Adani-Trump | ঘুষ বিরোধী আইনই তুলে দিলেন ট্রাম্প! স্বস্তি পেলেন মোদি 'ঘনিষ্ঠ' আদানি!

Tuesday, February 11 2025, 11:11 am
highlightKey Highlights

ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট’ (FCPA) আইনই তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ঘুষ কাণ্ডে বড় স্বস্তি গৌতম আদানির। মোদির মার্কিন সফরের মধ্যেই ‘ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট’ (FCPA) আইন তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৭৭ সালে আমেরিকায় লাগু হওয়া এই FCPA আইন অনুযায়ী আমেরিকায় নথিভুক্ত কোনও সংস্থা ব্যবসা বা অন্য কোনও উদ্দেশে বিদেশি আধিকারিকদের ঘুষ দিতে পারবেন না। কিন্তু এবার FCPA তুলে দেওয়ায় বিদেশে বাণিজ্যের জন্য ঘুষ দেওয়ার ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে FCPA আইনেই ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File