Asian Games 2023 | এশিয়ান গেমসের শুরুতেই জয় ভারতের! ইতিমধ্যেই দেশের ঝুলিতে ৫টি পদক, নিশ্চিত ২টি!

Thursday, September 28 2023, 12:22 pm
highlightKey Highlights

এশিয়ান গেমস ২০২৩ প্রতিযোগিতার প্রথম দিনে ভারতীয় খেলোয়াড়রা এখন পর্যন্ত জিতেছে ৫টি পদক। শুটিংয়ে ভারত জিতেছে প্রথম পদক। রোয়িংয়ে দেশ পেয়েছে ৩টি পদক। এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট-এও নিশ্চিত পদক।


চিনে আনুষ্ঠানিক উদ্বধন হল এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর। যদিও ১৯সে সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছিল ফুটবল, ক্রিকেটট সহ একাধিক ইভেন্ট। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার গোটা বিশ্বকে অবাক করেছে চিন (China)। অন্যদিকে, এশিয়ান গেমস ২০২৩-এর প্রথম দিনেই পদকের খাতা খুলেছে  ভারত (India)। 

চিনে আনুষ্ঠানিক উদ্বধন হল এশিয়ান গেমস ২০২৩ 
চিনে আনুষ্ঠানিক উদ্বধন হল এশিয়ান গেমস ২০২৩ 

এশিয়ান গেমস ২০২৩ ও এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : সোনার পদকের সঙ্গে বিশ্ব রেকর্ড! নজির গড়লেন সিফ্ট কৌর সামরা! এশিয়ান গেমসের পদক তালিকায় পঞ্চমস্থানে ভারত!

Trending Updates

চিনে শুরু হওয়া এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023)এ প্রথম থেকেই জয়ের রাস্তা ধরেছে  ভারত। প্রতিযোগিতার প্রথম দিন, রবিবার ভারতীয় খেলোয়াড়রা চারটি পদক জিতেছে। ইতিমধ্যেই শুটিংয়ে এসেছে প্রথম পদক।  শুটিংয়ে আরও একটি পদক জিতেছে যেখানে রোয়িংয়ে ভারত এখন পর্যন্ত ৩টি পদক পেয়েছে। এক নজরে দেখেনিন, এখনও পর্যন্ত ভারত কী কী পদক পেয়েছে।

প্রথম থেকেই জয়ের রাস্তা ধরেছে  ভারত
প্রথম থেকেই জয়ের রাস্তা ধরেছে ভারত

রোয়িংয়ে । In Rowing : 

রোয়িংয়ে  পুরুষদের লাইটওয়েট বিভাগে, ভারতের অর্জুন লাল জাট  (Arjun Lal Jat) এবং অরবিন্দ সিং (Arvind Singh) ৬:২৮.১৮ সময় নিয়ে এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ সিলভার পদক জিতেছেন। যদিও ইভেন্টের স্বর্ণপদক জেতে চিন। এখানেই শেষ নয়, রোয়িংয়ে আরও দুটি পদক জিতেছে ভারত। ভারতের হয়ে, লেখ রাম (Lekh Ram) এবং বাবু লাল যাদব (Babu Lal Yadav) রোয়িংয়ের পুরুষদের জোড়া ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। এই ভারতীয় জুটি ৬:৫০:৪১ সময় নিয়েছে এবং ব্রোঞ্জ জিতেছে। একই খেলার পুরুষদের আট ইভেন্টে তিনি সিলভার পদকও জিতেছেন। এই ইভেন্টে ভারত চিনের থেকে মাত্র ২.৮৪ সেকেন্ড পিছিয়ে ছিল। ভারত রোয়িংয়ে তৃতীয় পদক পেয়েছিল, যখন ভারতীয় দল পুরুষদের কক্সড ৪ ইভেন্টে ০৫:৪৩:০১ সময়ে রুপো জিতেছিল। এর সঙ্গে রোয়িংয়ে ভারত জিতেছে ৩টি পদক।

  ভারতের অর্জুন লাল জাট  এবং অরবিন্দ পুরুষদের রোয়িংয়ে সিলভার পদক জিতেছেন  
  ভারতের অর্জুন লাল জাট  এবং অরবিন্দ পুরুষদের রোয়িংয়ে সিলভার পদক জিতেছেন  

