১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla

Friday, May 20 2022, 7:10 am
highlightKey Highlights

জানুন বিশ্বের মোট ১০০ টি নানারকমের ফ্যাক্টস । জানুন এবং মজা করুন ।


ই- সিগারেট
ই- সিগারেট
  • ই- সিগারেটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ষষ্ঠ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভারতবর্ষের পূর্বে আর যে দেশগুলি এই ব্যাপারে স্বীকৃতি পেয়েছিল তারা হল উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড নেপাল, পূর্ব টিমোর। গবেষণায় দেখা গেছে ই -সিগারেট গুলির মধ্যে খুবই বিষাক্ত এবং ক্ষতিকারক উপাদান উপস্থিত থাকে । কিন্তু এখনো তামাক বিক্রয় ভারতবর্ষে বৈধ হিসেবে মানা হয় ।
  • মানুষ যখন হাঁচে তখন সেই মুহূর্তের জন্য তার শারীরিক কার্যকরীতা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এমনকী তাঁর হৃৎস্পন্দনটি ও।
  • শুক্র হল সৌরজগতের একটিমাত্র গ্রহ যার ঘূর্ণন পিছনের দিকে অর্থাৎ উল্টো পথে হয়ে থাকে ।
  • একটি হাতির ঘ্রাণশক্তি এতটাই প্রবল যে বারো মাইল দূরে জলের ঘ্রাণ সে নিতে পারে ।
  • ১৯০০ সালে অবিবাহিত পুরুষদের জন্য টি শার্ট আবিষ্কার করা হয়েছিল যাতে তাদের বোতাম সেলাই বা পরিবর্তন করার ঝামেলা বহন করতে না হয় ।
  • মালদ্বীপ দেশটিতে একটি সমুদ্র সৈকত আছে যেখানে রাতের বেলায় সমুদ্রের জল নীলাভ হয়ে যায় সমুদ্রের ঢেউয়ের কারণে।
Wonderful solar system
Wonderful solar system
Trending Updates
  • শামুকের চোদ্দ হাজারটি দাঁত থাকে যার মধ্যে কিছু কিছু আপনাকে মেরেও ফেলতে পারে।
  • "সালফহিমোগ্লোবিনেমিয়া'(Sulfhemoglobinemia) হল এমন একটি শারীরিক অবস্থা যখন মানুষ সবুজাভ রক্ত উৎপাদন করে।
  • অত্যাধিক শীতল আবহাওয়া আইফেল টাওয়ার কে ও সংকুচিত করে তুলতে পারে।
  • আপনি যদি নিয়মিত আঙুর খান তাহলে তা আপনার মস্তিষ্কের বিভিন্ন তথ্য ধরে রাখার ক্ষমতাকে বাড়াবে এবং আপনার বুদ্ধিমত্তা ও বৃদ্ধি করতে সহায়ক হবে ।
  • পৃথিবীতে হীরার থেকে কুড়ি গুণ বেশি দুর্লভ রত্ন হল পান্না; আর তাই স্বাভাবিকভাবে এর দামও অনেক বেশি হয়ে থাকে।
Human with green blood
Human with green blood
  • আপেল ম্যাকবুকের ব্যাটারি হল বুলেটপ্রুফ যা কিনা বন্দুকের গুলির হাত থেকে আপনাকে প্রতিরক্ষা করতে পারে।
  • সমগ্র পৃথিবীতে যত মানুষ যুদ্ধের কারণে মারা গেছে তার থেকে বেশি মানুষের মশার কামড়ে মৃত্যু হয়েছে।
  • নিউইয়র্ক শহরটি একটি U- আকারের আকাশচুম্বী তৈরি করছে। এটি এতটাই বিশাল হতে চলেছে যে একটি বিমানও এর ভেতর দিয়ে উড়ে যেতে পারে ।
  • একক এক টুকরো মেঘের ওজন এক মিলিয়ন পাউন্ডের থেকেও বেশি ।
  • আপনারা কি কখনো খেয়াল করেছেন যে ২০১৮ সালের ক্যালেন্ডারটি আপনি আরও তিনটি বছর ব্যবহার করতে পারবেন? আর সেই বছরগুলি হল ২০২৯, ২০৩৫ এবং ২০৪৫।
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আবিষ্কর্তা হলেন অ্যান্ডি রুবিন। তিনিই এটি আবিষ্কার করেছিলেন ২০০৩ সালে।
মালদ্বীপ
মালদ্বীপ
  •   নিজের গৃহ সংক্রান্ত গোপনীয়তা বজায় রাখার জন্য ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গ ৩০মিলিয়ন ডলার দিয়ে আরও চারখানা বাড়ি কিনেছিলেন যেটি তাঁর নিজের ভবনের ই চারধারে অবস্থিত ছিল ।
  •  আপনি যদি একবার বসেই বিয়াল্লিশ কাপ কফি খান তাহলে সেটি আপনার পক্ষে প্রাণঘাতী হতে পারে। এর কারণ হলো কফির মধ্যে থাকা ক্যাফেইন বস্তুটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেলে মানুষের প্রাণ পর্যন্ত যেতে পারে।
  • ফৌজা সিং হলেন পৃথিবীর মধ্যে সর্ব বর্ষীয়ান দৌড়বিদ যিনি এক শ বছর বয়সে ম্যারাথন দৌড় সম্পন্ন করেছিলেন।
  • পৃথিবীর মধ্যে সর্বাধিক দীর্ঘজীবী পতঙ্গ টি হলো রানী পিপীলিকা বা "কুইন অ্যান্ট"। তারা তিরিশ বছর ঊর্ধ্ব সময়কাল পর্যন্ত বেঁচে থাকতে পারে।
  • 'দ্য অ্যামাজন' প্রত্যেক সেকেন্ডে প্রায় ৫৫ মিলিয়ন গ্যালন জল আটলান্টিক মহাসাগরের প্রদান করে থাকে। এ ছাড়াও অ্যামাজন রেনফরেস্ট যা হল এক ঘনবর্ষণ বনাঞ্চল পৃথিবীর প্রায় কুড়ি শতাংশের ও বেশী অক্সিজেন উৎপাদন করে থাকে।
  • বিশ্ব বিখ্যাত স্ট্যাচু অব লিবার্টির প্রতিমূর্তি বিভিন্ন দেশে স্থাপন করা আছে ; দেশগুলি হল পাকিস্তান , তাইওয়ান, ব্রাজিল আর এমনকি চায়নাতেও তা দেখতে পাওয়া যায়।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

*ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার অন্যতম একটি গোল্ডেন বুট বিক্রি করেছিলেন ১.৬৭ মিলিয়ন ডলারে যা ভারতীয় অঙ্কে ১১.৫০ কোটি টাকা। তিনি সেই পুরো টাকার অঙ্কটি প্যালেস্টাইনে বসবাসকারী শিশুদের জন্য দান করেছিলেন।

*এক ঘণ্টা শারীরিক কসরত বা জিম করার আগে যদি আমি দুটি কলা খান তাহলে তা আপনার শরীরে এতটাই বল প্রদান করবে যার ফলে আপনি পরবর্তী নব্বই মিনিট আরও নিবিড়ভাবে শরীর চর্চা করার ক্ষমতা রাখবেন।

*চিতা তার নিজের গতি ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি করতে পারে আর তাও মাত্র তিন সেকেন্ডে; যেটি পৃথিবীর যেকোনো স্পোর্টস কার থেকে দ্রুত বলে ধরা হয়।

*পৃথিবীর গভীরতম ডাকবাক্সটি জাপান দেশের সুসামি খাঁড়িতে অবস্থিত এবং এই ডাকবাক্সটি জলের দশ মিটার অতলে রয়েছে।

* 'বন্দনা নেপাল' নামক আঠারো বছর বয়সী এক তরুণী এক ১২৬ ঘণ্টা এক নাগাড়ে নৃত্য পরিবেশন করে একটি বিশ্বরেকর্ড স্থাপন করেছিলেন যা ছিল পাঁচ দিনের ও অধিক। তিনি এই সময়কালে সঠিকভাবে আহার ,নিদ্রা কিছুই গ্রহণ করতে পারেননি; শুধু হাসি মুখ টি বজায় রেখে নৃত্য পরিবেশনা করে দিয়েছিলেন ।

*জাপানের রাজধানী , টোকিও পৃথিবীর মধ্যে সর্বাধিক নিরাপদ শহর হিসেবে চিহ্নিত। এখানে ছয় বছরের একটি শিশু পর্যন্ত গণপরিবহনে উঠে একা একাই ভ্রমণ করতে পারে।

