Cyber Security | ফোন বা কম্পিউটারের ম্যালওয়ার ভাইরাস তাড়াবে ভারতীয় পোর্টাল! স্প্যাম কল প্রতারণা থেকেও দেবে মুক্তি!

Saturday, June 10 2023, 9:07 am
highlightKey Highlights

ফোন বা কম্পিউটারের ম্যালওয়ার ভাইরাস দূর করতে কেন্দ্র সরকারের তরফ থেকে লঞ্চ করা হলো 'সাইবার স্বচ্ছতা কেন্দ্র পোর্টাল'। স্প্যাম কল থেকে রক্ষা দেবে সরকারি পোর্টাল 'সঞ্চার সাথী পোর্টাল'।


প্রযুক্তির যুগে স্মার্ট ফোন (Smart Phone) বা কম্পিউটার (Computer) বা ল্যাপটপ (Laptop) ব্যবহারকারীদের এখন সব থেকে আতঙ্ক ও ভয়ের বিষয় হলো ম্যালওয়্যার ভাইরাস (Malware Virus)। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাইরাস ও এর জন্য প্রতারণা, ব্ল্যাকমেল (Blackmail) যেন বেড়েই চলেছে। তবে এবার এই সমস্যা থেকে রক্ষা করতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে ভারত সরকার (Indian Government)।

ম্যালওয়্যার ভাইরাসের হাত থেকে রক্ষা করুন আপনার স্মার্ট ডিভাইস
ম্যালওয়্যার ভাইরাসের হাত থেকে রক্ষা করুন আপনার স্মার্ট ডিভাইস

সাইবার প্রতারণা (Cyber Fraud) রুখতে নয়া পোর্টাল লঞ্চ করেছে কেন্দ্র সরকার (Central Government)। যার নাম 'সাইবার স্বচ্ছতা কেন্দ্র পোর্টাল' (Cyber Transparency Center Portal)। এই পোর্টালের মাধ্যমে বিনামূল্যে ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ ভাইরাসমুক্ত করা যাবে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) দফতরের পক্ষ থেকে এই পোর্টালে একাধিক ফ্রি বট রিমুভাল টুল (Free Bot Removal Tool) লঞ্চ করা হয়েছে।

Trending Updates
ফোন বা কম্পিউটার কিংবা ল্যাপটপ ভাইরাসমুক্ত করা যাবে বিনামূল্যে
ফোন বা কম্পিউটার কিংবা ল্যাপটপ ভাইরাসমুক্ত করা যাবে বিনামূল্যে

দেশের একাধিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (Internet Service Provider) এবং অ্যান্টি ভাইরাস কোম্পানিগুলির (Anti-Virus Company) সঙ্গে যৌথ মিলনে এই পোর্টাল তৈরি করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (Indian Computer Emergency Response Team)। 'সাইবার স্বচ্ছতা কেন্দ্র পোর্টাল' ছাড়াও এই পোর্টালের আরও একটি নাম রয়েছে যা হল, বটনেট ক্লিনিং অ্যান্ড ম্যালওয়্যার অ্যানালাইসিস সেন্টার(Botnet Cleaning and Malware Analysis Center)। দেশে সাইবার ক্রাইম (Cyber Crime) কমানোর জন্য ইতিমধ্যেই এই পরিষেবার কথা এসএমএস-র মাধ্যমে দেশের জনগণকে জানাতে শুরু করেছে কেন্দ্র সরকার।

  সাইবার ক্রাইম কমানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা নিচ্ছে  কেন্দ্র সরকার
  সাইবার ক্রাইম কমানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা নিচ্ছে কেন্দ্র সরকার

কীভাবে 'সাইবার স্বচ্ছতা কেন্দ্র পোর্টাল'-র মাধ্যমে ম্যালওয়্যার দূর করবেন?| How to remove malware through 'Cyber Transparency Center Portal'?

  • প্রথমে আপনাকে www.csk.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর সেখানে থাকা সিকিউরিটি টুল (Security Tool) অপশনটিতে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজে আপনি যেই অ্যান্টি ভাইরাস কোম্পানির বট রিমুভাল টুল ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করতে হবে।
  • এরপর টুলটি ডাউনলোড করার জন্য ডাউনলোড (Download) অপশনে ক্লিক করতে হবে।
ভারতীয় পোর্টাল করবে আপনার ডিভাইস ম্যালওয়্যার ফ্রি 
ভারতীয় পোর্টাল করবে আপনার ডিভাইস ম্যালওয়্যার ফ্রি 

