ODI Cricket World Cup 2023 | সেমিফাইনালে ভারত-পাক ম্যাচের সম্ভাবনা! খেলা হতে পারে ইডেনে! ‘টাইমড আউট’ হয়ে মাঠের বাইরে ম্যাথিউজ!

Monday, November 6 2023, 12:53 pm
highlightKey Highlights

সেমিফাইনালে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দলের মুখোমুখি নামতে পারে পাকিস্তান। বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলে শেষ চারে উঠতে মরিয়া পাক দল। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে টাইমড আউট’ হওয়ার বিরল ঘটনা। প্যাভিলিয়নে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।


প্রায় অন্তিম পর্যায়ের এসে গিয়েছে ক্রিকেট মহারণ, ওডিআই বিশ্বকাপ ২০২৩ (ODI World Cup 2023)। ইতিমধ্যেই বিশ্বকাপের আজ, ৬ই নভেম্বর, সোমবার এই টুর্নামেন্টের ৩৮ নম্বর ম্যাচের আয়োজিত হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium)। ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সেমিফাইনালে ভারতের পাশাপাশি পৌঁছে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে সেমিফাইনাল নিয়ে সামনে এসেছে বড় জল্পনা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, সেমিফাইনালে মুখোমুখি হতে পারে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) ও পাকিস্তান।

সেমিফাইনালে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দলের মুখোমুখি হতে পারে পাকিস্তান 
সেমিফাইনালে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দলের মুখোমুখি হতে পারে পাকিস্তান 

বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) পাকিস্তান ক্রিকেট দল ৫ নম্বরে দাঁড়িয়ে। তাদের অবস্থাও আপাতত নিউ জিল্যান্ডের মতোই। বর্তমানে পাকিস্তানের নেট রান রেট ০.০৩৬। আর নিউ-জিল্যান্ডের রান রেট ০.৩৯৮। যদি পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে একান্তই হেরে যায়, তাহলে তারা নিউ-জিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসেরও পরাজয় চাইবে। এই পরিস্থিতিতে যদি পাকিস্তান ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে পয়েন্ট টেবিলের শেষ চারে তারা জায়গা করে নিতে পারবে। আর বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) যেহেতু পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে, সেকারণে চতুর্থ স্থানে থাকা দলের সঙ্গেই তাদের প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলতে হবে।

Trending Updates

উল্লেখ্য, বাবর আজমের দল আগামী ১১ ই নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলতে নামবে। অন্যদিকে, ভারতীয় দল  ১২ই  নভেম্বর তার চূড়ান্ত রাউন্ড রবিন ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। এবারের বিশ্বকাপের রাউন্ড রবিন ম্যাচগুলি ১২ই নভেম্বর শেষ হবে। ১০টির  মধ্যে শীর্ষ ৪ টি দল সেমিফাইনালে যাবে। প্রথম সেমিফাইনাল ১৫ই নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং দ্বিতীয় সেমিফাইনালটি ১৬ই নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে। এরপর ১৯সে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে টেবিলের ১ নম্বর দল মুখোমুখি হবে ৪ নম্বরে।

বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলে শেষ চারে উঠে ভারতের সঙ্গে খেলার আশা রয়েছে পাকিস্তানের 
বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলে শেষ চারে উঠে ভারতের সঙ্গে খেলার আশা রয়েছে পাকিস্তানের 

এদিকে কেবল ভারত বনাম পাক বিশ্বকাপ ২০২৩ (India Vs Pak World Cup 2023) সেমিফাইনালের সম্ভাবনাই নয়, পাকিস্তান দল যদি সেমিফাইনালে ওঠে তাহলে বদলে যাবে ম্যাচের ভেন্যু। কারণ ২০০৮ সালে মুম্বইয়ের জঙ্গি হামলা! ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার নেপথ্যে ছিল পাকিস্তানের সন্ত্রাসবাদীরা। এরপর থেকেই  ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ খেলায় নিষেধাজ্ঞা জারি হয়। এর ফলে ২০০৮  থেকে পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলেও খেলতে পারেন না। ফোলা এ এমন পরিস্থিতিতে বিতর্ক এড়াতে ভারত বনাম পাক বিশ্বকাপ ২০২৩ (India Vs Pak World Cup 2023) সেমিফাইনাল মুম্বইয়ের পরিবর্তে কলকাতায় করার সিদ্ধান্ত নিতে পারে আইসিসি (ICC) ও বিসিসিআই (BCCI)।

