ODI Cricket World Cup 2023 | ৩৫তম জন্মদিনে সেঞ্চুরি! ইডেনে ৪৯তম সেঞ্চুরি করে সচিনের রেকর্ড স্পর্শ করলেন 'কিং' কোহলি!

Sunday, November 5 2023, 1:44 pm
highlightKey Highlights

৩৫ তম জন্মদিনে দর্শকদের বড় উপহার দিলেন কোহলি। ইডেনে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) এ সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৪৯তম সেঞ্চুরি করে সচিনের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন বিরাট।


৩৫তম জন্মদিনের দিনই ৪৯তম সেঞ্চুরি করেলন বার্থ ডে বয় বিরাট কোহলি (Virat Kohli)। ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) এ এদিন কলকাতার ইডেন গার্ডেনসে (Eden Gardens, Kolkata) সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমেছে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া (World Cup 2023 Team India)। পাশাপাশি আজ, ৫ই নভেম্বর বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। একেই জন্মদিনের দিন বিশ্বকাপের ম্যাচ খেলার অভিজ্ঞতা অনেকেরই হয় না। সেখানে নিজের জন্মদিনে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) এর ম্যাচ খেলার সুযোগ পেলেন কিং কোহলি। তারওপর এদিনেই ওয়ান ডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করে বিরাট স্পর্শ করলেন সচিনের রেকর্ড।

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ ৪৯তম সেঞ্চুরি করলেন বিরাট 
ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ ৪৯তম সেঞ্চুরি করলেন বিরাট 

চলতি বিশ্বকাপে একাধিক রেকর্ড করেছেন বিরাট। তবে এ বারের বিশ্বকাপে তিন বার বিরাট কোহলির সেঞ্চুরি (Virat Kohli Centuries) হতে হতেও হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে একটি শতরান করলেও ক্রিকেট জনতার মন ভরেনি। অনেকেই প্রত্যাশা করেছিলেন এ বারের বিশ্বকাপেই এক দিনের ক্রিকেটে সচিনের শতরানের সংখ্যা টপকে দেবে বিরাট কোহলির সেঞ্চুরি (Virat Kohli Centuries)। তবে এই প্রত্যাশার স্বপ্ন আরও জোরালো হয়ে উঠলো এদিন ইডেনে। এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া (World Cup 2023 Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ৪০ রান করে মাঠ ছাড়েন রোহিত। তিনি দ্রুত রান করতে শুরু করেন কিন্তু ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন। রাবাডার বলে শট নিতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। বলটা একটু নিচে থাকায় সহজেই ক্যাচ নেন বাভুমা। এরপর বিরাট কোহলি জুটি বাঁধেন শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে। তবে কিছুটা অপ্রত্যাশিতভাবেই ২৩ রানে আউট হন গিল। এরপর দলের হাল ফেরান কিং কোহলি ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের জুটি ছিল অনেকটা ব্যালেন্সড। বিরাট একদিক থেকে ধরে মারছিলেন আর শ্রেয়স কিছুটা চালিয়ে খেলছিলেন। তবে৭৭ রান করে আউট হন আইয়ার। তবে টিকে থাকেন কোহলি। ১১৯ বলে ১০টি চারের সাহায্যে শতরান করেন কোহলি। শেষ পর্যন্ত ১২১ বলে ১০১ রান করেন। তবে বিরাটের ঝুলিতে এমন কিছু রেকর্ড রয়েছে যা অনেকেরই অজানা। কিং কোহলির ৩৫তম জন্মদিনে দেখে নিন সেইসব রেকর্ড।

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইডেনের ম্যাচে স্নেচুরি করলেন কিং কোহলি 
ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইডেনের ম্যাচে স্নেচুরি করলেন কিং কোহলি 

শূন্য বলে উইকেট নিয়েছেন :

বিরাট কোহলি হলেন বিশ্বের প্রথম প্লেয়ার যিনি কোনও বল না করেই একটা উইকেট পান। ২০১১ সালে টি-২০ ম্যাচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে বল করার সময় বিরাট প্রথম বলটা ওয়াইড করেন, কিন্তু সেই বলেই কেভিড পিটারসন স্টাম্পড হন।

