Pakistan | চিনের হাত ধরে চাঁদে যাবে পাকিস্তান! মহাকাশেও অন্যের ঘাড়ে ভর করছে ইসলামাবাদ
Wednesday, August 6 2025, 6:44 am
Key Highlightsবেজিং প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই সোমবার তিনি ঘোষণা করে দিয়েছেন, পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর কাঁধেই দায়িত্ব পুরো অভিযানটার পরিকল্পনা করার।
প্রথমবার চাঁদে পা রাখতে চলেছে কোনো পাকিস্তানী মহাকাশচারী। ২০২৬ সালেই প্রথম পাক মহাকাশচারীকে চিনের স্পেস স্টেশনে পাঠানোর পরিকল্পনা করেছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এখনও পর্যন্ত স্বাবলম্বী হয়ে মহাকাশে কোন উপগ্রহই পাঠাতে পারেনি। এবারও চিনের মুখাপেক্ষী হতে হয়েছে তাঁদের। বেজিং প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সোমবার পাক মন্ত্রী আহসান ইকবাল ঘোষণা করেছেন, পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর কাঁধে ২০৩৫ সালে চাঁদে অভিযানের দায়িত্ব তুলে দিচ্ছে চিন।
- Related topics -
- আন্তর্জাতিক
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান
- পাকিস্তান
- পাকিস্তান প্রধানমন্ত্রী
- আমেরিকা
- মার্কিন যুক্তরাষ্ট্র