শুটিংয়ে । In Shooting : 

শ্যুটিংয়ে, ভারত ১৮৮৬ পয়েন্ট নিয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপোর পদক জিতেছে। এই গেমসে এটাই ছিল ভারতের প্রথম পদক। তারকা শ্যুটার মেহুলি ঘোষ (Mehuli Ghosh), আশি চৌকসি (Ashi Choksi) এবং রমিতা (Ramita) এই ত্রয়ী ভারতের হয়ে এই পদক জিতেছেন। রমিতা ৬৩১.৯, মেহুলি ৬৩০.৮ এবং আশি ৬২৩.৩ স্কোর করেছেন। চিন এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছে। এশিয়ান গেমসে ভারতের পঞ্চম পদক জিতেছেন রমিতা জিন্দাল। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন রমিতা জিন্দাল। এই ১৯ বছর বয়সী শুটার ২৩০.১ স্কোর নিয়ে এই পদক জিতেছেন। শেষ শট পর্যন্ত তিনি শীর্ষ-দ্বিতীয় স্থানে ছিলেন, তবে শেষ করেছেন তৃতীয় স্থানে। এই প্রতিযোগিতায় মেহুলি ঘোষ চতুর্থ হয়েছেন।

 ভারত ১৮৮৬ পয়েন্ট নিয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপোর পদক জিতেছে
 ভারত ১৮৮৬ পয়েন্ট নিয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপোর পদক জিতেছে

এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ । Asian Games Cricket 2023 :

এর মাঝে আরও একটি পদক নিশ্চিত করেছে ভারত। এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ (Asian Games Cricket 2023) এ মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে (Bangladesh) ৮ উইকেটে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে স্মৃতি-পূজারা। ফলে একটি পদক নিশ্চিত হয়েছে এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এ। এরপর দল রূপ না সোনা যেতে সেদিকে তাকিয়ে সকলে।

   এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩-এ  বাংলাদেশকে  হারিয়ে পদক নিশ্চিত করেছে ভারত
   এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩-এ  বাংলাদেশকে  হারিয়ে পদক নিশ্চিত করেছে ভারত

ছেলেদের এশিয়া কাপের পুনরাবৃত্তি দেখা গেল এশিয়ান গেমসেও। উল্লেখ্য, রবিবার এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এ শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে পাকিস্তান। ফলে এশিয়ান গেমস ক্রিকেট ২০২৩ (Asian Games Cricket 2023) ফাইনালে খেলবে ভারত বনাম শ্রীলঙ্কা। এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট (Asian Games 2023 Cricket) এ সেমী ফাইনালে এদিন ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটারেরা।  আগে ব্যাট করে বাংলাদেশের ইনিংস শেষ হয় মাত্র ৫১ রানে। সর্বোচ্চ রান অধিনায়ক নিগার সুলতানার ১২। বাংলাদেশের পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। দুই ওপেনার সাথী রানি এবং শামিমা সুলতানা কোনও রান করতে পারেননি। ১ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ভারতীয় বোলারদের দাপটে ১৭.৫ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

  এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট-এ  ফাইনালে খেলবে ভারত বনাম শ্রীলঙ্কা
  এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট-এ  ফাইনালে খেলবে ভারত বনাম শ্রীলঙ্কা

 প্রসঙ্গত, এদিন চিনের হাংঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে (Hangzhou Olympic Sports Center Stadium in China) এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর  উদ্বোধন হয়। সেখানে দেখা যায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। উদ্বোধনী অনুষ্ঠানে চোখ ধাঁধানো লেজার শো, থ্রি ডি প্রযুক্তি, এআইয়ের ব্যবহার কোনও কিছুই বাদ রাখেনি চিন। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বলতে শুরু করেছে বিগত কয়েক দশকে আয়োজিত এশিয়ান গেমসগুলির মধ্যে সবচেয়ে ভাল উদ্বোধনী অনুষ্ঠান দেখা গেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের প্রধানমন্ত্রী শি জিনপিং (Chinese Premier Xi Jinping), এশিয়ার অলিম্পিক্স সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি রণধীর সিং(Asian Olympic Organization Randhir Singh) , আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার সভাপতি টমাস বাখ (International Olympic Organization President Thomas Bach)




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File