পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হল টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড! জেনে নিন কীভাবে পাবেন

Thursday, December 1 2022, 6:11 pm
highlightKey Highlights

আগামী ১১ই ডিসেম্বর শিক্ষক নিয়োগের জন্যে টেট পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। জোড়কদমে চলছে প্রস্তুতি।


একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে টেট পরীক্ষার প্রস্তুতি। তবে শান্তিপূর্ণ এবং ভালোভাবে পরীক্ষা যাতে নেওয়া যায় সেদিকে তাকিয়ে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে কমিশনের তরফে। ইতিমধ্যে প্রকাশ করা হল টেট পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড। তবে কবে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তা নিয়ে একটা চিন্তা ছিল পরীক্ষার্থীদের মধ্যে। অবশেষে সেই প্রক্রিয়া শুরু করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, টেট পরীক্ষার জন্য আবেদন করেছে প্রায় ৭ লাখ পরীক্ষার্থী

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা বলা হয়েছে। এজন্যে দুটি ওয়েবসাইট করা হয়েছে বলেও পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর এই দুটি ওয়েবসাইট থেকেই পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এজন্যে ওয়েবসাইট দুটি হল- www.wbbpeডটorg এবং http://wbbprimaryeducationডটorg-। ইতিমধ্যে কার্ড ডাউনলোড শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Trending Updates

একের পর এক নিয়োগ দুর্নীতি সামনে এসেছে। গ্রেফতার হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে ফের একবার শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে। মোট ১১ হাজারের বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এমনটাই জানা যাচ্ছে। তবে টেটে বসতে এখনও পর্যন্ত প্রায় ৭ লাখ পরীক্ষার্থী আবেদন করেছেন বলে জানা যাচ্ছে। যা সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। ফলে সুষ্ট ভাবে পরীক্ষা নেওয়াটাই এবার বড় চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে।

আগামী ১১ই ডিসেম্বর, রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত টেট পরীক্ষা নেওয়া হবে। প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এই শিক্ষক নিয়োগ করা হবে। তবে এবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এবার কোনইও সুপারিশ মানা হবে না। এমনকি পুরোটাই মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। এমনকি যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেজন্যে গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটাই ভিডিও রেকর্ড করা হবে বলেও জানানো হয়েছে। কার্যত পুরোপুরি ভাবেই আঁটসাঁট করে প্রাথমিক শিক্ষা পর্ষদ নামছে।

অন্যদিকে পরীক্ষার দিনে যাতে কোনও সমস্যা না হয় সেজন্যে ইতিমধ্যে নবান্নের তরফে উচ্চপর্যায়ের একটি বৈঠক করা হয়। যেখানে সমস্ত জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। যেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন প্রশাসনের তরফে খোলা হবে কন্ট্রোল রুম। যেখান থেকে সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্যেও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। টুকলি রুখতেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File