ইংরেজি সাহিত্যের রূপকার, উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী | William Shakespeare Biography for Students in Bengali with PDF Download

Thursday, April 14 2022, 4:05 am
highlightKey Highlights

পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইংরেজি কবি ও নাট্যকার হিসেবে উইলিয়াম শেক্সপিয়ারের নাম বিশ্বসাহিত্যের দরবারে সদা স্মরণীয় । উইলিয়াম শেক্সপিয়ার জীবনী, উইলিয়াম শেক্সপিয়ারের গল্প,


ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অব হ্যাভেন উইলিয়াম শেক্সপিয়ার বিশ্বের একজন অগ্রণী নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন তিনি উল্লেখযোগ্য বহু রচনা লিখেছিলেন যার মধ্যে ছিল ৩৮ টি নাটক, ১৫৪ টি সনেট, দুটি দীর্ঘ আখ্যান কবিতা আর বেশ কিছু মনোগ্রাহী কবিতার সম্ভারের ডালি সাজিয়ে বিশ্বকে সমৃদ্ধ করেছিলেন  ।

উইলিয়াম শেক্সপিয়ার
উইলিয়াম শেক্সপিয়ার

সমসাময়িক কিছু লেখকদের সাথে মিলিত হয়েও তিনি বেশ কিছু রচনা পরিবেশিত করেছিলেন । উইলিয়াম শেক্সপিয়ারের মতো মহান সাহিত্যিক ও নাট্যকারের নাটক পৃথিবীর নির্বাচিত প্রধান প্রধান ভাষায় অনূদিত হয়েছে যা মঞ্চস্থ হয়েছে অন্যান্য রচয়িতার রচনার থেকে অনেক বেশিবার। তাঁর রচনায় ,তাঁর কাব্যের সার্থকতা এখানেই  ।

Trending Updates

প্রথম জীবন | Life Story of William Shakespeare in Bangla

উইলিয়াম শেক্সপিয়ার তাঁর বাবা মায়ের আট সন্তানের মধ্যে তৃতীয় ও জীবিত সন্তানের মধ্যে সর্বজ্যেষ্ঠ। একজন সফল গ্লোভার ও অল্ডারম্যান উইলিয়াম শেক্সপিয়ারের বাবা জন শেক্সপিয়ারের আদি নিবাস ছিল  স্নিটারফিল্ডে। উইলিয়াম শেক্সপিয়ারের মা মেরি আর্ডেন এক ধনী কৃষক পরিবারের কন্যা ।

উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম
উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম

উইলিয়াম শেক্সপিয়ারের জন্মের সঠিক তারিখটি সম্বন্ধে আমরা সঠিক ভাবে অবগত নই তবে  ২৩শে এপ্রিল অর্থাৎ সেন্ট জর্জ ডে -র দিনটি তাঁর জন্মদিবস হিসেবে পালন করা হয়ে থাকে। কথিত আছে যে উইলিয়াম শেক্সপিয়ার সনদপ্রাপ্ত মুক্ত বিদ্যালয় স্ট্র্যাটফোর্ডে কিংস  স্কুলে    অধ্যয়ন করেছিলেন। এই স্কুলে লঅতিন ব্যাকরণ ও ধ্রুপদি সাহিত্যের বিস্তারিত পাঠ  দেওয়া হতো । ১৫৬৪ সালের ২৬ শে এপ্রিল   তার ব্যাপটিজম(Baptism) সম্পন্ন হয়েছিল বলে জানা যায়  । 

ইংল্যান্ডের ওয়ার উইকশায়ারের  স্ট্র্যাটফোর্ড আপ- অন-অ্যাভনে জন্ম  উইলিয়াম  শেক্সপিয়ার কেবল আঠারো বছর বয়সে ছাব্বিশ বছর বয়সী অ্যানি হ্যাথাওয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনটি সন্তান যথাক্রমে সুজানা এবং হ্যামলেট ও জুডিথ নামে দুই যমজ সন্তানের জন্মদাতা   উইলিয়াম শেক্সপিয়ার ১৫৮৫  থেকে ১৫৯২ সালের মধ্যকালীন সময়ে লন্ডনে অভিনেতা ও প্রসিদ্ধ নাট্যকার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন  ।

