আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের এই ৮ জেলায়, কোন কোন জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে
Sunday, April 10 2022, 11:55 am
Key Highlightsআগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে রাজ্যের আটটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী চার-পাঁচদিন তেমন হেরফের হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে।
কোন কোন রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- বৃষ্টিপাত








