EPIC Card Rule | ভোটার কার্ড পাঠানোর নিয়মে বদল, স্পিড পোস্টে এপিক কার্ড চলে যাবে ভোটারের বাড়িতে!

Wednesday, August 6 2025, 8:44 am
highlightKey Highlights

কয়েকটি বিধানসভায় ভুয়ো ভোটারের হদিশ পাওয়ার ঘটনার পর বাড়িতে বাড়িতে ভোটার কার্ড পাঠানোর নিয়ম বদল করলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।


কয়েকটি বিধানসভায় ভুয়ো ভোটারের হদিশ পাওয়ার ঘটনার পর বাড়িতে বাড়িতে ভোটার কার্ড পাঠানোর নিয়ম বদল করলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এবার থেকে ডাক বিভাগের কেন্দ্রীয় অফিস অর্থাৎ, জিপিও থেকে সরাসরি স্পিড পোস্টে এপিক কার্ড চলে যাবে ভোটারের বাড়িতে। জানা গিয়েছে, ইতিমধ্যেই সরস্বতী প্রেসে যে এপিক কার্ডগুলি ছাপা হয়ে পড়ে রয়েছে সেগুলিও ডাক বিভাগের মাধ্যমে সরাসরি ভোটারের বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ সিইও দফতরের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File