Garbeta | গড়বেতার রেল লাইনে বিস্ফোরণ! থেমে গেলো রাজধানী এক্সপ্রেস! নেপথ্যে মাওবাদীদের হাত?

Monday, August 4 2025, 9:03 am
highlightKey Highlights

মাওবাদী শহিদ সপ্তাহের শেষ দিনে, রবিবার গড়বেতায় রেল লাইনে হঠাৎই বিস্ফোরণ হয় বলে খবর।


জঙ্গলমহলে রেল লাইনে বিস্ফোরণ! মাওবাদী শহিদ সপ্তাহের শেষ দিনে, রবিবার গড়বেতায় রেল লাইনে হঠাৎই বিস্ফোরণ হয় বলে খবর। গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে থেমে যায় ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে রাজধানীর গার্ড ও চালক যোগাযোগ করেন পিয়ারডোবা স্টেশনে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশ, স্নিফার ডগ। ট্রেন লাইনচ্যুত হওয়ার মতো কিছু না ঘটলেও রেল লাইনে সাদা পাউডারের মতো জিনিস পাওয়া যায়। প্রাথমিক ভাবে অনুমান, এই কাজ মাওবাদীদের। কারণ সেদিন মাওবাদী শহিদ সপ্তাহের শেষ দিন ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File