*১৯৮৬ খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ভারতই ছিল পৃথিবীর একমাত্র সরকার স্বীকৃত দেশ যেখানে হীরা উপলব্ধ ছিল।

*গুগলে কর্মরত চৌদ্দ শতাংশ কর্মী কখনও কলেজে যান নি এবং কলেজে পাঠক্রম নেননি।

ফেরারি
ফেরারি

* জাপানের কিছু রেস্তোরাঁতে বানরদের দেখা যায় ওয়েটার হিসেবে কাজ করতে বা খাদ্য বহন করতে। মাসিক বেতন হিসেবে এরা কলা পেয়ে থাকে।

* ফেরারি কোম্পানির অধীনে কাজ করা কর্মীদের ফেরারি গাড়ি কেনার অধিকার দেওয়া হয় না ।

*বিশ্ববিখ্যাত ব্র্যান্ড পিউমা এবং অ্যাডিডাসের আবিষ্কর্তা হলেন দুই সহোদর ভাই।

*রাশিয়ার বিশ্ববিখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভ ছিলেন বিশ্বের প্রথম সেই ব্যক্তি যিনি সুপার কম্পিউটারের সাথে দাবা খেলে জয়ী হয়েছিলেন।

* বাঘেদের রাতের দৃষ্টি মানুষের তুলনায় ছয় গুণ বেশি প্রখর। তাই বাঘেরা শিকার করার জন্য রাত হবার জন্যই অপেক্ষা করে থাকে।

*'টিটোনি' পাখি হল এমন এক প্রজাতির পাখি যারা কখনোই গাছে বসে না ।

*অক্টোপাসেরা ডাইনোসর দের থেকেও অধিক বর্ষীয়ান।

*পৃথিবীর সর্ববৃহৎ পিৎজা টি ইতালির রোমে তৈরি করা হয়েছিল যার ওজন ছিল ১,২৬১.৬৫ বর্গমিটার আর এটি প্রস্তুত করেছিলেন ডোভিলিও নার্ডি ।

*পৃথিবীর সর্বাধিক বিক্রীত ফোন টি আইফোন নয় ; নোকিয়া ১১০০ যেটি কিনা ২০০৩ সালে ২৫০ মিলিয়নের ও বেশি বিক্রয় হয়েছিল।

পাখি
পাখি

* কুম্ভলগড় কেল্লাটি হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেওয়াল যাকে বলা হয়ে থাকে, "দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া"। কেল্লাটির ভেতরে ৩৬০ টি মন্দির অবস্থিত।

* Covid 19 রোগীদের সাহায্যার্থে স্টিফেন হকিংসের পরিবার তাঁর ভেন্টিলেটরটি কেমব্রিজের একটি জাতীয় স্বাস্থ্যসেবা হাসপাতালে দান করেছিলেন।

*২৫০ কোটি টাকা বাজেটের চলচ্চিত্র 'বাহুবলী' ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ব্যয়বহুল ছবি যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম রেখেছে। চলচ্চিত্রটির পোস্টার যেটি ৫০,০০০ স্কয়ার ফুট সেটি পৃথিবীতে দীর্ঘতম পোস্টারের স্বীকৃতি ও পেয়েছে ।

*৩০০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বর্তমান কালের মতো সাতটি মহাদেশ উপস্থিত ছিল না । তখন ছিল একটি ,'সুপার কন্টিনেন্ট 'যা ছিল বিশাল আকারের এবং তার নাম ছিল "প্যানগিয়া' আর সেটি একটি একক সমুদ্র দ্বারা বেষ্টিত ছিল যার নাম 'প্যানথ্যালাসা'।

* লাক্সেমবার্গ পৃথিবীর মধ্যে এমন একটি দেশ হতে চলেছে যেখানে জনসাধারণের জন্য গণপরিবহনের পরিষেবাটি বিনামূল্যে প্রাপ্ত হবে।

*ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য ও স্থিতির কথা চিন্তা করে সিবিএসই বোর্ড ২০২০ র নথি থেকে "fail' কথাটি তুলে দিয়ে পরিবর্তে 'Essential repeat' কথাটি ব্যবহার করতে শুরু করেছে।

* জিও হল বিশ্বের মধ্যে একমাত্র কম্পানি যা মাইক্রোসফট ,গুগল এবং ফেসবুকের পার্টনার বা অংশীদার হিসেবে কাজ করে।

