Kolkata Metro News | পুজোতে ইস্ট-ওয়েস্ট রুটেও মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো! চালু হবে কিউআর কোড যুক্ত কাগজের টিকিট!
উত্তর-দক্ষিণ মেট্রো রুটের মতো ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা রুটেও পুজোর তিনদিন মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো। ১১তারিখ থেকে চালু হবে কিউআর কোড জুলিটো কাগজের টিকিট। দেখুন কলকাতা মেট্রোর খবর।
প্রতি বছরের মতো এবার পুজোতেও জন সাধারণের প্রতিমা পরিদর্শনে সুবিধার জন্য মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো। উত্তর–দক্ষিণ মেট্রো সারারাত চলবে তা আগেই জানিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ। তবে এবার পুজোর জন্য মাঝরাত পর্যন্ত পাওয়া যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata)র পরিষেবাও। দেখে নিন কখন থেকে কোনদিকের মেট্রো কতোক্ষণ পর্যন্ত পাবেন। এক নজরে কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News)।
পুজোয় সারারাত ধরেই মণ্ডপে মণ্ডপে থাকে দর্শনার্থীদের ভিড়। মূলত এই বছর ভিড় বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ করোনা অতিমারির পর চলতি বছরই সুস্থ্যভাবে পুজো কাটাতে চলেছে বঙ্গবাসী। ফলত ভিড় বেশি হওয়ার ধারণা নিয়েই ব্যবস্থা নেওয়া হচ্ছে মণ্ডপে মণ্ডপে, ট্রাফিক ব্যবস্থায়। তবে প্রত্যেক বছরই পুজোর তিনটি দিন মধ্যরাত পর্যন্ত মেট্রো চালানো হয়। কিন্তু এই বছর মাঝরাত পর্যন্ত চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata)। কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News) অনুযায়ী, সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই তিন দিন মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News) সম্পর্কে সম্প্রতি মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন ৭২টি করে মেট্রো পরিষেবা মিলবে। এরমধ্যে পূর্বগামী মেট্রো চলবে ৩৬ টি এবং পশ্চিমগামী মেট্রো চলবে ৩৬ টি। এই কদিন বেলা ১১:৫৫টা থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে প্রতি ২০ মিনিট অন্তর অন্তর। এছাড়া, দশমীর দিন দর্শনার্থীদের ভিড় কম থাকায় তুলনামূলক কম মেট্রো চলবে। ওইদিন মিলবে ৪৮টি মেট্রোর পরিষেবা।
ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা সম্পর্কে পড়ুন : হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু ডিসেম্বরে! শীঘ্রই চলবে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ ইস্ট ওয়েস্ট মেট্রোও!
ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতার দুর্গাপুজোর সময়সূচি । East West Metro Kolkata Durga Puja Schedule :
- যাত্রীদের সুবিধার্থে সপ্তমী অর্থাৎ ২১.১০.২০২৩; অষ্টমী ২২.১০.২০২৩; নবমী ২৩.১০.২০২৩, এই তিনটি দিনে মোট ৭২টি মেট্রোর পরিষেবা পাওয়া যাবে। যার মধ্যে ৩৬টি ইস্ট-বাউন্ড এবং ৩৬টি ওয়েস্ট-বাউন্ড।
- ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata), অর্থাৎ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ কলকাতা (Sector Five Kolkata) পর্যন্ত মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
- ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে প্রথম পরিষেবা পাওয়া যাবে বেলা ১১:৫৫ থেকে, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ কলকাতা (Sector Five Kolkata) পর্যন্ত। এদিকে বেলা ১২:০০ এ সেক্টর ফাইভ কলকাতা (Sector Five Kolkata) পর্যন্ত থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম মেট্রো চলবে।
সেক্টর ফাইভ কলকাতা সম্পর্কে পড়ুন : মেট্রোর কাজের জন্য ৬ মাসের ভোগান্তি! সেক্টর ফাইভে রোড ডাইভারশন!
- এই রুটে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ কলকাতা (Sector Five Kolkata) পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১:৩৫এ এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত শেষ মেট্রো চলবে ১১:৪০ পর্যন্ত।
- দশমীর দিন অর্থকত ২৪ তারিখ ৪৮টি মেট্রোর পরিষেবা পাওয়া যাবে। যার মধ্যে ২৪টি ইস্ট-বাউন্ড এবং ২৪টি ওয়েস্ট-বাউন্ড। এদিন মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে রাত ৮ টা পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
- ইস্ট -ওয়েস্ট মেট্রোয় স্বাভাবিক পরিষেবা আবার ২৫ তারিখ থেকে পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গ আবহাওয়া সম্পর্কে পড়ুন : মহালয়া পর্যন্ত পরিষ্কার-শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস! পুজোর আগে কি বঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা?
