Repo Rate | রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত মুদ্রানীতি কমিটির, ঘোষণা RBI গভর্নরের!
Wednesday, August 6 2025, 5:53 am
Key Highlightsরিজ়ার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে এদিন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা রেপো রেট অপরিবর্তিত রাখার ঘোষণা করেছেন।
ফের রেপো রেট অপরিবর্তিত রাখল RBI। রিজ়ার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে এদিন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা রেপো রেট অপরিবর্তিত রাখার ঘোষণা করেছেন। এর ফলে রেপো রেট থাকল ৫.৫০ শতাংশে। উল্লেখ্য, আগস্ট মাসে রেপো রেট না কমালেও ২০২৫ সালে তিন ধাপে মোট ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ রেপো রেট কমিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি। চলতি বছর ফেব্রুয়ারি, এপ্রিল ও জুন মাসে রেপো রেট কমানো হয়।

