Asansol | ১৫ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন! ঘটনার এক বছর তিনমাসের মধ্যে অভিযুক্ত বাবাকে ফাঁসির সাজা দিল আদালত!
Wednesday, August 6 2025, 11:41 am
Key Highlightsআসানসোলে ১৫ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করার ঘটনায় অভিযুক্ত বাবাকে ফাঁসির সাজা দিল আদালত।
আসানসোলে ১৫ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করার ঘটনায় অভিযুক্ত বাবাকে ফাঁসির সাজা দিল আদালত। ঘটনার এক বছর তিনমাসের মধ্যে আসানসোলের বিশেষ পকসো আদালতের বিচারক এই ফাঁসির নির্দেশ দিয়েছেন। ২০২৪ সালের ১৩ মে মেয়েকে মৃত অবস্থায় দেখেন তার মা। সে সময়ে নির্যাতিতার গলায় দাগ, নাক কান দিয়ে রক্ত বের হচ্ছিলো। পরে ওই নির্যাতিতার মায়ের অভিযোগে গ্রেফতার করা হয় নাবালিকার বাবাকে এবং ময়নাতদন্তে জানা যায়, নাবালিকাকে ধর্ষণ করে তারপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। এমনকি নাবালিকার যৌনাঙ্গে অভিযুক্তের DNAও পাওয়া যায়।