উইন্ডোস ইউজাররা (Windows Users) eScan Antivirus, K7 Security এইসব অপশনগুলি বেছে নিতে পারেন। যারা অ্যান্ড্রয়েড ইউজাররা (Android Users) গুগল প্লে-স্টোরে (Google Play Store) গিয়ে eScan CERT-IN অথবা M-Kavach 2 বট রিমুভাল টুল ডাউনলোড করতে পারেন। এই দুটিই সরকারি অ্যাপ।

সঠিক অ্যান্টি-ভাইরাস বেছে নিয়ে আপনার উইন্ডোস কে ভাইরাস ফ্রি করুন
সঠিক অ্যান্টি-ভাইরাস বেছে নিয়ে আপনার উইন্ডোস কে ভাইরাস ফ্রি করুন

এই অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে ডিভাইজে থাকা সমস্ত ম্যালওয়্যার স্ক্যান করা শুরু করে দেবে এবং কোনো ভাইরাস শনাক্ত হলে তা মুছে দেবে এই অ্যাপ।

গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন আপনার স্মার্টফোনের জন্য অ্যান্টি-ভাইরাস
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন আপনার স্মার্টফোনের জন্য অ্যান্টি-ভাইরাস

অন্যদিকে, স্মার্ট ফোন ব্যবহারকারীদের আরেক সমস্যা হয়ে উঠেছে অচেনা নম্বর থেকে আসা ফোন। অনেকের কাছেই দিনে অগুন্তিবার আসে স্প্যাম কল (Spam Call)। আবার অনেকের কাছে মাঝে মাঝে আসে এই কল। তবে যতবারই এই ফোন আসুক না কেন, এই নিয়ে সতর্ক করেছেন টেলিকম মন্ত্রী (Telecom minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav)।

দিন দিন বেড়েই চলছে স্প্যাম কল
দিন দিন বেড়েই চলছে স্প্যাম কল

টেলিকম মন্ত্রী জানান, গত কয়েকমাসে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে স্প্যাম কলের মাধ্যমে সাইবার ক্রাইম। ফলে এই স্প্যাম কল থেকে সতর্ক থাকতে হবে সবাইকে। স্প্যাম কল থেকে সাইবার ক্রাইম কমাতেই 'সঞ্চার সাথী পোর্টাল' (Sanchar sathi portal) লঞ্চ করেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই এই পোর্টালের মাধ্যমে প্রায় ৪০ লাখের বেশি ভুয়ো সিম এবং ৪১০০০ ভুয়ো সেল এজেন্টদের (Sale Agent) ব্ল্যাকলিস্টেড (Blacklisted) করা হয়েছে।

ভারতীয় পোর্টালের দ্বারা এবার বন্ধ হবে স্প্যাম কলও 
ভারতীয় পোর্টালের দ্বারা এবার বন্ধ হবে স্প্যাম কলও 

স্প্যাম কল আটকানোর জন্য সম্প্রতি ট্রাই (TRAI) প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দিয়েছে টেলিকম সংস্থাগুলিকে। শুধু কল নয়,হোয়াটসঅ্যাপেও (Whatsapp) রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এইসব অজানা নম্বর থেকে আসা ফোন ও এসএমএস। বেশ কিছুদিন আগের থেকেই অসংখ্য ভারতীয়দের ফোন করা হচ্ছে একাধিক দেশের আইএসডি (ISD) নম্বর থেকে। যার জন্য সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ৩৬ লাখ মোবাইল কানেকশন (Mobile Connection)। এই পদক্ষেপের ফলে প্রায় ৫০ শতাংশ প্রতারণা কমিয়ে দেবে এমনটাই জানায় সংস্থা।

মেটা ও ভারতীয় টেলিকম সংস্থাগুলির তরফ থেকে বন্ধ করা হচ্ছে স্প্যাম অ্যাকাউন্টও
মেটা ও ভারতীয় টেলিকম সংস্থাগুলির তরফ থেকে বন্ধ করা হচ্ছে স্প্যাম অ্যাকাউন্টও

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বিগত কয়েক মাসে হোয়াটসঅ্যাপের পাশাপশি মেটাও (Meta) কয়েক লক্ষ অ্যাকাউন্ট এবং কনটেন্ট প্ল্যাটফর্ম থেকে মুছে দিয়েছে। টেলিকম রেগুলেটর অফ ইন্ডিয়া (The Telecom Regulator of India), টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে এআই ফিল্টার (AI Filter) কাজে লাগিয়ে স্প্যাম কল প্রতিরোধ করতে হবে। আর এই আদেশকে সম্মতি জানিয়েছে এয়ারটেল (Airtel) ও জিও কোম্পানি (Jio)। সব মিলিয়ে বলাই চলে, বর্তমানে প্রযুক্তিগত সমস্যা মেটাতে জোর কদমে প্রস্তুত ভারত সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File