লাইফস্টাইল

2023 Durga Puja | ভিড় থেকে দূরে নিরিবিলিতে শারদোৎসব! পুজো পরিক্রমার অংশ হবে দুই দেশের প্রতিমা বিসর্জনের বিখ্যাত স্থান ইচ্ছামতী নদী!

2023 Durga Puja | ভিড় থেকে দূরে নিরিবিলিতে শারদোৎসব! পুজো পরিক্রমার অংশ হবে দুই দেশের প্রতিমা বিসর্জনের বিখ্যাত স্থান ইচ্ছামতী নদী!
Key Highlights

২০২৩ দূর্গা পূজার বিশেষ চমক হিসেবে উত্তর ২৪ পরগনা,পশ্চিমবঙ্গ পর্যটন দফতর ঘোষণা করেছে চারটি বিশেষ ট্যুরিজম প্যাকেজের। এই প্যাকেজের মধ্যে রয়েছে ইছামতি নদীও।

১০দিনও বাকি নেই দূর্গা পুজোর। গোত্র বাংলা মেতে উঠেছে শারোদোৎসবে। ২০২৩ দূর্গা পূজা (2023 Durga Puja)তে শহর কলকাতায় চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। যদিও এই সময়ে অনেকেই শহরের ভিড়ভাট্টার মধ্যে থাকতে পছন্দ করেন না, আবার চান না দুর্গাপুজোর স্বাদ মিস করতেও। এর জন্যই উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গ (North 24 Parganas West Bengal)-এ স্পেশ্যাল প্যাকেজের ব্যবস্থা করা হচ্ছে।

টাকি পশ্চিমবঙ্গ (Taki West Bengal) নানান কারণে বিখ্যাত। তার মধ্যে ইছামতি নদী (Ichamati River)তে দুই দেশের প্রতিমা বিসর্জন  বিশ্ব বিখ্যাত। প্রতি বছর দুর্গোৎসবে টাকি পশ্চিমবঙ্গ (Taki West Bengal)এর ইছামতি নদী (Ichamati River)তে দুই দেশের প্রতিমা বিসর্জন দেখতে দেশ-বিদেশের মানুষ ভিড় করেন দশমী বা একাদশীতে। তবে, এ বছরের পুজো পরিক্রমার অংশ হয়ে উঠতে পারে এসব দর্শনীয় স্থান। উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গ (North 24 Parganas West Bengal)জেলার পর্যটন দফতর পুজোর সময় চারটি ট্যুর প্যাকেজের ঘোষণা করেছে। এই প্যাকেজে ঘুরে আসতে পারবেন টাকি, হাসনাবাদ, গোবরডাঙা। দেখতে পারেন বিশ্ববিখ্যাত বিসর্জনও। দেখে নিন  উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গ (North 24 Parganas West Bengal)জেলার পর্যটন দফতরের তরফ থেকে ২০২৩ দূর্গা পূজা (2023 Durga Puja) উপলক্ষ্যে কী কী প্যাকেজের ব্যবস্থা করা হচ্ছে।

প্রথম প্যাকেজ । First Package :

উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গ (North 24 Parganas West Bengal)জেলার পর্যটন দফতরের তরফ থেকে ২০২৩ দূর্গা পূজা (2023 Durga Puja) উপলক্ষ্যে এই প্যাকেজ ১ রাত ২ দিনের ট্যুর। টাকি থেকে পর্যটকদের রিসিভ করা হবে। ঘুরিয়ে দেখানো হবে টাকি রাজবাড়ি, মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গল, ৪০০ বছরের প্রাচীন ফুলেশ্ব‌রী মন্দির, পুবের জমিদার বাড়ি, জোড়া মন্দির। পাশাপাশি এই ট্যুর প্যাকেজে রয়েছে ইছামতি নদী (Ichamati River)তে নৌকা বিহারের সুযোগ। রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে টাকি গেস্ট হাউস কিংবা জেলা পর্যটক দফতরের হোমস্টেতে। ট্যুর শেষে পর্যটকদের আবার টাকিতে পৌঁছেও দেওয়া হবে। এই প্যাকেজের মাথাপিছু খরচ ৩,৮০০ টাকা।

দ্বিতীয় প্যাকেজ । Second Package :

 দ্বিতীয় প্যাকেজে ঘুরিয়ে দেখানো হবে টাকি পশ্চিমবঙ্গ (Taki West Bengal), কচুয়া, চাকলা ও চন্দ্রকেতুগড়।  পর্যটকদের রিসিভ করা হবে বারাসাত থেকে। রয়েছে চাকলা মন্দিরে ভোগ খাওয়ার সুযোগও। জানা গিয়েছে,  প্রথম প্যাকেজে যেভাবে টাকি ঘুরিয়ে দেখানো হবে এবং ইছামতী নদীতে যে নৌকা বিহারের সুযোগ রয়েছে, সবই থাকছে এই দ্বিতীয় ট্যুর প্যাকেজেও। এটি ২ রাত ৩ দিনের ট্যুর। তবে খরচ প্রথম প্যাকেজের তুলনায় বেশি। এই প্যাকেজ বুক করতে গেলে মাথাপিছু খরচ পড়বে ৫,২০০টাকা।

তৃতীয় প্যাকেজ । Third Package :

এই প্যাকেজে গোবরডাঙা বা বারাসাত থেকে পর্যটকদের রিসিভ করা হবে। পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে গোবরডাঙার জমিদার বাড়ি, দত্তপুকুরের মৃৎশিল্প বাজার, গোবরডাঙার চণ্ডীতলা। এই প্যাকেজ বুক করলে এশিয়ার বৃহত্তম অশ্বখুরাকৃতি হ্রদ, যা পাঁচপোতার বাঁওড় নামে পরিচিত, সেখানে নৌকা বিহারের সুযোগ থাকবে। প্রথম প্যাকেজের মতো এটিও ১ রাত ২ দিনের ট্যুর এবং মাথাপিছু খরচ ৩,৮০০ টাকা।

চতুর্থ প্যাকেজ । Fourth Package :

পুজোর  মরশুমে সুন্দরবন ঘুরতে যাওয়ার এটি সেরা প্যাকেজ। ২ রাত ৩ দিনের এই ট্যুর প্যাকেজে ঘুরিয়ে দেখানো হবে সুন্দরবোনের গভীর জঙ্গলের ঝিঙেখালি, হরিখালি ও বুড়ির ডাবরি বিট, বনবিবির মন্দির। এছাড়া কালিন্দী, ডাসা ও রায়মঙ্গল নদীতে নৌকা বিহারের সুযোগ রয়েছে। এখানে পর্যটকদের হাসনাবাদ থেকে রিসিভ করা হবে। এই প্যাকেজের মাথাপিছু খরচ ৬,২০০ টাকা।

কীভাবে বুক করবেন এই প্যাকেজ?

উত্তর ২৪ পরগনার জেলা পর্যটন দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে - https://north24parganas.gov.in/department/tourism গিয়ে আপনি এই প্যাকেজগুলো অগ্রিম বুক করতে পারবেন।


Aurora in India | ব্রিটেন, ফ্রান্স, ইতালি থেকে লাদাখ! অন্ধকার আকাশে অরোরার রংবেরঙের খেলা! তবু কেন উদ্বেগ বৈজ্ঞানিকদের মধ্যে?দেখুন ভিডিও!
IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
HS Result | উচ্চ মাধ্যমিক ২০২৪-এ সার্বিক পাশের হার ৯০ শতাংশ! ৪৯৬ নম্বর পেয়ে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস! দেখুন প্রথম দশে কারা?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download