুটবলের মতো মহাদেশ ধরে হয় না। অর্থাৎ এশিয়ান গেমসে সোনা পাওয়ায় ভারতের পুরুষ হকি দলকে এবার আর যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে না।

পুরুষদের হকির মেগা ফাইনালে ভারতের কাছে কোনও বিভাগেই দাঁড়াতে পারল না বিপক্ষ দল জাপান
পুরুষদের হকির মেগা ফাইনালে ভারতের কাছে কোনও বিভাগেই দাঁড়াতে পারল না বিপক্ষ দল জাপান

উল্লেখ্য, এশিয়ান গেমসে ইতিহাস গড়লো ভারত। এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ যতদিন এগোচ্ছে ততই ভারতের ঝুলিতে বাড়ছে পদকের সংখ্যা। এবার ১০০টি পদক পাওয়ার নজির গড়ল দেশ। খাতায়কলমে এখনও পর্যন্ত ৯১টি পদক জিতলেও বিভিন্ন বিভাগ মিলিয়ে আরও ন'টি পদক নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। এখন শুধুমাত্র সেইসব পদকের রং নির্ধারিত হবে।

 মহিলাদের ৬২ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে সোনম মালিক ব্রোঞ্জ জয়ের পরই এশিয়ান গেমসে সেঞ্চুরি পদক হাঁকিয়ে ফেলে ভারত
 মহিলাদের ৬২ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে সোনম মালিক ব্রোঞ্জ জয়ের পরই এশিয়ান গেমসে সেঞ্চুরি পদক হাঁকিয়ে ফেলে ভারত

শুক্রবার মহিলাদের ৬২ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে সোনম মালিক (Sonam Malik) ব্রোঞ্জ জয়ের পরই এশিয়ান গেমসে সেঞ্চুরি পদক হাঁকিয়ে ফেলেছে ভারত। এছাড়াও ভারত নিশ্চিত করেছে তিরন্দাজিতে তিনটি পদক, ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি এবং ব্রিজ থেকে একটি করে পদক। তবে কোনটি কোন রং হবে অর্থাৎ কোনটি সোনা, রূপো বা ব্রোঞ্জ হবে তা এখনও নির্ধারিত হয়নি। এবার এশিয়ান গেমসের শুরু থেকেই ভারতের স্লোগান ছিল যে 'ইস বার ১০০ পার' । অর্থাৎ এবারের এশিয়ান গেমসে লক্ষ্য ১০০ এর বেশি পদক। একটা সময় সেটা অধরা থাকবে একটা আশঙ্কা তৈরি হলেও অ্যাথলেটিক্সের দুরন্ত পারফরম্যান্সের কারণে সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। এবার অ্যাথলেটিক্স থেকেই এসেছে ২৯টি পদক। উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারতের খাতায়কলমে মোট পদক সংখ্যা ৯১। যার মধ্যে রয়েছে ২১টি সোনা, ৩৩টি জিতেছে রুপো আর ৩৭টি ব্রোঞ্জ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File