* গুগলে কর্মরত কোনো ব্যক্তি যদি মারা যান তখন তাঁর উপার্জনের অর্ধেক তাঁর স্বামী বা স্ত্রী দশ বছরের জন্য লাভ করে থাকেন এবং তাঁর সন্তানেরা প্রতি মাসে ১০০০ ডলার অর্থাৎ প্রায় ৭৫ হাজার টাকা পেয়ে থাকেন যতক্ষণ না তার ঊনিশ বছর বয়স হচ্ছে।

*নরওয়ে হলো পৃথিবীর অন্যতম দেশ যা বিশ্বের যেকোনো জায়গা থেকে আগত ছাত্র ছাত্রীদের বিনা মূল্যে সেই দেশের বিশ্ববিদ্যালয় তে অধ্যয়ন করার সুযোগ করে দেবে।

*হিমাচল প্রদেশের একজন দুধ বিক্রেতা, কুলদীপ কুমার তার উপার্জনের একমাত্র অবলম্বন , তার গরুটি বিক্রি করে দিয়েছিল। সেই মূল্য দিয়ে সে ছ হাজার টাকা দামের একটি স্মার্টফোন কিনেছিল তার সন্তানদের অনলাইন ক্লাসের সুবিধার্থে ।

Mission Impossible & Tom Cruise
Mission Impossible & Tom Cruise

*ভোরবেলা যে সময়টিতে আপনি ঘুম থেকে উঠতে চান সেটি যদি আপনি আগের দিন ঘুমোতে যাওয়ার আগে দশ বার নিজের মনে পুনরাবৃত্তি করেন তাহলে কোনো অ্যালার্ম ছাড়াই আপনি সেই সময়টিতে জেগে পড়বেন । একটি মানুষের অবচেতন মন এভাবেই কাজ করে থাকে ।

*ভূ পদার্থবিদ ,রিচার্ড গ্রসের মতে ২০১১ সালের জাপানের ভূমিকম্পের পর থেকে পৃথিবীতে প্রত্যেক দিন ১.৮ মাইক্রো সেকেন্ড হ্রাস প্রাপ্ত হয়েছে।

*মাহাথির মোহাম্মদ যিনি বিরানব্বই বছর বয়সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, তিনি পৃথিবীর সর্বাধিক বর্ষীয়ান প্রধানমন্ত্রী হিসেবে একটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন ।

* বিশ্ব ইতিহাসে সর্বাধিক মূল্যের ক্রিকেট ব্যাট টি, এম এস ধোনির বলে ধার্য করা হয় । একটি নিলামে তাঁর ব্যাটটি ৭২ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। এই ব্যাট টি, এমএস ধোনি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ব্যবহার করেছিলেন ।

*সমগ্র পৃথিবীর ১/৬ শতাংশ জমির মালিক হলেন দ্বিতীয় কুইন এলিজাবেথ ।

*পৃথিবীর সর্বাধিক মূল্যবান চিজ (cheese) গাধার দুধ দিয়ে তৈরি হয়ে থাকে।

কিং চিতা
কিং চিতা

*সোনা এবং হীরার পাউডার মিশ্রণে তৈরী পৃথিবীর সর্বাধিক মূল্যবান সাবানটি দাম ২৮০০ডলার যা প্রায় ₹ ২০৭,৭৮৯ । তবে তা বিক্রয়ের জন্য এখনো স্বীকৃতি লাভ করেনি ।

*উটপাখির পা এতটাই শক্তিশালী হতে পারে যে তার একটি পদাঘাতে সিংহ পর্যন্ত জখম হয় ,এমনকী তার মৃত্যুও হতে পারে।

* ভারতবর্ষেই হল একমাত্র দেশ যেখানে কুকুরদের পরিবারের সদস্য হিসেবে মানা হয় থাকে।

*ছায়াপথে যত না তারকা আছে তার থেকে বেশি স্নায়ুর সংযোগ স্থাপন করা আছে আমাদের মস্তিষ্কের ভেতরে।

*পৃথিবীতে এমন আংটি আছে যা প্রস্তুত করা হয় ডাইনোসরের হাড়, উল্কা এবং সোনা দিয়ে । এটি হলো অতি দুর্লভ একটি উপাদান।

