আবহাওয়া

প্রচন্ড গরম থেকে মিলবে রেহাই, ঝেঁপে বৃষ্টি নামবে ৭ জেলায়

প্রচন্ড গরম থেকে মিলবে রেহাই, ঝেঁপে বৃষ্টি নামবে ৭ জেলায়
Key Highlights

রাজ্যের ৭ জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

হাঁসফাঁস গরম থেকে শহরবাসী কবে মুক্তি পাবেন সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি আববাওয়াবিদরা। তবে রাজ্যের মোট সাতটি জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। 

বৃষ্টির পূর্বাভাস! কোন কোন রাজ্যে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা

বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনই পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। এর জেরে তীব্র গরম থেকে সাময়িক ভাবে রেহাই পাবে রাজ্যবাসী।

তিলোত্তমা কবে ভিজবে বৃষ্টিতে?

 গত কয়েকদিন ধরেই গরমের তীব্রতা বেড়েছে শহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। তার সঙ্গে হাঁসফাঁস গরম। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘাম বেশি হচ্ছে। সেকারণে আরও বেশি করে অস্বস্তিকর গরম বাড়ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।