তবে জোকা থেকে তারাতলার মধ্যে পার্পল লাইনে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর দিন কোনও মেট্রো পরিষেবা চালানো হবে না।অন্যদিকে সপ্তমী, অষ্টমী ও নবমীতে কবি সুভাষ-দক্ষিনেশ্বর মেট্রো রুটেও মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। দেখে নিন উত্তর–দক্ষিণ মেট্রো রুটে কখন থেকে কখন পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
- সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মোট ২৪৮টি মেট্রো চলবে। আর দশমীতে ১৩২টি মেট্রো চলবে।
- সপ্তমী, অষ্টমী ও নবমীতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ১টায়। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ১টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ১টায়।
- সপ্তমী, অষ্টমী ও নবমীতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো চলবে রাত ৩ টে ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো চলবে রাত ৩ টে ৪৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত।
কলকাতা মেট্রোর খবর সম্পর্কে পড়ুন : জোকা-এসপ্লানেড মেট্রো রুটের জন্য সরতে চলেছে এসপ্লানেডের বিধান মার্কেট!
- দশমীতে দমদম থেকে দক্ষিণেশ্বর: দুপুর ১টা; কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: দুপুর ১টা; দমদম থেকে কবি সুভাষ: দুপুর ১টা এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: দুপুর ১টা থেকে মেট্রো চলবে।
- দশমীতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪৮ মিনিট; দমদম থেকে কবি সুভাষ: রাত ১০ টা; কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৫০ মিনিট;কবি সুভাষ থেকে দমদম: রাত ১০ টাতে শেষ মেট্রো পাওয়া যাবে।
প্রসঙ্গত, যাত্রীদের সুবিদার্থে এবার মেট্রোতে কিউআর কোডের (QR Code) যুক্ত কাগজের টিকিটের ব্যবস্থা করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। মূলত যাত্রীদের সুবিধার কথা ভেবে এবং বিনা টিকিটে যাত্রীদের ধরতেই এই ব্যবস্থা। জানা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কম দূরত্বের ভাড়ার টোকেন নিয়ে বেশি দূরত্ব যাত্রা করছে বহু যাত্রীরা। এই বিষয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে, পুজোর মরশুমে নিত্যযাত্রীর তুলনায় অন্যান্য যাত্রীদের ভিড় বেশি বাড়ে মেট্রোতে। পুজোর মরশুমে দলবেঁধে একসঙ্গে অনেকে যাতায়াত করেন। আর এখেত্রেই বিনা টিকিটে যাত্রা করার ঘটনা দেখা যায়।
২০২৩ দূর্গা পুজো সম্পর্কে পড়ুন : পুজোর সাজে তিলোত্তমার ১৫০ বছরের 'সঙ্গী'! পুজো পরিক্রমা করুন 'পুজো স্পেশ্যাল ট্রাম'-এ চড়ে!
এই বিষয়ে রবিবার মেট্রোর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জারি করে বলা হয়, যাত্রীদের সুবিধার্থে ইস্ট-ওয়েস্ট করিডোরে পেপার বেসড কিউআর কোডযুক্ত টিকিট পরীক্ষামূলকভাবে চালু করা হবে। আগামী ১১ তারিখ এই করিডোরের শিয়ালদহ স্টেশনে থেকে চালু হবে নয়া এই টিকিট ব্যবস্থা। যদি এই পরীক্ষমূলক পদক্ষেপ সফল হয় তাহলে এই করিডোরের সম্পূর্ণ অংশেই ধীরে দীরে বন্ধ করে দেওয়া হবে টোকেন পরিষেবা। এর পরিবর্তে গোটা ইস্ট ওয়েস্ট করিডোরেই চালু করা হবে পেপার বেসড কিউআর কোডযুক্ত টিকিট। তবে পরীক্ষা চলাকালিন কাগজের টিকিটের পাশাপাশি টোকেনও চালু রাখা হবে বলে জানানো হয় মেট্রোর তরফে।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- দক্ষিণেশ্বর মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো আধিকারিক
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- শিয়ালদহ মেট্রো
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো
- বাণিজ্য