Deoghar Accident | নিয়ন্ত্রণ হারালো বাস, শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৮ পুণ্যার্থীর! আহত ২০-২৫ জন!
Tuesday, July 29 2025, 7:35 am
Key Highlightsমঙ্গলবার সকালে দুমকা জেলার বাসকীনাথ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল আস্ত বাস।
শিবের মাথায় জল ঢালতে গিয়ে ফের মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে দুমকা জেলার বাসকীনাথ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল আস্ত বাস। দুর্ঘটনায় মৃত্যু ৮ পুণ্যার্থীর। আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন। জানা গিয়েছে, পুণ্যার্থীরা সবাই বিহারের গয়া জেলা থেকে ওই মন্দিরে যাচ্ছিলেন। বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গার জল নিয়ে প্রথমে তাঁরা দেওঘরে অর্থাৎ বাবা বৈদ্যনাথধাম মন্দিরে জল ঢালেন। এরপর রীতি মেনে সেখান থেকে তাঁরা রওনা দেন দুমকা জেলার বাসকীনাথ মন্দিরের পথে। কিন্তু তখনই এই দুর্ঘটনা ঘটে।
- Related topics -
- দেশ
- ভারত
- ঝাড়খন্ড
- পথদুর্ঘটনা
- বাস দুর্ঘটনা
- মৃত্যু

