ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali

Thursday, April 14 2022, 3:37 am
highlightKey Highlights

ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি একজন আদর্শ শিক্ষক, মহান দার্শনিক, এবং হিন্দু চিন্তাবিদ ছিলেন। তাঁর দুর্দান্ত গুণাবলীর কারণে, ভারত সরকার ১৯৫৪ সালে তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্ন' দিয়ে সম্মানিত করে। তিনি সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত দেশের প্রথম ব্যক্তি।


এই মহান ব্যক্তিত্বের জন্মদিন ৫ সেপ্টেম্বর যা সারা দেশে "শিক্ষক দিবস" হিসাবে পালিত হয়। তিনি দার্শনিক হিসেবে পাশ্চাত্য আদর্শবাদী দার্শনিকদের চিন্তাকে ভারতীয় চিন্তায় প্রবর্তন করেছিলেন।

 ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা 
 ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা 

বাল্যকাল ( Childhood of Sarvepalli Radhakrishnan )

Trending Updates

সর্বপল্লী রাধাকৃষ্ণান তামিলনাড়ুর তিরুতানী গ্রামে (মাদ্রাজ) ব্রাহ্মণ পরিবারে ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন।  তাঁর পূর্বপুরুষরা সর্বপল্লী নামে একটি শহরে বাস করতেন, তাই রাধাকৃষ্ণণের পরিবারের সমস্ত সদস্য তাদের নামের সামনে সর্বপল্লী নামটি ব্যবহার করতেন।  তাঁর  বাবার নাম সর্বপল্লী বীরস্বামী এবং তাঁর মাতার নাম সিতাম্মা। 

রাধাকৃষ্ণনের চার ভাই ও এক বোন ছিল।  তাঁর পিতা রাধাকৃষ্ণনের   শিক্ষার বিরোধিতা করেছিলেন যেহেতু তিনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।  তাঁর বাবা চেয়েছিলেন তিনি পড়াশুনার চেয়ে কোনও মন্দিরে পুরোহিত হয়ে উঠবেন, কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল আরও।  যুবক রাধাকৃষ্ণান তিরুথানির একটি স্কুলে ভর্তি হন এবং অবশেষে সর্বাধিক জ্ঞাত ভারতীয় হয়ে ওঠেন।

শিক্ষা ( Sarvepalli Radhakrishnan Education ) 

ছোটবেলা থেকেই রাধাকৃষ্ণান একজন মেধাবী ছাত্র ছিলেন।তাঁর বাবা দরিদ্র ছিলেন বলেই রাধাকৃষ্ণণ তাঁর অর্জিত  শিক্ষাবৃত্তির মাধ্যমে নিজের বৃত্তি দিতেন।  ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন তার প্রাথমিক শিক্ষা তিরুভাল্লুর গৌডি স্কুল থেকে পেয়েছিলেন এবং তারপরে তিরুপতির লুথেরান মিশন স্কুলে তাঁর উচ্চ বিদ্যালয়ের পঠনপাঠনের  জন্য যান।  তিনি ভেলোরের বুরহে'র কলেজে যোগদান করেন এবং পরে মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে অধ্যয়ন করেন।   

 ১৯০৪ সালে, তিনি আর্টসে প্রথম শ্রেণিতে স্নাতক উত্তীর্ণ হন  ।  তিনি মনোবিজ্ঞান, ইতিহাস, এবং গণিতে বিশেষজ্ঞ ছিলেন।  তিনি "বাইবেল" অধ্যয়ন করেছিলেন এবং  খ্রিস্টান কলেজে বৃত্তি পেয়েছেন। তিনি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে   দর্শনকে তাঁর প্রধান বিষয় হিসাবে বেছে নিয়েছিলেন ।তার বিষয় ছিল ‘বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা’।

সর্বপল্লী রাধাকৃষ্ণান
সর্বপল্লী রাধাকৃষ্ণান

 এম.এ. শেষ করার পরে সর্বপল্লী রাধাকৃষ্ণান ১৯০৯ সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে  সহকারী বক্তার পদ লাভ করেন  । কলেজে থাকাকালীন  হিন্দু দর্শনে বিশেষ  দক্ষতা অর্জন করেছিলেন, যথা উপনিষদ, ভগবদ গীতা, ব্রহ্মসূত্র এবং সংকর, রামুনুজা এবং মাধবের ভাষ্য তাঁর  আয়ত্তে ছিল  । এ ছাড়াও  তিনি বৌদ্ধ ও জৈন দর্শন এবং প্লেটো, প্লোটিনাস, ক্যান্ট, ব্র্যাডলি এবং বার্গসনের মতো পাশ্চাত্য  চিন্তাবিদদের দর্শনগুলির সাথেও পরিচিত ছিলেন।

 সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিবাহিত জীবন ( Married Life of Sarvepalli Radhakrishnan in bengali )

 সেই দিনগুলিতে অল্প বয়সেই বিবাহ ছিল।  সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৯০৩ সালে  16 বছর বয়সে শিবকামুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র দশ বছর।  তেলুগু ভাষার ভাল জ্ঞান ছিল তাঁর।  তিনি ইংরেজি ভাষাও জানতেন।  1908 সালে, রাধাকৃষ্ণন দম্পতির একটি কন্যা জন্মগ্রহণ করে। 

কর্মজীবন ( Sarvepalli Radhakrishnan Work explained in Bangla ) 

 প্রথম জীবনে তিনি মহীশুর বিশ্ববিদ্যালয়ের দর্শনের   অধ্যাপনা করেন (১৯১৮)। এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সে সময়েই তিনি লেখেন তাঁর প্রথম গ্রন্থ ‘ দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগোর’। দ্বিতীয় গ্রন্থ ‘দ্য রেন অফ রিলিজিয়ন ইন কনটেমপোরারি ফিলোজফি’ প্রকাশিত হয় ১৯২০সালে।

 ১৯২১ সালে, রাধাকৃষ্ণান কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক হিসাবে মনোনীত হন।  ১৯২৩ সালে ডঃ রাধাকৃষ্ণনের "ভারতীয় দর্শন" পুস্তকটি  প্রকাশিত যা একটি দার্শনিক ক্লাসিক এবং সাহিত্যের উৎকৃষ্ট অবদান   হিসাবে প্রশংসিত হয়েছিল।

অবদান ( Contributions to the society )

 সর্বপল্লী রাধাকৃষ্ণানকে হিন্দু দর্শনের উপর বক্তৃতা দেওয়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছিল  ।  তিনি তাঁর বক্তৃতাগুলিকে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার অন্যতম তীক্ষ্ণ হাতিয়ার  হিসাবে ব্যবহার করেছিলেন।  তিনি দেখিয়েছিলেন যে স্ট্যান্ডার্ড একাডেমিক জারগনে অনুবাদিত ভারতীয় দর্শন  পাশ্চাত্য দর্শনের থেকে কোনও অংশে কম না। তিনি এভাবেই ভারতীয় দর্শনের গুরুত্ব বিশ্বের দরবারে রেখেছিলেন ।

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জীবনী
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জীবনী

সম্মানীয় পদ

  1. ১৯৩১ সালে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচিত হয়েছিলেন।
  2.  ১৯৩১ সালেই নাইট উপাধি লাভ করেন  ।
  3. ১৯৩৯ সালে রাধাকৃষ্ণান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন।
  4. ১৯৪৬ সালে, তিনি ইউনেস্কোর রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন। 
  5. রাধাকৃষ্ণান কমিটির পরামর্শ ভারতের প্রয়োজনে শিক্ষাব্যবস্থাকে কাঠামোয় সহায়তা করেছিল।
  6. ১৯৪৯ সালে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত নিযুক্ত হন।  তিনি সোভিয়েত ইউনিয়নের সাথে দৃঢ় সম্পর্কের ভিত্তি স্থাপনে সহায়তা করেছিলেন।  
  7. রাধাকৃষ্ণান ১৯৫২ সালে ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।
  8. তিনি ১৯৫৩ থেকে১৯৬২ সাল পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন
  9. ১৯৫৪ সালে তাঁকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়। 
  10. সহ-রাষ্ট্রপতি হিসাবে দুইবার দায়িত্ব পালন করার পরে, সর্বপল্লী রাধাকৃষ্ণান ১৯৬২ সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।   তিনি ১৯৬৭ সালে রাষ্ট্রপতি হিসাবে অবসর গ্রহণ করে মাদ্রাজে স্থায়ী হন। 

সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে কয়েকটি  আকর্ষণীয় ঘটনা

1. নাইটহুড

 শিক্ষাক্ষেত্রে অবদানের ফলে ডাঃ রাধাকৃষ্ণান ভারত রত্ন সহ বেশ কয়েকটি পুরষ্কার অর্জন করেছিলেন।  এমনকি তিনি শিক্ষকতা করার ক্ষেত্রে দক্ষতার জন্য ১৯৩১ সালে ব্রিটিশ সম্রাট কিং জর্জ ৫ এর কাছ থেকে নাইটহুড পেয়েছিলেন।  তিন দশক পরে, ডঃ রাধাকৃষ্ণন ব্রিটেনের ROYAL FOLKS কর্তৃক  'অর্ডার অফ মেরিট' সম্মানে ভূষিত হয়েছিলেন।

 2. টেম্পলটন পুরস্কার

 1975 সালে, জীবনের শেষ দিকে, রাধাকৃষ্ণন সুপরিচিত 'টেম্পলটন ফাউন্ডেশন' দ্বারা  'টেম্পলটন পুরস্কার' এ ভূষিত হন।  তবে উদার পণ্ডিত  রাধাকৃষ্ণন  ,টেম্পলটন পুরস্কারের মাধ্যমে অর্জিত পুরো অর্থটি 'অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়'কে দান করেছিলেন।

 ৩ . রাধাকৃষ্ণন  তাঁর  মহীশূর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে পরবর্তীকালে  

 কলকাতায় এসে তাঁর কার্যভার গ্রহণ করে  ।  তাঁর প্রিয় শিক্ষার্থীরা ডঃ রাধাকৃষ্ণনকে রেলস্টেশনে ফুলের গাড়িতে করে বিদায় জানান। 

Sarvepalli Radhakrishnan with Rabindranath Tagore
Sarvepalli Radhakrishnan with Rabindranath Tagore

 ৪. দর্শন

 ডাঃ রাধাকৃষ্ণান দর্শনের উপর বিভিন্ন বই লিখেছিলেন এবং  মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে বিষয়টির অধ্যাপনাও করেছিলেন।  তিনি ভারতের অন্যতম সেরা দার্শনিক  হিসাবে পরিচিত এবং বিদেশে ও  স্বমহিমায়  সুপরিচিত ছিলেন।  

 ৫.সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত

ডঃ রাধাকৃষ্ণানকে সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, যা ছিল একটি চ্যালেঞ্জিং কাজ। তিনি একদা ইউনেস্কোর নির্বাহী বোর্ডের চেয়ারম্যানও নিযুক্ত হয়েছিলেন।

 ৬. বেনারস হিন্দু ইউনিভার্সিটির' উপাচার্য

এই বরেণ্য শিক্ষক ১৯৩৯ সালে 'বেনারস হিন্দু ইউনিভার্সিটির' উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছিলেন , যখন ভারতবর্ষ   ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তৎকালীন   ব্রিটিশ গভর্নর স্যার মরিস হ্যালেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি যুদ্ধ হাসপাতালে পরিণত করতে চেয়েছিলেন, যা ছিল মহাত্মা গান্ধীর দ্বারা শুরু হওয়া 'ভারত ছাড়ো আন্দোলন'-এর প্রতিক্রিয়া জানানোর বহির্প্রকাশ।   ডাঃ রাধাকৃষ্ণান হ্যালেটের এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চিন্তার তীব্র বিরোধিতা করেছিলেন, যার ফলশ্রুতি স্বরূপ   বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তা স্থগিত হয়ে যায়।  ডঃ রাধাকৃষ্ণান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যক্তিগতভাবে তহবিল সংগ্রহের জন্য সারাদেশে সমাজসেবী এবং চিন্তাবিদদের কাছে সাহায্যপ্রার্থী হয়ে  গিয়েছিলেন।

৭. ভগবদ্ গীতা বা বাইবেলের আয়াত পাঠ

Sarvepalli Radhakrishnan in Stamp Paper
Sarvepalli Radhakrishnan in Stamp Paper

রাজ্যসভায় তাঁর মজাদার আচরণ দেখে অনেকে দাবি করেছেন যে যখন সংসদ ভবনের অভ্যন্তরের পরিবেশটি রাজনৈতিক নেতারা একে অপরের সাথে তর্ক-বিতর্ক করে বিশৃঙ্খলাবদ্ধ  করে তোলেন , তখন ডঃ রাধাকৃষ্ণান এক অস্বাভাবিক উপায়ে উত্তপ্ত পরিবেশকে শান্ত করতেন।  জনতার মধ্যে শৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ভগবদ্ গীতা বা বাইবেলের আয়াত পাঠ করতেন।