*পৃথিবীর মধ্যে সর্বকনিষ্ঠ দেশটি হলো দক্ষিণ সুদান ।

*কিং চিতা হল পৃথিবীর মধ্যে দুর্লভের মধ্যেও অতি দুর্লভ একটি পশু।

*১৭০৪ সালে স্যার আইজ্যাক নিউটন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পৃথিবী ২০৬০ সালে শেষ হয়ে যাবে।

* বিরূপ প্রাকৃতিক অবস্থা থেকে বাঁচাতে পেঙ্গুইন দের ঘন রোমগুলি তাদের গরম রাখতে সাহায্য করে ।

*চীনের রাজধানী বেইজিং শহরের বায়ু এতটাই দূষিত যে সেখানে শ্বাস গ্রহণ করলে শারীরিক যে ক্ষতি হয় তা প্রত্যহ এগারো টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকারক ।

*অ্যালেক্সা দেশটিতে এমন একটি দ্বীপ আছে যার দর্শন করলে আপাতদৃষ্টিতে মনে হয় যেন তা বায়ুতে ভাসছে।

Alexa
Alexa

* প্রসিদ্ধ বক্সার মেরি কম মাত্র চার ঘণ্টার মধ্যে নিজের দু কেজি ওজন কমাতে সক্ষম হয়েছিলেন একটি বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার স্বীকৃতি পাওয়ার জন্য।

*একজন ব্যক্তি প্লাস্টিক সার্জারিতে ২০০০০০ ডলার এর ও বেশী খরচ করেছিলেন যাতে নিজেকে বাঘের মতো দেখতে লাগে ।

*চায়নায় একটি ব্যক্তি নিজের জন্য একটি ডায়ালিসিস মেশিন তৈরি করেছিলেন; এর ফলে তিনি নিজেকে তেরো বছর বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন ।

*১৯৬০ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সামুদ্রিক সিংহ বা 'সি লায়ন' এবং ডলফিন এর সাহায্য থাকেন জলের নিচের খনিগুলি শনাক্ত করার উদ্দেশ্যে।

*ডাইনোসররা যখন জীবিত ছিল তখন পৃথিবীতে এক বছরে ৩৭০ টি দিন থাকত।

* ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, ইন্টারনেট ট্র্যাফিক বা অন্তর্জালের যানজটের পনেরো শতাংশ দায়ভার বহন করে ।

*১৯৩২ সালের শীতের মরশুম টি এতটাই শীতল ছিল যে নায়াগ্রা ফলস ও জমে গিয়ে বরফে পরিণত হয়ে গিয়েছিল।

* গবেষণায় দেখা গেছে যে খাদ্য গ্রহণ করার পরে চুইংগাম খেলে তা গলা বুক জ্বালা রোধ করতে সক্ষম ।

*বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ,"মিশন ইম্পসিবল' ছবিটির চিত্রায়ণের সময় জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ , বুর্জ খালিফার একেবারে শীর্ষে অধিষ্ঠান করেছিলেন।

OTT Platform
OTT Platform

* 'টাইটানিক' ছবিটি বিশ্বের প্রথম ছবি যেখানে একই চরিত্রে অভিনয় করার জন্য দু জন অভিনেত্রী একই সাথে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

*একটি গবেষণায় জানা গেছে চকোলেট মিল্ক যেকোনো শক্তিবর্ধক পানীয় অপেক্ষা মানব শরীরের পক্ষে বেশী লাভদায়ক।

*পৃথিবীর সর্বাধিক পুরোনো পরিধান মিশর দেশে পাওয়া গেছে এবং তা পাঁচ হাজার বছরের অধিক পুরোনো।

*আপনার ডান কান , কথা বা বক্তৃতা শোনার জন্য বেশি কার্যকরী আর আপনার বাঁ কানটি সংগীত শোনার জন্য অধিক কার্যকরী।

* A গ্রুপের রক্তধারক অপেক্ষা মশারা প্রায় দ্বিগুণ পরিমাণে সেই ব্যক্তিদেরই বেশী কামড়ায় যাঁদের রক্তের গ্রুপ হলো O ।

*পৃথিবীর দীর্ঘতম জাজ্বল্যমান আলোর বাল্ব টি ১৯০১ সালে লাগানো হয়েছিল এবং তখন থেকেই এটা জ্বলে আসছে।

* দিল্লি এবং মুম্বই মিলিয়ে যে কটা রেস্তোরাঁ ভারতে আছে তার থেকে বেশি রেস্তোরাঁ লন্ডনে অবস্থিত আছে।

