Indian Army | ৮৭টি সশস্ত্র ড্রোন ও ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনবে ভারত! চুক্তি হবে ৬৭ হাজার কোটি টাকার!
Wednesday, August 6 2025, 1:09 pm

অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করতে শতাধিক ব্রহ্মস ও ড্রোন কিনতে চলেছে ভারতীয় সেনা।
অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী করতে শতাধিক ব্রহ্মস ও ড্রোন কিনতে চলেছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, ইতিমধ্যে অস্ত্র কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ৬৭ হাজার কোটি টাকার চুক্তিতে প্রাথমিক অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রায় ২০ হাজার কোটি টাকা দিয়ে মাঝারি পাল্লার দীর্ঘ সহনশীলতা (ম্যাল) সম্পন্ন ৮৭টি সশস্ত্র ড্রোন কেনা হবে। ড্রোনগুলিকে আগামী ১০ বছর রক্ষণাবেক্ষণে খরচ হবে আরও ১১ হাজার কোটি টাকা। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতিতে কেনা হবে নতুন ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রও।