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের মৃত্যু

Sarvepalli Radhakrishnan in Old Age
Sarvepalli Radhakrishnan in Old Age

 ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন দীর্ঘকালীন অসুস্থতার পর ১৯৭৫ সালের ১ এপ্রিল চেন্নাইতে মারা যান।  শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান সর্বদা প্রশংসিত হবে। রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি প্রস্তাব রেখেছিলেন যে  ৫ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদ্‌যাপিত হয় তবে তিনি বিশেষরূপে অনুগ্রহ লাভ করবেন এবং খুশি হবেন  ।

সেই থেকে  প্রতি বছর ৫ সেপ্টেম্বর এই মহান দার্শনিককে  সম্মান জানাতে সারা দেশে “শিক্ষক দিবস” পালিত হয়।  এই দিনে, রাজ্যের সেরা শিক্ষকদের সম্মানিত করা হয়।

Sarvepalli Radhakrishnan teachers day
Sarvepalli Radhakrishnan teachers day

ডঃ রাধাকৃষ্ণনের মূল্যবান চিন্তাভাবনা, উক্তি | Sarvepalli Radhakrishnan Quotes, Sayings

  • "ধর্ম হল একটি আচরণ, কোনো বিশ্বাস নয়। জ্ঞান ও বিজ্ঞান হল একমাত্র পথ যার জীবন আনন্দ ও খুশি তে ভরে উঠবে।"
  • "ঈশ্বর হল সমস্ত আত্মার আত্মা – সর্বোচ্চ চেতনা।"
  • "যখন আমরা ভাবি, আমরা জানতে পারি, আমাদের শিক্ষা সম্পূর্ণ করি।"
  • "শিক্ষার সর্বোচ্চ ফল হওয়া উচিত একজন সৃজনশীল মানুষ, যিনি বিপরীত পরিস্থিতি এবং প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন।"
  • "বই হল একমাত্র পন্থা যার মাধ্যমে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির মেইল ঘটানো সম্ভব।"
  • "ঈশ্বর আমাদের সকলের মধ্যে বাঁচে, অনুভব করে ও কষ্ট ভোগ করে এবং সময়ের সাথে তিনি আমাদের মধ্যে গুণ, জ্ঞান, সৌন্দর্য ও ভালোবাসা ছড়িয়ে দেন।"
  • "আপনার প্রতিবেশীকে ভালোবাসেন, কারণ আপনি নিজেই আপনার প্রতিবেশী। আপনার প্রতিবেশী অন্য কেউ এটা একটা ভ্রম।"
  • "মানুষ হচ্ছে যৌক্তিকতা সত্তা – দুনিয়ার গৌরব ও কলঙ্ক।"

ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তাঁর কর্মের মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন প্রতিটি মানুষের হৃদয়ে ।তাঁর শিক্ষা , তাঁর  দর্শন আবাল বৃদ্ধ বণিতা সকল ভারতবাসীর   জীবনচলার পাথেয় যা ভবিষ্যৎ প্রজন্মকে  অারো সমৃদ্ধ করবে ও আলোর পথ দেখাব॥

প্রশ্নোত্তর - Frequently Asked Questions

সর্বপল্লী রাধাকৃষ্ণণ কে ছিলেন ?

ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি

ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কবে কোথায় জন্মগ্রহণ করেন ?

১৮৮৮খ্রিষ্টাব্দের ৫ ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুতানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।

কত সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ব্রিটিশ নাইটহুড এ সম্মানিত হন ?

১৯৩১ সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ব্রিটিশ নাইটহুড এ সম্মানিত হন ।

কত সালে ডক্টর রাধাকৃষ্ণণ ভারতরত্নে ভূষিত হন ?

১৯৫৪ সালে ডক্টর রাধাকৃষ্ণণ ভারতরত্নে ভূষিত হন ।

ড.সর্বপল্লী রাধাকৃষ্ণন কত বছর দিল্লি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন?

১৯৫৩-১৯৬২ সাল পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন।




Contents ( Show )

পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File