*২০০৭ সালে ইরান চোদ্দ টি কাঠবিড়ালিকে গ্রেপ্তার করেছিল গুপ্তচরবৃত্তি করার জন্য ।

Structure of the human ear
Structure of the human ear

* মানুষের চোখ যদি একটি ডিজিটাল ক্যামেরা হতো তাহলে সেখানে ৫৭৬ মেগাপিক্সেল থাকত।

*অন্ততপক্ষে দিনের একটি সময়ে আপনার শরীরের রোগ প্রতিরোধ করার যন্ত্রটি এমন একটি কোষকে ধ্বংস করে থাকে যার উপস্থিতি মানুষের শরীরে ক্যান্সারের সংক্রমণ ঘটাতে পারতো।

*অ্যালবার্ট আইনস্টাইন অস্ত্রোপচার করতে না চেয়ে ইচ্ছাকৃতভাবে মৃত্যুকে বরণ করেছিলেন।

*আইসক্রিমের বিজ্ঞাপনগুলোতে আমরা যে আইসক্রিম গুলি দেখে থাকি সেগুলো কিন্তু আসল আইসক্রিম নয়; সেগুলি হল আলুর মণ্ড। আইসক্রিমের পরিবর্তে আলু এই কারণেই ব্যবহার করা হয় যাতে বিজ্ঞাপন টি প্রস্তুত করার সময় সে টি না গলে যায়।

*রাশিয়ায় শীতের মরশুম টি হয় পৃথিবীর মধ্যে বসবাসযোগ্য সব থেকে শীতলতম স্থান । এখানে জানুয়ারি মাসে কিছু কিছু গ্রামে তাপমাত্রা -৪৩ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও চলে যায় ।

*দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার ঊনত্রিশ বছর পরও একজন জাপানি সৈনিক নিজেকে লুকিয়ে রেখেছিলেন কারণ তিনি জানতেন না তত দিনে যুদ্ধ শেষ হয়ে গেছে।

* যদি মানুষ একে অপরকে হত্যা করতে থাকে যেভাবে তারা পশুদের হত্যা করে এসেছে তাহলে মাত্র সতেরো দিনের মধ্যেই মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে ।

পেঙ্গুইন
পেঙ্গুইন

* পেঙ্গুইনদের ডিম সেদ্ধ করার পর তা স্বচ্ছ হয়ে যায় ।

* উত্তর কোরিয়ার এবং ইউরোপ মহাদেশের সম্মিলিত জনসংখ্যা ভারতের বর্তমান জনসংখ্যা থেকে কম ।

*অত্যাধিক শুয়ে থাকলে এবং বসে থাকলে মানুষের অকাল মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় ।

*জলের মধ্যে থাকা আঙুলগুলির মধ্যে বেশির ভাগ সময় বলিরেখা পড়ে যায় যার কারণ বলিরেখা যুক্ত আঙুল জলের নিচে যে কোনো পিচ্ছিল পদার্থকে শক্তভাবে ধরে রাখতে সক্ষম।

*স্বামী বিবেকানন্দের অমূল্য বাণীর ৪৭৩ শব্দগুলি আজও শিকাগো আর্ট ইনস্টিটিউটের নিচের তলার সিঁড়িতে খোদাই করা আচে এবং তা জাজ্বল্যমান অবস্থায় দৃশ্যমান।

*একটি অক্টোপাসের চোখের তারা আয়তক্ষেত্রকারের হয়ে থাকে।

  • মালয়েশিয়াতে এমন একটি অভিনব রেস্তোরাঁ আছে যেখানে আপনার শরীর কতটা শীর্ণ তা বিচার করে খাবারের ওপর ছাড় দেওয়া হয়ে থাকে।
  • নেপালের চিকিৎসক ডাক্তার সান্দাক রুইত, এক লাখ গরীব মানুষদের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এবং তাও বিনা মূল্যে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মহান ডাক্তারের নাম কেউ ই জানে না ।
  • যদি পৃথিবী কেবলমাত্র পাঁচ সেকেন্ডের জন্যও অক্সিজেন হারিয়ে ফেলে তাহলে প্রত্যেকটি কংক্রিটের দ্বারা নির্মিত ভবন ধুলোয় পরিণত হবে ।
  • বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের চক্ষুদ্বয় খুব যত্ন সহকারে নিউ ইয়র্ক শহরে সংরক্ষিত করা আছে ।
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File