পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া বদলাবে, মেঘের আড়ালে ঢাকতে পারে রবি
গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের এলাকাবাসী। এই আবহে আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ইতিমধ্যে গরমে নাজেহাল শহরবাসী, এখনও পর্যন্ত কালবৈশাখী বা বৃষ্টির চিহ্নমাত্র নেই। আকাশে কোনও কালো মেঘের দেখা নেই। এই আবহে তাপপ্রবাহের শঙ্কা দেখা দিয়েছে। তার মাঝে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
ক্রমেই বাড়ছে রোদের তেজ, কী বলছে আবহাওয়া দফতর? জেনে নেওয়া যাক
আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাসহ গোটা দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। তবে রাজ্যেক একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের এই ৮ জেলায়, কোন কোন জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে
আজও সেই বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার ও কোচবিহারে।
- Related topics -
- আবহাওয়া
- বৃষ্টিপাত
- আবহাওয়া দফতর
- গ্রীষ্মকাল
- দক্ষিণবঙ্গ