বিশ্বকাপ অভিষেকেই দাপট :

২০১১ সালটা ছিল সিনিয়র ক্রিকেটে বিরাটের প্রথম বিশ্বকাপ। সেই বছর প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে ৮৭ রানে হারিয়েছিল। এই ম্যাচে বিরাট কোহলি ৮৩ বলে ১০০ রানের ইনিংস করেন। পাশাপাশি এই বিশ্বকাপে বিরাট কোহলির ওডিআই রান (Virat Kohli ODI Runs) ছিল ১৩৮১। অর্থাৎ বিশ্বকাপে অভিষেকের পরই খেলার মাঠে দাপট দেখিয়েছিলেন তিনি। ২০১১ সালে বিরাট কোহলির ওডিআই রান (Virat Kohli ODI Runs) সবথেকে বেশি হওয়ায় । মাত্র ২৩ বছর বয়সে তিনি বর্ষসেরা পুরস্কার পান। এমনকি তিনি হলেন একমাত্র ক্রিকেটার যিনি মাত্র ২৩ বছর বয়সে এই নজির তৈরি করেন।

দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ :

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে ভারত প্রথমবার ওডিআই সিরিজ জেতে। বিরাটের নেতৃত্বে সেবার ভারত ৫-১ এ সিরিজ জিতেছিল। সেই সিরিজে ৫৫৮ রান করেন বিরাট। অধিনায়ক বিরাট সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিততে সাহায্য করেন। এরসঙ্গে তিনি হয়ে যান একমাত্র ভারতীয় প্লেয়ার যিনি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে ৫০০ বা তার বেশি রান করেছেন।

টেস্ট অধিনায়ক :

২০১৭ সালে টেস্ট অধিনায়ক হিসেবে সবথেকে বেশি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড তৈরি করেন বিরাট কোহলি। সেই বছর তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে ব্রায়ান লারার রেকর্ডকে টপকে দেন। টেস্টে তিনি ৬ বার দ্বিশতরান করেছেন অধিনায়ক হিসেবে।

আইপিএল নিলামে ওঠেননি কোনওদিন :

বিরাট কোহলির হলেন অন্যতম এক প্লেয়ার যিনি এখনও পর্যন্ত আইপিএল (IPL) -এর নিলামে ওঠেননি। ২০০৮ সাল থেকে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে খেলছেন। প্রাক মরশুম ড্রাফট থেকে সেই সময়কার অনূর্ধ্ব ১৯ প্লেয়ার বিরাটকে দলে নিয়েছিল।

৪৯তম সেঞ্চুরি করে সচিনের রেকর্ড স্পর্শ করলেন বিরাট 
৪৯তম সেঞ্চুরি করে সচিনের রেকর্ড স্পর্শ করলেন বিরাট 

কিং কোহলির রেকর্ড এখানেই শেষ নেই। আরও একাধিক রেকর্ড করেছেন তিনি। চলতি বিশ্বকাপেও একাধিক রেকর্ড গড়েছেন তিনি। তবে সবার নজর একটি রেকর্ডের দিকেই, সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ভাঙতে পারবেন কি না কোহলি। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি শুধু শতরানের নজিরই গড়লেন না। দায়িত্বশীল ইনিংসও খেললেন। উল্লেখ্য, ৫ই নভেম্বর, রবিবার সকাল থেকেই ইডেন গার্ডেন্স সেজেছিল কোহলির জন্য। তাঁর জন্মদিনের জন্য। ইডেনের দর্শকদের কোহলির মুখোশ দেওয়ার পরিকল্পনা করেছিলেন সিএবি কর্তারা। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) অনুমোদন না পাওয়ায় কোহলির জন্মদিন পালনের পরিকল্পনা বাতিল করতে হয়েছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। তবে ৪৯তম সেঞ্চুরি করে নিজেই যেন উপহার দিলেন ক্রিকেট প্রেমীদের ও দর্শকদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File