 ২০২৩ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়া এখনও অল উইন রেকর্ড বজায় রেখেছে। এখনও পর্যন্ত সবকটি ম্যাচ জিতেছে ভারত। রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দল টানা ৮টি জয় নিয়ে সর্বপ্রথম সেমিফাইনালের টিকিট পেয়েছে। এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে যে ক্রিকেট বিশ্বকাপ স্কোর টেবিল (Cricket World Cup Score Table) এর শীর্ষেই থাকবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, ১২ নিয়ে বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) এর দ্বিতীয়স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত ১০ নম্বর পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং  ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ-পঞ্চম এবং ষষ্ঠ স্থানে যথাক্রমে রয়েছে নিউ-জিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান।  ক্রিকেট বিশ্বকাপ স্কোর টেবিল (Cricket World Cup Score Table)এ ৪ নম্বর পয়েন্ট নিয়ে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড এবং বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) এ ২ নম্বর পয়েন্ট নিয়ে সর্ব শেষে নবম ও দশম স্থানে রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড এবং বাংলাদেশ।

ভারত বনাম পাক বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনাল হলে তা আয়োজিত হবে মুম্বইয়ের বদলে কলকাতায়  
ভারত বনাম পাক বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনাল হলে তা আয়োজিত হবে মুম্বইয়ের বদলে কলকাতায়  

অন্যদিকে, সেমিফাইনালে বাকি দুটো ম্যাচের জন্য আপাতত ৬ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এদিন, সোমবার মুখোমুখি নেমেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আর বিশ্বকাপের এই ম্যাচেই দেখা গেল বেনজির ঘটনা। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টাইমড আউট হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় (Angelo Mathews)। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল বিশ্বকাপে। পাশপাশি তুমুল সমালোচনায় বিদ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলও। এদিন শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারে বল করছিলেন শাকিব। তাঁর ওভারের দ্বিতীয় বলে মাহমাদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদিরা সমরবিক্রমা। তারপর ক্রিজে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। কিন্তু মাঠে নামতে বেশ দেরি করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়।  যার ফলে টাইমড আউট হয়ে যান তিনি।

বিশ্বকাপ ২০২৩ এ ‘টাইমড আউট’ হয়ে মাঠের বাইরে গেলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ
বিশ্বকাপ ২০২৩ এ ‘টাইমড আউট’ হয়ে মাঠের বাইরে গেলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ

 ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে ক্রিজে নামতে হবে। তা নাহলে টাইমড আউটের আবেদন করতে পারে ফিল্ডিং দল। কিন্তু সমরবিক্রমা আউট হওয়ার পর যে হেলমেট নিয়ে প্রথমে নেমেছিলেন, সেটা ঠিকঠাক মনে করেননি ম্যাথিউজ। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত ছিল না। ম্যাথিউজের পরতে অসুবিধা হচ্ছিল, কারণ হেলমেটের স্ট্র্যাপ ভাঙা ছিল। হেলমেট বদলের পিছনেই বেশ কিছুটা সময় নষ্ট হয়। সেইসময়েই আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ৷ আম্পায়ার অপর আম্পায়ারের সঙ্গে পরামর্শ করার পর আউটও দিয়ে দেন। এরপর  ম্যাথিউজ়কে দেখা যায়, আম্পায়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন। তিনি দেরির কারণও ব্যাখ্যা করেন। জানান যে, হেলমেটের স্ট্র্যাপ আচমকা ছিঁড়ে যাওয়ায় তিনি অন্য হেলমেট চেয়েছিলেন। তিনি আম্পায়ারদের, এমনকী শাকিবকেও অনুরোধ করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার। কিন্তু নিয়ম মানতে বাধ্য আম্পায়াররা। আর শাকিবও জানিয়ে দেন যে, তাঁরা আউটের আবেদন থেকে সরে আসবেন না। এই ঘটনার পর বাংলাদেশ দলকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়। মাঠের বাইরে বেরিয়েও স্বাভাবিকভাবেই অসন্তোষ প্রকাশ করেন ম্যাথিউজ়ও। যদিও তাতে লাভ কিছু হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File