তবে দুর্ভাগ্যবশত শেক্সপিয়ারের পুত্র হ্যামলেটের মৃত্যু হয় মাত্র এগারো বছর বয়সে। প্রখ্যাত নাট্য কোম্পানি লর্ড চেম্বারলেইন ম্যান  যা পরবর্তীকালে কিংস মেন নামে সুপরিচিত হয়েছিল সেখানে উইলিয়াম শেক্সপিয়ার সহ স্বত্বাধিকারী রূপে নিযুক্ত ছিলেন।  ১৬১৩ খ্রিষ্টাব্দে নাট্যজগৎ থেকে তিনি নিজেকে অব্যাহতি দিয়ে স্ট্র্যাটফোর্ডে প্রত্যাবর্তন করেন। কালের নিয়মে তিন বছর পর তাঁর মৃত্যু হয়  ।

ব্যক্তিগত জীবন | William Shakespeare's Personal Life in Bengali

উইলিয়াম শেক্সপিয়ারের ব্যক্তিগত জীবন কেমন ছিল তা নিয়ে বিস্তারিত তথ্য নথিভুক্ত  করা নেই, তাই এই বিরল ব্যক্তিত্বের চেহারা, ধর্মবিশ্বাস এমনকি তা নামাঙ্কিত নাটকগুলি তাঁরই রচনা কিনা তা নিয়ে সারা বিশ্বব্যাপী বিস্তর গবেষণা বিদ্যমান । 

উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী
উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী

উইলিয়াম শেক্সপিয়ারের রচিত নাটকগুলোর বেশির ভাগই মঞ্চস্থ হয়ে থাকে১৫৮৯ থেকে ১৬১৩ সালের অন্তর্বর্তী সময়ে।  তাঁর প্রাথমিক পর্যায়ের রচনাগুলোতে মূলত  মিলনান্তক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের  নির্যাস ছিল। তবে পরবর্তীকালে এই সুদক্ষ সাহিত্যিকের রচনায় এই দুটি ধারা আভিজাত্য ও শৈল্পিক নিদর্শনের শিখরে উঠেছিল। এই ধারার রচনায় অন্যান্য নিদর্শন যেমন হ্যামলেট, কিং লিয়ার  ও ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ারের রচনা শ্রেষ্ঠত্বের উদাহরণ বহন করে থাকে যা  ROMANCE বা প্রেমের পর্যায়ে পড়ে।  শেক্সপিয়ার জীবনের অন্তিম লগ্নে এসে ট্র্যাজিক কমেডির রচনায় নিজেকে নিমগ্ন করেছিলেন ।

শেক্সপিয়ারের নাটক
শেক্সপিয়ারের নাটক

অবশ্য উইলিয়াম শেক্সপিয়ারের  জীবিতকালে তাঁর রচিত নাটকগুলির প্রকাশনার গুণগত মান কতটা সমৃদ্ধ ছিল সেটা প্রমাণসাপেক্ষ।১৬২৩ উইলিয়াম শেক্সপিয়ারের সমগ্র নাট্যসাহিত্যে এক নাট্য সংকলন প্রকাশিত করেন তাঁর দুই প্রাক্তন নাট্য সহকর্মী যা "ফার্স্ট ফোলিও" নামে প্রকাশিত হয়। এটি  তাঁর  নাটকীয় রচনার একটি সংগৃহীত সংস্করণ।

কর্মজীবন | Work Life

কেরিয়ারের শুরুর দিকে শেক্সপিয়র হানরি রাইওথসলে, সাউদাম্পটনের আর্ল এর দৃষ্টি আকর্ষণ করে সক্ষম  তাঁর প্রথম এবং দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ: "ভেনাস এবং অ্যাডোনিস" (1593) এবং "দ্য রেপ অব লুস্রেস" (1594) উৎসর্গ   করেছিলেন। । 

