Uttarkashi | হড়পা বানে মাটির নিচে চাপা পড়লো উত্তরকাশীর প্রাচীন কল্প কেদার শিব মন্দির!

Wednesday, August 6 2025, 7:46 am
highlightKey Highlights

কাদা মাটির স্রোতে চাপা পরে গিয়েছে ক্ষীরগঙ্গা নদীর তীরে অবস্থিত উত্তরকাশীর প্রাচীন কল্প কেদার শিব মন্দির।


হড়পা বানে বিপর্যস্ত উত্তরকাশী। এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ অন্তত ৫০। ভেসে গিয়েছে ধরালি গ্রাম। এরই মধ্যে জানা গিয়েছে, কাদা মাটির স্রোতে চাপা পরে গিয়েছে ক্ষীরগঙ্গা নদীর তীরে অবস্থিত উত্তরকাশীর প্রাচীন কল্প কেদার শিব মন্দির। স্থানীয় সূত্রে খবর, ক্ষীরগঙ্গা নদী সংলগ্ন এলাকায় মাটির স্তূপ জড়ো হয়েছে, আর সেখানেই মাটির স্তূপের নীচে চাপা পড়ে রয়েছে এই মন্দির। বলা বাহুল্য, ১৯৪৫ সালে খননের ফলে এই মন্দিরের অস্তিত্ব জানা যায়। মন্দিরটি মাটির নীচে ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File