Mahesh Babu | দক্ষিণী সুপারস্টার মহেশবাবুকে তলব করল ইডি! আর্থিক তছরুপ মামলায় ২৭ এপ্রিল হাজিরার নির্দেশ!
Tuesday, April 22 2025, 11:48 am
Key Highlightsআর্থিক তছরুপ মামলায় আগামী ২৭ এপ্রিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে।
দক্ষিণী সুপারস্টার মহেশবাবুকে তলব করল ইডি! জানা গিয়েছে, আর্থিক তছরুপ মামলায় আগামী ২৭ এপ্রিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে। অভিযোগ, হায়দ্রাবাদের রিয়াল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপের থেকে সম্পত্তি ক্রয় করতে গিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। পাশাপাশি প্রশ্ন উঠেছে, ওই দুই রিয়াল এস্টেট সংস্থার গড়ে তোলা একাধিক আবাসন নিয়েও। আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত এই দুই সংস্থার হয়ে বিজ্ঞাপন করাতেই বিপাকে পড়েছেন দক্ষিণী তারকা মহেশবাবুর।