1597 এর মধ্যে, শেক্সপিয়ার  37 টি নাটক লিখে প্রকাশ ও করেছিলেন । এই সময়ে তিনি তার পরিবারের জন্য নিউ হাউস নামে স্ট্রাটফোর্ডের দ্বিতীয় বৃহত্তম বাড়ি ক্রয় করেছিলেন  । ১৫৯৯ খ্রিস্টাব্দে   শেক্সপিয়র এবং তার ব্যবসায়িক অংশীদাররা থেমস নদীর দক্ষিণ তীরে তাদের নিজস্ব থিয়েটার নির্মাণ  করেছিলেন যা গ্লোব থিয়েটার নামে খ্যাতি অর্জন করেছিল  ।

শেক্সপিয়রের রচনা ভঙ্গি  

শেক্সপিয়ারের প্রথম নাটকগুলি  রূপক ও অলৌকিক বাক্যাংশে রচিত ছিল ।

শেক্সপিয়রের নাটকগুলির কালানুক্রম  প্রায় ১৫৯০ থেকে ১৬১৩ সাল এর মধ্যবর্তী সময়কাল পর্যন্ত। ১৬২৩ সালে ফার্স্ট ফোলিওতে প্রকাশিত শেকসপিয়রের ৩৬টি নাটককে উক্ত ফোলিওতে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়।

এগুলিহল:  মিলনান্তক (কমেডি),  ঐতিহাসিক (হিস্ট্রি)  ও বিয়োগান্তক (ট্রাজেডি)

শেক্সপিয়ারের  মিলনান্তক নাটক:

  • অল’স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল
  • অ্যাজ ইউ লাইক ইট
  • দ্য কমেডি অব এররস
  • লভ’স লেবার’স লস্ট
  • মেজার ফর মেজার
  • দ্য মার্চেন্ট অব ভেনিস
  • দ্য মেরি ওয়াইভস অব উইন্ডসর
  • আ মিডসামার নাইটস ড্রিম
  • মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং
  • পেরিক্লিস, প্রিন্স অব টায়ার*†
  • দ্য টেমিং অব দ্য শ্রিউ
  • দ্য টেমপেস্ট
  • টুয়েলফথ নাইট
  • দ্য টু জেন্টলমেন অব ভেরোনা
  • দ্য টু নোবল কিনসমেন

ঐতিহাসিক নাটক বা হিস্ট্রি:

  • কিং জন
  • রিচার্ড দ্য সেকেন্ড
  • হেনরি দ্য ফোর্থ, প্রথম ভাগ
  • হেনরি দ্য ফোর্থ, দ্বিতীয় ভাগ
  • হেনরি দ্য ফিফথ
  • হেনরি দ্য সিক্সথ, প্রথম ভাগ
  • হেনরি দ্য সিক্সথ, দ্বিতীয় ভাগ
  • হেনরি দ্য সিক্সথ, তৃতীয় ভাগ
  • রিচার্ড দ্য থার্ড
  • হেনরি দি এইটথ

শেকসপিয়রীয় বিয়োগান্তক নাটক বা ট্রাজেডি:

  • রোমিও অ্যান্ড জুলিয়েট
  • কোরিওলেনাস
  • টাইটাস অ্যান্ড্রোনিকাস
  • টাইমন অথ অ্যাথেন্স
  • জুলিয়াস সিজার
  • ম্যাকবেথ
  • হ্যামলেট
  • ট্রইলাস অ্যান্ড ক্রেসিডা
  • কিং লিয়ার
  • ওথেলো
  • অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা

শেকসপিয়রের সনেট

  • ভেনাস অ্যান্ড অ্যাডোনিস
  • দ্য রেপ অব লুক্রেসি
  • দ্য প্যাশনেট পিলগ্রিম
  • দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল
  • আ লাভার’স কমপ্লেইন্ট

উইলিয়াম শেক্সপিয়রের কমেডি অফ এররস্ অবলম্বনে ১৮৬৯ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর দ্বারা  রচিত হয় জনপ্রিয়  বাংলা গ্রন্থ ভ্রান্তিবিলাস।  কথিত আছে, মাত্র পনেরো দিনে বিদ্যাসাগর মহাশয়  কমেডি অফ এরর-এর এই ভাবানুবাদটি রচনা করেছিলেন।

উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে কথিত গল্প  | Stories about William Shakespeare in Bangla

উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম জীবনীকার ও নাট্যকার নিকোলাস রো শেক্সপিয়ারের সম্পর্কে লিখেছেন যে হরিণ রান্না করার অপরাধে ভীত সন্ত্রস্ত্র শেক্সপিয়ার নিজেকে বাঁচাতে শহর পরিত্যাগ করে লন্ডনে  পাড়ি দেন  ।

আরেকটি প্রচলিত গল্প থেকে জানা যায় যে তিনি লন্ডন নাট্যশালায় কাজ শুরু করেন সেখানকার পৃষ্ঠপোষকদের ঘোড়ার রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত হয়ে।

জন অ্যাব্রের মতে উইলিয়াম শেক্সপিয়ার গ্রামের বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করতেন তবে এইসব বিবিধ গল্পের সমর্থনে কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই যা মূলত  শেক্সপিয়ারের মৃত্যুর পর প্রচলিত হয়ে অাছে।

মৃত্যু  ও উপসংহার  :

শেক্সপিয়ারের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি, যদিও অনেকে বিশ্বাস করেন যে একটি সংক্ষিপ্ত অসুস্থতার পরে তাঁর মৃত্যু হয়েছিল। জনপ্রিয়তার মধ্যগগনে অধিষ্ঠিত এই সুপ্রসিদ্ধ নাট্যকার ও কবির মৃত্যু তাঁর জনপ্রিয়তাকে হ্রাস  করেছিল ঠিকই তবে ঊনবিংশ শতাব্দীর তে খ্যাতির শিখরে উঠেছিলেন তিনি ।উইলিয়াম শেক্সপিয়ারের গুণগ্রাহী ভক্ত ছিলেন রোমান্টিকেরা আর ভিক্টোরিয়ানরা যাঁরা এনাকে পূজার আসনে বসিয়েছিলেন  ।

জর্জ বার্নাড শ একে 'চারণ পূজা' হিসেবে অভিহিত করেছেন। বিংশ শতাব্দীতেও উইলিয়াম শেক্সপিয়ারের রচনা সমূহকে পুনরাবিষ্কার ও পুনরুদ্ধার করার প্রয়াস করা হয়েছে বিভিন্ন নাট্য গবেষণার মাধ্যমে। বহুল চর্চিত ও সর্বজনপ্রিয় উইলিয়াম শেক্সপিয়ারের নাটক রচনা সমূহ সারা বিশ্বে তাই এখনো মঞ্চস্থ হয়ে আসছে এবং তা চলবে অদূর ভবিষ্যতেও।  প্রভূত প্রতিভাশালী এই নাট্যকার তাঁর রচনার মাধ্যমে গোটা বিশ্বে চির অমর হয়ে আছেন।

প্রশ্নোত্তর - Frequently Asked Questions

উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন ?

উইলিয়াম শেক্সপিয়ারের ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার।

উইলিয়াম শেক্সপিয়ারকে কী নামে অভিহিত করা হয় ?

শেক্সপিয়ারকে "জাতীয় কবি" এবং "বার্ড অব অ্যাভন" (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়।

উইলিয়াম শেক্সপিয়ার রচনাগুলি কি কি?

শেক্সপিয়ারের রচনাগুলির মধ্যে রয়েছে ৩৮টি নাটক,১৫৪টি সনেট, দুটি দীর্ঘ আখ্যানকবিতা এবং আরও কয়েকটি কবিতা।

শেক্সপিয়ারের জন্ম ও বেড়ে ওঠা কোথায় ?

শেকসপিয়রের জন্ম ও বেড়ে ওঠা স্ট্যাটফোর্ড অন-অ্যাভনে।

উইলিয়াম শেক্সপিয়ারের কয়েকটি শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি নাম উল্লেখ করো ।

হ্যামলেট, কিং লিয়ার ও ম্যাকবেথ ইংরেজি ভাষার শেক্সপিয়ারের কয়েকটি শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি।

উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যু কত সালে হয় ?

২৩ এপ্রিল, ১৬১৬ (৫২ বছর)সালে শেক্সপিয়ারের মৃত্যু হয় ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File